কলকাতা, 26 ফেব্রুয়ারি: শেখ শাহজাহানের গ্রেফতারির প্রশ্নে বিচার ব্যবস্থাকেই নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার মহেশতলার বাটানগর থেকে শেখ শাহজাহানের গ্রেফতারি থেকে শুরু করে সন্দেশখালি ইস্যু নিয়ে সরব হন তিনি ৷ সেখান থেকে শাহজাহানের গ্রেফতার না হওয়ার পিছনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের স্থগিতাদেশকে দায়ী করলেন অভিষেক ৷ তাঁর অভিযোগ, আদালতই পুলিশের হাত বেঁধে দিয়েছে ৷
শাজাহান শেখের গ্রেফতার না হওয়ার অভিযোগের জবাবে অভিষেককে বলতে শোনা গিয়েছে, সন্দেশখালি ইস্যু জিইয়ে রাখার জন্য বিচার ব্যবস্থা দায়ী ৷ শাজাহানকে রক্ষাকবচ দিয়ে রেখেছে আদালত ৷ তাঁর অভিযোগ হাইকোর্ট পুলিশের হাত বেঁধে রেখেছে ৷ এদিন অভিষেক বলেন, "রাজ্য পুলিশ এবং সিবিআইয়ের একজন করে আধিকারিককে নিয়ে শাজাহানকে গ্রেফতারের জন্য সিট গঠন করেছিল বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ৷ কিন্তু, ইডির আবেদনে প্রধান বিচারপতি তা স্থগিত করে দিয়েছেন ৷ আর সেই কারণে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না ৷ আদালত অনুমতি দিলে পুলিশ শাহজাহানকে গ্রেফতার করতে পারবে ৷"
তিনি বলেন, "যদি কেউ জনগণের উপর অত্যাচারের জন্য দায়ী হয়, অথবা দুর্নীতির সঙ্গে যুক্ত হয় দল তাঁর পাশে দাঁড়াবে না ৷ বরং সরকার ও দল তাঁর বিরুদ্ধে কঠর ব্যবস্থা নেবে ৷" এদিন সন্দেশখালিতে বিজেপির নেতাদের সফর নিয়ে মুখ খুলেছেন অভিষেক ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রী তথা বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে সন্দেশখালি ইস্যুকে জিইয়ে রাখা হচ্ছে ৷ এই ইস্যুকে বাঁচিয়ে রাখতে মিডিয়া হাইপ তৈরি করতেই প্রতিদিন নিয়ম করে দিল্লি থেকে প্রতিনিধি দল ও বিজেপি নেতাদের সন্দেশখালি পাঠানো হচ্ছে ৷" তিনি প্রশ্ন তুলেছেন, আদালতের অনুমতি নিয়ে সকলেই কেন একদিনে সন্দেশখালি যাচ্ছেন না ?
পাশাপাশি, সন্দেশখালিতে তৃণমূলের সভার বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর মতে, সন্দেশখালিতে সভা-সমাবেশের থেকেও বড় মানুষের জীবন ৷ আর তাই আগামী 3 মার্চ সেখানে তৃণমূলের সভা হওয়ার কথা থাকলেও, এই পরিস্থিতিতে এখনই সভা করার কোনও প্রয়োজন নেই ৷ এদিন তিনি বলেছেন, "স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে, সব হবে ৷" একইসঙ্গে এদিন সন্দেশখালি যাওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন অভিষেক ৷ তিনি বলেন, আগামী 10 মার্চ ব্রিগেড সমাবেশ ৷ তার আগে 29 তারিখ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে ৷ তাই এখন কোনও সভা সমাবেশ করা যাচ্ছে না ৷ তবে, উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে সব হবে ৷ আগামী দিনে তিনিও যাবেন সন্দেশখালি ৷
আরও পড়ুন: