ETV Bharat / politics

আদি গঙ্গার ধারে প্রাসাদোপম নির্মাণে কেন ব্যবস্থা নেয়নি কেন্দ্র ? সংসদে প্রশ্ন তুলবেন শমীক - Samik Bhattacharya - SAMIK BHATTACHARYA

Samik Bhattacharya: পরিবেশ কর্মীদের সবুজ ইস্তাহার প্রকাশের অনুষ্ঠান ছিল মঙ্গলবার ৷ সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ৷ এই অনুষ্ঠানে তিনি জানান, কেন্দ্রের কাছে আদি গঙ্গার ধারে প্রাসাদোপম নির্মাণ কেন তৈরি করা হল তার জবাব চাইবেন ৷

শমীক ভট্টাচার্য , Samik Bhattacharya
Samik Bhattacharya
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 2:07 PM IST

কলকাতা, 17 এপ্রিল: লোকসভা ভোটের মুখে পরিবেশ আন্দোলনের কর্মীরা প্রকাশ করলেন সবুজ ইস্তাহার । সেই অনুষ্ঠানেই মঙ্গলবার আলোচনায় অংশ নেন একাধিক রাজনৈতিক দলের নেতা। সেখানেই রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য পরিবেশ কর্মীদের কথা দিলেন সংসদে আদি গঙ্গার ধারে প্রাসাদোপম নির্মাণের বিষয় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন । যদিও এই অনুষ্ঠানে যোগ দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মানুষের দুয়ারে পৌঁছচ্ছেন ভোট দেওয়ার আবেদন নিয়ে । নাগরিকরাও বহু না পাওয়ার কথা তুলে ধরছেন ভোট প্রার্থীদের কাছে । তবে কোনও পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো । বর্তমান সময় পরিবেশরক্ষায় যেখানে মূল মাথাব্যথার বিষয় । জীবন জীবিকা রক্ষায় সবটাই প্রশ্নের মুখে পড়বে যদি পরিবেশ রক্ষা না করা যায় ।

পরিবেশ সংক্রান্ত 15টি কেন্দ্রীয় বিষয় সবুজ ইস্তাহারে তুলে ধরেন পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ । এই ইস্তাহার প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল পরিবেশ নিয়ে কী ভাবছেন সেই নিয়ে আলোচনা হয় । সেখানে বিজেপির পক্ষে অংশ নেন শমীক ভট্টাচার্য, সিপিএমের তরফে চয়ন ভট্টাচার্য, এসইউসিআই নেতা দেবাশিস রায়, আইএসএফ নেতা শামসুল আলি মল্লিক, সিপিআই-এর কল্যাণ বন্দ্যোপাধ্যায় । যদিও এই আলোচনায় তৃণমূলের তরফে কেউ অংশ নেননি।

সবুজ মঞ্চের নেতৃত্ব নব দত্ত বলেন, "14টি জেলার 30 কেন্দ্রে দাবি কী হতে পারে সেই নিয়ে আমাদের ইস্তাহার প্রকাশ। উত্তরবঙ্গে 6টি জেলাকে নিয়ে আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ইস্তাহার । দুর্নীতি নিয়ে অনেক কথা হলেও পরিবেশ দুর্নীতি নিয়ে কোনও কথা হয় না । এক হিমালয়, এক গঙ্গা নীতি চাই । গঙ্গা নিয়ে 23 হাজার 500 কোটি টাকা খরচ । তবু বিশ্বে দূষিত নদীর মধ্যে 5 নম্বরে রয়েছে গঙ্গা । জলবায়ু বিপন্ন ৷ জলা রক্ষায় সরকার তহবিল গঠন করুক । শব্দ দূষণ মাথা ব্যথার কারণ ।"

এই বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "রাজনৈতিক দলের ইস্তাহার দিয়ে প্রকৃতি নিয়ন্ত্রণ হবে না । দুর্ভাগ্য কেউ পড়েও দেখে না রাজনৈতিক দলগুলোর ইস্তাহার । এখানে বহুত্ববাদের দেশ ৷ ভিন্ন মত থাকবে । কোনও রাজনৈতিক দল বা সরকারের থেকে বড় আশা রাখা উচিত নয় । গঙ্গা দূষণ নিয়ে দলীয় কর্মকাণ্ড আছে আমাদের । মানুষকে প্রতিবাদ করতে হবে । আপনাদের প্রতিবাদ শুরু হলে দেখবেন সমস্ত রাজনৈতিক নেতারা পৌঁছে গিয়েছেন আপনাদের কাছে । আমরা রাজনৈতিক মানুষজন নিজেদের প্রকৃতিকে বিক্রি করছি আমাদের থেকে বেশি প্রত্যাশা ভালো নয় ।"

গ্রিন বেঞ্চ নিয়ে চরম কটাক্ষ করে শমীক বলেন,"রাজ্যে গ্রিন বেঞ্চে বিচারপতির উদার মন থাকলে চলবে না । যার বিরুদ্ধে অভিযোগ উদার মনের পরিচয় দিয়ে তাকে রিলিফ দিলে সেটা সমস্যার । তাই ছোট মনের বিচারপতির দরকার । আদি গঙ্গার উপর প্রাসাদোপম নির্মাণে কেন আদালত ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্র কেন ভাঙছে না সেই প্রশ্ন তুলব সংসদে ।"

আরও পড়ুন :

  1. ভোটের স্লোগানে থাকুক সবুজায়নের বার্তা, পরিবেশকর্মীদের প্রস্তাবে সায় রাজনৈতিক দলগুলির
  2. প্লাস্টিক দূষণ মারাত্মক প্রভাব ফেলতে পারে প্রজনন ক্ষমতায়
  3. বায়ু দূষণের ফলে ভারতে বছরে 2 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটছে, দাবি সমীক্ষায়

কলকাতা, 17 এপ্রিল: লোকসভা ভোটের মুখে পরিবেশ আন্দোলনের কর্মীরা প্রকাশ করলেন সবুজ ইস্তাহার । সেই অনুষ্ঠানেই মঙ্গলবার আলোচনায় অংশ নেন একাধিক রাজনৈতিক দলের নেতা। সেখানেই রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য পরিবেশ কর্মীদের কথা দিলেন সংসদে আদি গঙ্গার ধারে প্রাসাদোপম নির্মাণের বিষয় কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলবেন । যদিও এই অনুষ্ঠানে যোগ দেয়নি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।

লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল নানা ধরনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে মানুষের দুয়ারে পৌঁছচ্ছেন ভোট দেওয়ার আবেদন নিয়ে । নাগরিকরাও বহু না পাওয়ার কথা তুলে ধরছেন ভোট প্রার্থীদের কাছে । তবে কোনও পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দিচ্ছে না পরিবেশ সংক্রান্ত বিষয়গুলো । বর্তমান সময় পরিবেশরক্ষায় যেখানে মূল মাথাব্যথার বিষয় । জীবন জীবিকা রক্ষায় সবটাই প্রশ্নের মুখে পড়বে যদি পরিবেশ রক্ষা না করা যায় ।

পরিবেশ সংক্রান্ত 15টি কেন্দ্রীয় বিষয় সবুজ ইস্তাহারে তুলে ধরেন পরিবেশ কর্মীদের সংগঠন সবুজ মঞ্চ । এই ইস্তাহার প্রকাশের পর বিভিন্ন রাজনৈতিক দল পরিবেশ নিয়ে কী ভাবছেন সেই নিয়ে আলোচনা হয় । সেখানে বিজেপির পক্ষে অংশ নেন শমীক ভট্টাচার্য, সিপিএমের তরফে চয়ন ভট্টাচার্য, এসইউসিআই নেতা দেবাশিস রায়, আইএসএফ নেতা শামসুল আলি মল্লিক, সিপিআই-এর কল্যাণ বন্দ্যোপাধ্যায় । যদিও এই আলোচনায় তৃণমূলের তরফে কেউ অংশ নেননি।

সবুজ মঞ্চের নেতৃত্ব নব দত্ত বলেন, "14টি জেলার 30 কেন্দ্রে দাবি কী হতে পারে সেই নিয়ে আমাদের ইস্তাহার প্রকাশ। উত্তরবঙ্গে 6টি জেলাকে নিয়ে আলাদাভাবে প্রকাশ করা হয়েছে ইস্তাহার । দুর্নীতি নিয়ে অনেক কথা হলেও পরিবেশ দুর্নীতি নিয়ে কোনও কথা হয় না । এক হিমালয়, এক গঙ্গা নীতি চাই । গঙ্গা নিয়ে 23 হাজার 500 কোটি টাকা খরচ । তবু বিশ্বে দূষিত নদীর মধ্যে 5 নম্বরে রয়েছে গঙ্গা । জলবায়ু বিপন্ন ৷ জলা রক্ষায় সরকার তহবিল গঠন করুক । শব্দ দূষণ মাথা ব্যথার কারণ ।"

এই বিষয়ে রাজনৈতিক দলের মধ্যে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, "রাজনৈতিক দলের ইস্তাহার দিয়ে প্রকৃতি নিয়ন্ত্রণ হবে না । দুর্ভাগ্য কেউ পড়েও দেখে না রাজনৈতিক দলগুলোর ইস্তাহার । এখানে বহুত্ববাদের দেশ ৷ ভিন্ন মত থাকবে । কোনও রাজনৈতিক দল বা সরকারের থেকে বড় আশা রাখা উচিত নয় । গঙ্গা দূষণ নিয়ে দলীয় কর্মকাণ্ড আছে আমাদের । মানুষকে প্রতিবাদ করতে হবে । আপনাদের প্রতিবাদ শুরু হলে দেখবেন সমস্ত রাজনৈতিক নেতারা পৌঁছে গিয়েছেন আপনাদের কাছে । আমরা রাজনৈতিক মানুষজন নিজেদের প্রকৃতিকে বিক্রি করছি আমাদের থেকে বেশি প্রত্যাশা ভালো নয় ।"

গ্রিন বেঞ্চ নিয়ে চরম কটাক্ষ করে শমীক বলেন,"রাজ্যে গ্রিন বেঞ্চে বিচারপতির উদার মন থাকলে চলবে না । যার বিরুদ্ধে অভিযোগ উদার মনের পরিচয় দিয়ে তাকে রিলিফ দিলে সেটা সমস্যার । তাই ছোট মনের বিচারপতির দরকার । আদি গঙ্গার উপর প্রাসাদোপম নির্মাণে কেন আদালত ব্যবস্থা নিচ্ছে না, কেন্দ্র কেন ভাঙছে না সেই প্রশ্ন তুলব সংসদে ।"

আরও পড়ুন :

  1. ভোটের স্লোগানে থাকুক সবুজায়নের বার্তা, পরিবেশকর্মীদের প্রস্তাবে সায় রাজনৈতিক দলগুলির
  2. প্লাস্টিক দূষণ মারাত্মক প্রভাব ফেলতে পারে প্রজনন ক্ষমতায়
  3. বায়ু দূষণের ফলে ভারতে বছরে 2 মিলিয়নেরও বেশি মৃত্যু ঘটছে, দাবি সমীক্ষায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.