ETV Bharat / politics

পাক-অধিকৃত কাশ্মীর আমাদের, নিয়েই ছাড়ব: অমিত শাহ - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: পরিবারতন্ত্র, পাক অধিকৃত কাশ্মীর থেকে সিএএ ৷ শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসুর প্রচারে বিরোধী 'ইন্ডিয়া' জোটকে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ অনুপ্রবেশ, নারী নির্যাতন-সহ নানান ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 'হিরক রানি' বলে কটাক্ষ করলেন তিনি ৷

ETV BHARAT
পাক-অধিকৃত কাশ্মীর অধিগ্রহণের হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (ছবি- বিজেপি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 15, 2024, 2:23 PM IST

Updated : May 15, 2024, 3:45 PM IST

শ্রীরামপুর, 15 মে: শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর প্রচারমঞ্চ থেকে পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 370 ধারা বিলোপ নিয়ে বিরোধী শিবিরের বিরোধিতা প্রসঙ্গে বলতে গিয়ে, পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করেছেন তিনি ৷ বিরোধী 'ইন্ডিয়া' জোটকে তাঁর হুঁশিয়ারি, "পাক-অধিকৃত কাশ্মীর আমাদের ভারতের অংশ ৷ আর আমরা সেটাকে নিয়েই ছাড়ব ৷"

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে পরিবারতন্ত্র ও ভোটব্যাঙ্কের পৃষ্ঠপোষকতা নিয়ে বিরোধী জোটকে নিশানা করেন শাহ ৷ সেই প্রসঙ্গে কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারে বিরোধীদের সমালোচনাও করেন মোদি মন্ত্রিসভার নম্বর টু ৷ আর সেই ইস্যুতেই পাক-অধিকৃত কাশ্মীরের অধিকার নিয়ে সরব হন শাহ ৷ তিনি বলেন, "মোদিজিকে আপনারা যখন 18 টা আসন দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করলেন, উনি সংসদে গিয়ে কাশ্মীর থেকে 370 ধারা তুলে নিলেন ৷ কাশ্মীরকে ভারতের পূর্ণ অংশ করলেন ৷"

শাহ বিরোধীদের নিশানা করে বলেন, "কাশ্মীরের ভাই-বোনদের ভারতের পূর্ণ অংশ করাতেও বিরোধীদের আপত্তি ছিল ৷ ওরা চায়নি কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা ফিরুক ৷ কাশ্মীরের মানুষদের নিয়ে রাজনীতি করে যেতে চেয়েছিল ৷ কিন্তু, মোদি সরকার সেটা বন্ধ করে দিয়েছে ৷ এখন কাশ্মীরের যুবকরা পাথর ছোড়ে না ৷ তাদের কর্মসংস্থান হচ্ছে ৷ সেখানে আর সেনাকে দেখলে লোকে ভয় পায় না ৷ কাশ্মীরের ভাই-বোনেরা রোজগারের নতুন দিশা খুঁজে পেয়েছে ৷"

এখানেই পাক-অধিকৃত কাশ্মীরের উদাহরণ টানেন শাহ ৷ তিনি বলেন, "অন্যদিকে দেখুন পাক-অধিকৃত কাশ্মীরকে ৷ সেখানে আজও সন্ত্রাসের আবহ ৷ পাথর ছোড়া হয় ৷ আমাদের কাশ্মীরে তিনবছরে রেকর্ড সংখ্যক পর্যটক বেড়াতে গিয়েছেন ৷ সেখানে পাক-অধিকৃত কাশ্মীর আটার দামে রেকর্ড গড়ছে ৷"

এরপরেই পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করার হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা বিশ্বাস করি পাক-অধিকৃত কাশ্মীরও আমাদের অংশ ৷ আপনারা বিশ্বাস করেন তো ? কিন্তু, কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার, ফারুখ আব্দুল্লারা এ কথা মানেন না ৷ তাঁরা বলছেন, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে ৷ তো কী হয়েছে ? আমরা ভয় পাই না ৷ পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ৷ আর আমরা সেটা নিয়েই ছাড়ব ৷"

এদিনের প্রচার থেকে পরিবারতন্ত্র নিয়েও বিরোধীদের নিশানা করেন অমিত শাহ ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মত্যাগের উদাহরণ তুলে ধরেন ৷ পাশাপাশি, কংগ্রেস, তৃণমূল-সহ অন্য 'ইন্ডিয়া' জোটের দলগুলি নিজেদের প্রিয়জনদের ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখেন বলেও কটাক্ষ করেন শাহ ৷ উদাহরণ দিয়ে শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক, উদ্ধব ঠাকরে তাঁর ছেলে আদিত্য এবং স্ট্যালিন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখেন ৷ আর সোনিয়া গান্ধি রাহুলকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখেন ৷ কিন্তু, গরিব চা-ওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদিজি, তাঁর দেশের নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বপ্ন দেখেন ৷"

আরও পড়ুন:

  1. 'দেওয়ালে লেখা রয়েছে প্রধানমন্ত্রীকে তাঁর পদ ছেড়ে চলে যেতে হবে', দাবি রমেশের
  2. রাহুলবাবা, আপনার নানি এলেও সিএএ হঠাতে দেব না: শাহ
  3. বঙ্গে তিরিশের বেশি আসন জিতলে বাড়ি-বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন শান্তনু, বনগাঁয় শাহী প্রতিশ্রুতি

শ্রীরামপুর, 15 মে: শ্রীরামপুরের বিজেপি প্রার্থীর প্রচারমঞ্চ থেকে পাক-অধিকৃত কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুঙ্কার দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ 370 ধারা বিলোপ নিয়ে বিরোধী শিবিরের বিরোধিতা প্রসঙ্গে বলতে গিয়ে, পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ বলে দাবি করেছেন তিনি ৷ বিরোধী 'ইন্ডিয়া' জোটকে তাঁর হুঁশিয়ারি, "পাক-অধিকৃত কাশ্মীর আমাদের ভারতের অংশ ৷ আর আমরা সেটাকে নিয়েই ছাড়ব ৷"

রাজ্যে নির্বাচনী প্রচারে এসে পরিবারতন্ত্র ও ভোটব্যাঙ্কের পৃষ্ঠপোষকতা নিয়ে বিরোধী জোটকে নিশানা করেন শাহ ৷ সেই প্রসঙ্গে কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারে বিরোধীদের সমালোচনাও করেন মোদি মন্ত্রিসভার নম্বর টু ৷ আর সেই ইস্যুতেই পাক-অধিকৃত কাশ্মীরের অধিকার নিয়ে সরব হন শাহ ৷ তিনি বলেন, "মোদিজিকে আপনারা যখন 18 টা আসন দিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করলেন, উনি সংসদে গিয়ে কাশ্মীর থেকে 370 ধারা তুলে নিলেন ৷ কাশ্মীরকে ভারতের পূর্ণ অংশ করলেন ৷"

শাহ বিরোধীদের নিশানা করে বলেন, "কাশ্মীরের ভাই-বোনদের ভারতের পূর্ণ অংশ করাতেও বিরোধীদের আপত্তি ছিল ৷ ওরা চায়নি কাশ্মীরে শান্তি-শৃঙ্খলা ফিরুক ৷ কাশ্মীরের মানুষদের নিয়ে রাজনীতি করে যেতে চেয়েছিল ৷ কিন্তু, মোদি সরকার সেটা বন্ধ করে দিয়েছে ৷ এখন কাশ্মীরের যুবকরা পাথর ছোড়ে না ৷ তাদের কর্মসংস্থান হচ্ছে ৷ সেখানে আর সেনাকে দেখলে লোকে ভয় পায় না ৷ কাশ্মীরের ভাই-বোনেরা রোজগারের নতুন দিশা খুঁজে পেয়েছে ৷"

এখানেই পাক-অধিকৃত কাশ্মীরের উদাহরণ টানেন শাহ ৷ তিনি বলেন, "অন্যদিকে দেখুন পাক-অধিকৃত কাশ্মীরকে ৷ সেখানে আজও সন্ত্রাসের আবহ ৷ পাথর ছোড়া হয় ৷ আমাদের কাশ্মীরে তিনবছরে রেকর্ড সংখ্যক পর্যটক বেড়াতে গিয়েছেন ৷ সেখানে পাক-অধিকৃত কাশ্মীর আটার দামে রেকর্ড গড়ছে ৷"

এরপরেই পাক-অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ করার হুঙ্কার দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তিনি বলেন, "আমরা বিশ্বাস করি পাক-অধিকৃত কাশ্মীরও আমাদের অংশ ৷ আপনারা বিশ্বাস করেন তো ? কিন্তু, কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার, ফারুখ আব্দুল্লারা এ কথা মানেন না ৷ তাঁরা বলছেন, পাকিস্তানের কাছে পরমাণু অস্ত্র আছে ৷ তো কী হয়েছে ? আমরা ভয় পাই না ৷ পাক-অধিকৃত কাশ্মীর ভারতের অংশ ৷ আর আমরা সেটা নিয়েই ছাড়ব ৷"

এদিনের প্রচার থেকে পরিবারতন্ত্র নিয়েও বিরোধীদের নিশানা করেন অমিত শাহ ৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মত্যাগের উদাহরণ তুলে ধরেন ৷ পাশাপাশি, কংগ্রেস, তৃণমূল-সহ অন্য 'ইন্ডিয়া' জোটের দলগুলি নিজেদের প্রিয়জনদের ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখেন বলেও কটাক্ষ করেন শাহ ৷ উদাহরণ দিয়ে শাহ বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক, উদ্ধব ঠাকরে তাঁর ছেলে আদিত্য এবং স্ট্যালিন তাঁর ছেলেকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখেন ৷ আর সোনিয়া গান্ধি রাহুলকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন দেখেন ৷ কিন্তু, গরিব চা-ওয়ালার ঘরে জন্ম নেওয়া মোদিজি, তাঁর দেশের নাগরিকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বপ্ন দেখেন ৷"

আরও পড়ুন:

  1. 'দেওয়ালে লেখা রয়েছে প্রধানমন্ত্রীকে তাঁর পদ ছেড়ে চলে যেতে হবে', দাবি রমেশের
  2. রাহুলবাবা, আপনার নানি এলেও সিএএ হঠাতে দেব না: শাহ
  3. বঙ্গে তিরিশের বেশি আসন জিতলে বাড়ি-বাড়ি গিয়ে নাগরিকত্ব দেবেন শান্তনু, বনগাঁয় শাহী প্রতিশ্রুতি
Last Updated : May 15, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.