ETV Bharat / politics

বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা - Lok Sabha Election 2024

PM Modi Talks to Rekha Patra: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 7:11 PM IST

Updated : Mar 26, 2024, 7:50 PM IST

বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির

কলকাতা, 26 মার্চ: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তাঁকে 'শক্তি স্বরূপ' হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, প্রার্থীর সঙ্গে বিজেপি'র সমর্থন সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রায় নয় মিনিট এদিন রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ আর এদিনই রেখা পাত্র বলেন, "গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷ আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷"

বসিরহাটে গেরুয়া শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্দেশখালির একাংশের মহিলারা ৷ সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে পছন্দ নয় বলেই সাফ জানিয়েছিল এলাকাবাসী ৷ এমনকী রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় এলাকার মহিলাদের ৷ যা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ৷ তিনি বলেন, "যে প্রার্থী হয়েছেন তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আগে সাতটা বিধানসভা তো উনি চিনে নিক, তারপর তো জিতবে !" এখানেই শেষ নয়, তৃণমূল প্রার্থীর দাবি, "জেতা তো দূরের কথা, তার দল আগে তাঁকে মেনে নিক ৷ এখানে তিন লক্ষ লিড ছিল ৷ সেগুলো কি উড়ে যাবে ? ফলের দিন দেখা যাবে কে কত ভোট পেয়েছে ৷"

তৃণমূল প্রার্থী যাই বলুন, রেখা পাত্র কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী ৷ সন্দেশখালিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিল রেখা পাত্র ৷ তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁকে নিয়ে দলের মধ্যে বা এলাকায় যে ক্ষোভ আছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রেখা বলেন, "আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷ রাম মন্দির উদ্বোধনের পরই আমাদের রাজ্যে মা-বোনেদের মধ্যে শক্তি এসেছে অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করার ৷ গরিব মানুষের কেউ থাকে না মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷"

অন্যদিকে, কেমন চলছে রেখার প্রচার পর্ব বা প্রচার করার সময় কোথাও কোনও সমস্যায় পড়তে হচ্ছে কি না, সেইসব বিষয় খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমেই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে শুভেচ্ছা জানান। অন্যদিকে, 2011 হল সন্দেশখালির মানুষ ভোট দিতে পারেননি। তাই লোকসভা নির্বাচনে যেন, সন্দেশখালির মানুষ নির্ভয় ভোট দিতে পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান রেখা পাত্র। তিনি ভোটারদের সুরক্ষা নিশ্চিত করার আবেদনও করেন প্রধানমন্ত্রীর কাছে।

প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থীকে আশ্বস্ত করে জানান, এবার থেকে সন্দেশখালির মানুষজন নির্ভয় এবং নির্ভাবনায় ভোট দিতে পারবেন। এই কথা যাতে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যায় সেই বিষয়টিও দেখা হবে বলে প্রার্থীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রেখা পাত্রর কাছে আরও জানতে চান, যখন তিনি প্রার্থী হচ্ছেন খবর পেয়েছিলেন, তখন তাঁর অনুভূতি কেমন ছিল। এই প্রশ্নের উত্তরে রেখা পাত্র জানান, তাঁর খুব আনন্দ হয়েছিল, তবে কয়েকজন তৃণমূলপন্থী মানুষজন এর প্রতিবাদ করেছিলেন ৷ পরে তারাও চুপ হয়ে গিয়েছে ৷ পরে তারা ক্ষমাও চেয়েছে।

রেখা পাত্র প্রধানমন্ত্রীকে জানান, এই রাজ্যের বহু মানুষকে শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় ৷ তাদের সংসার ভীষণ কষ্ট করেই চলে ৷ তিনি জানান, তাঁর স্বামীও তামিলনাড়ুতে কাজ করেন ৷ তিনি যদি সাংসদ হন, তাহলে তিনি এই রাজ্যের মানুষকে আর শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যেতে না হয় এমন ব্যবস্থা করবেন। এরপরই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে 'শক্তিস্বরূপা' বলে আখ্যা দেন।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা
  2. রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা

বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির

কলকাতা, 26 মার্চ: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ সেখানেই তাঁকে 'শক্তি স্বরূপ' হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, প্রার্থীর সঙ্গে বিজেপি'র সমর্থন সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ প্রায় নয় মিনিট এদিন রেখা পাত্রের সঙ্গে ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী ৷ আর এদিনই রেখা পাত্র বলেন, "গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷ আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷"

বসিরহাটে গেরুয়া শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্দেশখালির একাংশের মহিলারা ৷ সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে পছন্দ নয় বলেই সাফ জানিয়েছিল এলাকাবাসী ৷ এমনকী রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় এলাকার মহিলাদের ৷ যা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ৷ তিনি বলেন, "যে প্রার্থী হয়েছেন তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আগে সাতটা বিধানসভা তো উনি চিনে নিক, তারপর তো জিতবে !" এখানেই শেষ নয়, তৃণমূল প্রার্থীর দাবি, "জেতা তো দূরের কথা, তার দল আগে তাঁকে মেনে নিক ৷ এখানে তিন লক্ষ লিড ছিল ৷ সেগুলো কি উড়ে যাবে ? ফলের দিন দেখা যাবে কে কত ভোট পেয়েছে ৷"

তৃণমূল প্রার্থী যাই বলুন, রেখা পাত্র কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী ৷ সন্দেশখালিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিল রেখা পাত্র ৷ তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁকে নিয়ে দলের মধ্যে বা এলাকায় যে ক্ষোভ আছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রেখা বলেন, "আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷ রাম মন্দির উদ্বোধনের পরই আমাদের রাজ্যে মা-বোনেদের মধ্যে শক্তি এসেছে অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করার ৷ গরিব মানুষের কেউ থাকে না মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷"

অন্যদিকে, কেমন চলছে রেখার প্রচার পর্ব বা প্রচার করার সময় কোথাও কোনও সমস্যায় পড়তে হচ্ছে কি না, সেইসব বিষয় খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথমেই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে শুভেচ্ছা জানান। অন্যদিকে, 2011 হল সন্দেশখালির মানুষ ভোট দিতে পারেননি। তাই লোকসভা নির্বাচনে যেন, সন্দেশখালির মানুষ নির্ভয় ভোট দিতে পারেন সেই বিষয়টি সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানান রেখা পাত্র। তিনি ভোটারদের সুরক্ষা নিশ্চিত করার আবেদনও করেন প্রধানমন্ত্রীর কাছে।

প্রধানমন্ত্রী বিজেপি প্রার্থীকে আশ্বস্ত করে জানান, এবার থেকে সন্দেশখালির মানুষজন নির্ভয় এবং নির্ভাবনায় ভোট দিতে পারবেন। এই কথা যাতে নির্বাচন কমিশনের কাছে পৌঁছে যায় সেই বিষয়টিও দেখা হবে বলে প্রার্থীকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী রেখা পাত্রর কাছে আরও জানতে চান, যখন তিনি প্রার্থী হচ্ছেন খবর পেয়েছিলেন, তখন তাঁর অনুভূতি কেমন ছিল। এই প্রশ্নের উত্তরে রেখা পাত্র জানান, তাঁর খুব আনন্দ হয়েছিল, তবে কয়েকজন তৃণমূলপন্থী মানুষজন এর প্রতিবাদ করেছিলেন ৷ পরে তারাও চুপ হয়ে গিয়েছে ৷ পরে তারা ক্ষমাও চেয়েছে।

রেখা পাত্র প্রধানমন্ত্রীকে জানান, এই রাজ্যের বহু মানুষকে শ্রমিক হিসেবে অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হয় ৷ তাদের সংসার ভীষণ কষ্ট করেই চলে ৷ তিনি জানান, তাঁর স্বামীও তামিলনাড়ুতে কাজ করেন ৷ তিনি যদি সাংসদ হন, তাহলে তিনি এই রাজ্যের মানুষকে আর শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করতে যেতে না হয় এমন ব্যবস্থা করবেন। এরপরই প্রধানমন্ত্রী রেখা পাত্রকে 'শক্তিস্বরূপা' বলে আখ্যা দেন।

আরও পড়ুন:

  1. সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা
  2. রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা
Last Updated : Mar 26, 2024, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.