কলকাতা, 22 ফেব্রুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সন্দেশখালির নির্যাতিতারা কথা বলতে চাইলে নিশ্চয়ই তাঁদের মোদির মুখোমুখি বসানো হবে, এমনটাই দাবি করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ সন্দেশখালির নিপীড়িত নির্যাতিত মহিলারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলতে চাইলে সেই মহিলাদের প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে বলেও জানান সুকান্ত। আগামী 6 মার্চ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভা করবেন বারাসাতের কাছারি ময়দানে। আর সেখানেই সন্দেশখালির মহিলারা মুখ ঢেকে প্রধানমন্ত্রীকে শোনাবে নির্যাতনের কথা।
চলতি মাসের শেষে অমিত শাহর বঙ্গ সফরসূচি বাতিল হলেও রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 6 মার্চ যে রাজ্যে প্রধানমন্ত্রীর আসার কথা হয়ে রয়েছে তা এখনও বহাল রয়েছে। এই বিষয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এদিন জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী আসছেন। আপাতত পরিকল্পনা রয়েছে যে, বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী বারাসাতের কাছারি ময়দানে সভা করবেন। বারাসাতের কাছারি ময়দানে সভা মঞ্চ থেকেই রাজ্যের মহিলাদের পাশে থাকার বার্তা দেবেন প্রধানমন্ত্রী। মহিলাদের নিয়ে সভা করবেন তিনি।
সন্দেশখালির মহিলারাও কি উপস্থিত থাকবেন ওই সভায় ? এই বিষয় সুকান্ত মজুমদার জানান, যদি সন্দেশখালির মহিলারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান, তাহলে নিশ্চয়ই তাঁদের ওই সভায় নিয়ে আসা হবে ৷ প্রধানমন্ত্রীর মুখোমুখি বসানো হবে বলেও জানান তিনি। সুকান্ত বলেন, "এই সমস্যার সমাধান হওয়া প্রয়োজন কারণ একটা শেখ শাহজাহান নয়, গ্রামে গ্রামে এরকম অনেক শেখ শাহজাহানরা রয়েছে। তৃণমূলের নেতাদের দারা গ্রামে গ্রামে মহিলারা নির্যাতিত হয়েছেন। শোষিত হচ্ছেন।"
অন্যদিকে, আবারও বাতিল হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফর। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আগেই যেমনটা জানিয়েছিলেন যে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের 6 তারিখ রাজ্যে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সূচির আপাতত কোনও রদবদল হয়নি বলেই জানান তিনি।
আরও পড়ুন
'খালিস্তানি' স্লোগান ইস্যুতে শিখদের আশ্বস্ত করলেন রাজ্যপাল
দুর্গাপুর এনআইটিতে 97 কোটি টাকা খরচে গবেষণাগার ও প্রেক্ষাগৃহের ভার্চুয়াল উদ্বোধন প্রধানমন্ত্রীর