ETV Bharat / politics

রাজমাতা অমৃতাকে ফোন প্রধানমন্ত্রীর, ইডি'র বাজেয়াপ্ত 3 হাজার কোটি বাংলার গরিবদের ফেরানোর প্রতিশ্রুতি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের অবদান ও নিয়োগ দুর্নীতির ইডি বাজেয়াপ্ত টাকা আইন করে ফেরানোর প্রতিশ্রুতি দিলেন মোদি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 1:24 PM IST

Updated : Mar 27, 2024, 3:14 PM IST

রাজমাতা অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রীর

কলকাতা, 27 মার্চ: রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে ইডি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে প্রায় 3 হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ৷ সেই টাকা যাঁরা দিয়েছিলেন, তাঁদের তা ফেরানোর ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী ৷ তৃতীয় দফায় ক্ষমতায় এলে এর জন্য আইন তৈরি করে, সেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, লোকসভার প্রচার ও বিজেপি প্রার্থীদের উৎসাহ দিতে বাছাই করা প্রার্থীদের ফোন করছেন নরেন্দ্র মোদি ৷ তেমনি মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন তিনি ৷ অমৃতা রায়ের প্রচার পর্ব এবং কৃষ্ণনগরের মানুষ কেমন সাড়া দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন করেন মোদি ৷ তারই জবাবে, অমৃতা রায় নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভের বিষয়টি তুলে ধরেন ৷ তিনি বলেন, "অনেক মানুষ চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন ৷ কিন্তু, আজ তাঁরা বঞ্চিত ৷ যা নিয়ে সবাই তৃণমূলের উপর রেগে রয়েছে ৷"

বিজেপি প্রার্থীর এই বক্তব্যের প্রেক্ষিতে মোদি তাঁকে বলেন, "আমি আপনাকে একটি আইনি পরামর্শ দিতে পারি ৷ বাংলায় নিয়োগ দুর্নীতিতে আমাদের ইডি প্রায় 3 হাজার কোটি টাকা বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করেছে ৷ সেই টাকা আসলে গরিব মানুষের ৷ আমরা সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ৷ যাঁরা চাকরির জন্য টাকা দিয়েছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে কোনও আইন আনা যায় কিনা, তা আমরা খতিয়ে দেখব ৷ ভোটের পর আমাদের যথাসম্ভব সেই টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া চেষ্টা করব ৷" অমৃতা রায়ের কাছে মোদি অনুগ্রহ করেন, তাঁর এই বার্তা কৃষ্ণনগরের মানুষের কাছে যাতে তিনি পৌঁছে দেন ৷

রাজা কৃষ্ণচন্দ্র এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে তাঁর ইংরেজদের সঙ্গ দেওয়ার প্রসঙ্গে, কৃষ্ণনগরের রাজপরিবারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ সেই বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন অমৃতা রায় ৷ এমনকি কেন রাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন বাংলার অন্যান্য রাজারা সিরাজের বিরোধিতা করেছিলেন, তারও কারণ ব্যাখ্যা করেন তিনি ৷ অমৃতা রায়ের মতে, "সিরাজউদ্দৌলার বিরোধিতা না করলে, 'সনাতন ধর্ম'কে রক্ষা করা যেত না ৷ সেই সময় স্বৈরাচারী সিরাজের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের পক্ষে না দাঁড়ালে, সনাতন ধর্মের অস্তিত্ব থাকত না ৷ বাংলা ভাষা ও বাঙালির পোশাক, সব বদলে যেত ৷"

যা নিয়ে মোদির বিজেপি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, "ভোট রাজনীতির অঙ্গ হিসেবে ভারতীয় সংস্কৃতি রক্ষায় রাজা কৃষ্ণচন্দ্রের অবদানকে বাংলায় সবসময় দমিয়ে রাখা হয়েছে ৷ কিন্তু, আমরা ছোটবেলায় তাঁর সেই অবদান সম্পর্কে পাঠ্যপুস্তকে পড়েছি ৷ আর লোকের সেইসব অপপ্রচারে কান দেবেন না ৷ আপনার পরিবার যেভাবে মানুষের সেবায় কাজ করে আসছে, তা আপনিও চালিয়ে যান ৷ আমি বিশ্বাস করি আপনি কৃষ্ণনগর থেকে জিতে এখানে আসবেন এবং আমরা একসঙ্গে দেশের উন্নতির স্বার্থে কাজ করব ৷"

আরও পড়ুন:

  1. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
  2. বসিরহাটের প্রার্থীকে ফোন মোদির, মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা শশী পাঁজার
  3. সন্দেশখালি আন্দোলনের মুখকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করল গেরুয়া শিবির

রাজমাতা অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রীর

কলকাতা, 27 মার্চ: রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে ইডি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে প্রায় 3 হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ৷ সেই টাকা যাঁরা দিয়েছিলেন, তাঁদের তা ফেরানোর ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজমাতা অমৃতা রায়কে ফোনে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী ৷ তৃতীয় দফায় ক্ষমতায় এলে এর জন্য আইন তৈরি করে, সেই টাকা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ৷

প্রসঙ্গত, লোকসভার প্রচার ও বিজেপি প্রার্থীদের উৎসাহ দিতে বাছাই করা প্রার্থীদের ফোন করছেন নরেন্দ্র মোদি ৷ তেমনি মঙ্গলবার সন্ধ্যায় কৃষ্ণনগর রাজপরিবারের বর্তমান রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছিলেন তিনি ৷ অমৃতা রায়ের প্রচার পর্ব এবং কৃষ্ণনগরের মানুষ কেমন সাড়া দিচ্ছেন, তা নিয়ে প্রশ্ন করেন মোদি ৷ তারই জবাবে, অমৃতা রায় নিয়োগ দুর্নীতি নিয়ে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভের বিষয়টি তুলে ধরেন ৷ তিনি বলেন, "অনেক মানুষ চাকরির জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন ৷ কিন্তু, আজ তাঁরা বঞ্চিত ৷ যা নিয়ে সবাই তৃণমূলের উপর রেগে রয়েছে ৷"

বিজেপি প্রার্থীর এই বক্তব্যের প্রেক্ষিতে মোদি তাঁকে বলেন, "আমি আপনাকে একটি আইনি পরামর্শ দিতে পারি ৷ বাংলায় নিয়োগ দুর্নীতিতে আমাদের ইডি প্রায় 3 হাজার কোটি টাকা বিভিন্ন সময়ে বাজেয়াপ্ত করেছে ৷ সেই টাকা আসলে গরিব মানুষের ৷ আমরা সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব ৷ যাঁরা চাকরির জন্য টাকা দিয়েছিলেন, তাঁদের টাকা ফেরত দিতে কোনও আইন আনা যায় কিনা, তা আমরা খতিয়ে দেখব ৷ ভোটের পর আমাদের যথাসম্ভব সেই টাকা মানুষকে ফিরিয়ে দেওয়া চেষ্টা করব ৷" অমৃতা রায়ের কাছে মোদি অনুগ্রহ করেন, তাঁর এই বার্তা কৃষ্ণনগরের মানুষের কাছে যাতে তিনি পৌঁছে দেন ৷

রাজা কৃষ্ণচন্দ্র এবং সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গিয়ে তাঁর ইংরেজদের সঙ্গ দেওয়ার প্রসঙ্গে, কৃষ্ণনগরের রাজপরিবারের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছে তৃণমূল ৷ সেই বিষয়টি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানালেন অমৃতা রায় ৷ এমনকি কেন রাজা কৃষ্ণচন্দ্র এবং তৎকালীন বাংলার অন্যান্য রাজারা সিরাজের বিরোধিতা করেছিলেন, তারও কারণ ব্যাখ্যা করেন তিনি ৷ অমৃতা রায়ের মতে, "সিরাজউদ্দৌলার বিরোধিতা না করলে, 'সনাতন ধর্ম'কে রক্ষা করা যেত না ৷ সেই সময় স্বৈরাচারী সিরাজের বিরুদ্ধে রাজা কৃষ্ণচন্দ্র রায় ইংরেজদের পক্ষে না দাঁড়ালে, সনাতন ধর্মের অস্তিত্ব থাকত না ৷ বাংলা ভাষা ও বাঙালির পোশাক, সব বদলে যেত ৷"

যা নিয়ে মোদির বিজেপি প্রার্থীদের আশ্বস্ত করে বলেন, "ভোট রাজনীতির অঙ্গ হিসেবে ভারতীয় সংস্কৃতি রক্ষায় রাজা কৃষ্ণচন্দ্রের অবদানকে বাংলায় সবসময় দমিয়ে রাখা হয়েছে ৷ কিন্তু, আমরা ছোটবেলায় তাঁর সেই অবদান সম্পর্কে পাঠ্যপুস্তকে পড়েছি ৷ আর লোকের সেইসব অপপ্রচারে কান দেবেন না ৷ আপনার পরিবার যেভাবে মানুষের সেবায় কাজ করে আসছে, তা আপনিও চালিয়ে যান ৷ আমি বিশ্বাস করি আপনি কৃষ্ণনগর থেকে জিতে এখানে আসবেন এবং আমরা একসঙ্গে দেশের উন্নতির স্বার্থে কাজ করব ৷"

আরও পড়ুন:

  1. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা
  2. বসিরহাটের প্রার্থীকে ফোন মোদির, মণিপুর প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা শশী পাঁজার
  3. সন্দেশখালি আন্দোলনের মুখকেই বসিরহাট কেন্দ্রের প্রার্থী করল গেরুয়া শিবির
Last Updated : Mar 27, 2024, 3:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.