ETV Bharat / politics

বসিরহাটের বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে দাবি রেখার - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

PM Modi talks to Rekha Patra: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের প্রচার সম্পর্কে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর প্রার্থী হওয়া নিয়ে যে ক্ষোভ ছিল তা মিটে গিয়েছে বলে দাবি রেখার

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 26, 2024, 5:06 PM IST

Updated : Mar 26, 2024, 7:43 PM IST

কলকাতা, 26 মার্চ: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পছন্দ নয় বলে সোমবার বিক্ষোভ দেখিয়েছিলেন সন্দেশখালির মহিলারা ৷ একদিন বাদে অবশ্য বিজেপি প্রার্থী জানালেন, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে ৷ যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা ক্ষমা চেয়েছে বলেও জানান রেখা ৷ এদিনই অবশ্য রেখাকে ফোন করে প্রচার সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন কেরালার আলাথুরের বিজেপি প্রার্থী টিএন সারাসুকেও ফোন করেন ৷

মঙ্গলবার দেশের দুই মহিলা বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ আর সেই কথোপকথনেই প্রার্থীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, প্রার্থীর সঙ্গে বিজেপি'র সমর্থন কতটা রয়েছে সে সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, "গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷ আমার মাথার উপর নরেন্দ্র মোদি এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷"

বসিরহাটে গেরুয়া শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই অবশ্য ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্দেশখালির একাংশের মহিলারা ৷ সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে পছন্দ নয় বলেই সাফ জানিয়েছিল এলাকাবাসী ৷ এমনকী রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় এলাকার মহিলাদের ৷ যা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ৷ তিনি বলেন, "যে প্রার্থী হয়েছেন তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আগে সাতটা বিধানসভা তো উনি চিনে নিক, তারপর তো জিতবে !"

তৃণমূল প্রার্থী যাই বলুন, রেখা পাত্র কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী ৷ সন্দেশখালিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিল রেখা পাত্র ৷ তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁকে নিয়ে দলের মধ্যে বা এলাকায় যে ক্ষোভ আছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রেখা বলেন, "আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷ রাম মন্দির উদ্বোধনের পরই আমাদের রাজ্যে মা-বোনেদের মধ্যে শক্তি এসেছে অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করার ৷ যারা প্রতিবাদ দেখিয়েছিল তারা ভুল বুঝতে পেরেছে ৷"

একই সঙ্গে, রেখা বলেন, "তৃণমূল, শেখ শাহজাহান, মুখ্যমন্ত্রী নামে কিছু কলঙ্ক মানুষের ভোট চুরি করত ৷ শ্বশুর বাড়িতে এসে তাই দেখেছি ৷ কেউ ভোট দিতে পারত না ৷ এবার সকলেই স্বাধীনভাবে ভোট দিতে পারবে ৷ প্রধানমন্ত্রীকে অনুরোধ করব মা-বোনেরা যাতে সুষ্ঠু ও অবাধে ভোট দিতে পারে সেটা দেখার জন্য বলব ৷ আমরা পঞ্চায়েতে ভোট দিতে পারিনি ৷ কেউ এতদিন ভোট দিতে পারত না ৷ সন্দেশখালির মা-বোনেদের সমর্থন পেয়েছি ৷ বুথে যেতে দেওয়া হত না ৷ বলত, বাড়িতে বসে থাকুন, বাড়িতে এসে হাতে কালি লাগিয়ে দিয়ে যেত ৷ বলত ভোট হয়ে গিয়েছে ৷" পাশাপাশি এদিন রেখা বলেন, "প্রধানমন্ত্রীকে আমি বলব, উনি আসুন প্রচারে ৷ তাঁর সমর্থন চাইছি আমি ৷ এখানে যাতে ভালোভাবে ভোট হয় তাও দেখার জন্য অনুরোধ করব তাঁকে ৷"

আরও পড়ুন

সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা

রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা

কলকাতা, 26 মার্চ: বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পছন্দ নয় বলে সোমবার বিক্ষোভ দেখিয়েছিলেন সন্দেশখালির মহিলারা ৷ একদিন বাদে অবশ্য বিজেপি প্রার্থী জানালেন, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে ৷ যারা বিক্ষোভ দেখিয়েছিল তারা ক্ষমা চেয়েছে বলেও জানান রেখা ৷ এদিনই অবশ্য রেখাকে ফোন করে প্রচার সম্পর্কে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন কেরালার আলাথুরের বিজেপি প্রার্থী টিএন সারাসুকেও ফোন করেন ৷

মঙ্গলবার দেশের দুই মহিলা বিজেপি প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলেন প্রধানমন্ত্রী ৷ আর সেই কথোপকথনেই প্রার্থীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, প্রার্থীর সঙ্গে বিজেপি'র সমর্থন কতটা রয়েছে সে সম্পর্কেও খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী ৷ আর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, "গরিব মানুষের কেউ থাকে না, মাথার উপর ভগবান থাকে ৷ সেটাই আমি দেখলাম ৷ আমার মাথার উপর নরেন্দ্র মোদি এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷"

বসিরহাটে গেরুয়া শিবিরের তরফে প্রার্থীর নাম ঘোষণা হতেই অবশ্য ক্ষোভে ফেটে পড়েছিলেন সন্দেশখালির একাংশের মহিলারা ৷ সন্দেশখালির 'প্রতিবাদী মুখ' রেখা পাত্রকে পছন্দ নয় বলেই সাফ জানিয়েছিল এলাকাবাসী ৷ এমনকী রেখার বিরুদ্ধে পোস্টার নিয়ে রাস্তায় নামতেও দেখা যায় এলাকার মহিলাদের ৷ যা নিয়ে এদিন কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল প্রার্থী হাজি নুরুল ৷ তিনি বলেন, "যে প্রার্থী হয়েছেন তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আগে সাতটা বিধানসভা তো উনি চিনে নিক, তারপর তো জিতবে !"

তৃণমূল প্রার্থী যাই বলুন, রেখা পাত্র কিন্তু জয়ের বিষয়ে আশাবাদী ৷ সন্দেশখালিতে শিবু হাজরা এবং উত্তম সর্দারদের বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম মুখ ছিল রেখা পাত্র ৷ তাঁকেই প্রার্থী করেছে বিজেপি ৷ তাঁকে নিয়ে দলের মধ্যে বা এলাকায় যে ক্ষোভ আছে সে প্রসঙ্গে বলতে গিয়ে রেখা বলেন, "আমার মাথার উপর মোদি সরকার এবং শুভেন্দু অধিকারীর হাত আছে ৷ রাম মন্দির উদ্বোধনের পরই আমাদের রাজ্যে মা-বোনেদের মধ্যে শক্তি এসেছে অন্যায়ের বিরোধিতা বা প্রতিবাদ করার ৷ যারা প্রতিবাদ দেখিয়েছিল তারা ভুল বুঝতে পেরেছে ৷"

একই সঙ্গে, রেখা বলেন, "তৃণমূল, শেখ শাহজাহান, মুখ্যমন্ত্রী নামে কিছু কলঙ্ক মানুষের ভোট চুরি করত ৷ শ্বশুর বাড়িতে এসে তাই দেখেছি ৷ কেউ ভোট দিতে পারত না ৷ এবার সকলেই স্বাধীনভাবে ভোট দিতে পারবে ৷ প্রধানমন্ত্রীকে অনুরোধ করব মা-বোনেরা যাতে সুষ্ঠু ও অবাধে ভোট দিতে পারে সেটা দেখার জন্য বলব ৷ আমরা পঞ্চায়েতে ভোট দিতে পারিনি ৷ কেউ এতদিন ভোট দিতে পারত না ৷ সন্দেশখালির মা-বোনেদের সমর্থন পেয়েছি ৷ বুথে যেতে দেওয়া হত না ৷ বলত, বাড়িতে বসে থাকুন, বাড়িতে এসে হাতে কালি লাগিয়ে দিয়ে যেত ৷ বলত ভোট হয়ে গিয়েছে ৷" পাশাপাশি এদিন রেখা বলেন, "প্রধানমন্ত্রীকে আমি বলব, উনি আসুন প্রচারে ৷ তাঁর সমর্থন চাইছি আমি ৷ এখানে যাতে ভালোভাবে ভোট হয় তাও দেখার জন্য অনুরোধ করব তাঁকে ৷"

আরও পড়ুন

সন্দেশখালির মা-বোনদের জন্য লড়তে চান, বললেন বিজেপি প্রার্থী রেখা

রেখা পাত্রকে প্রার্থী হিসেবে না-পসন্দ! বিরোধিতায় পথে সন্দেশখালির মহিলারা

Last Updated : Mar 26, 2024, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.