ETV Bharat / politics

কলকাতায় পৌঁছলেন মোদি, রবিবার টানা নির্বাচনী জনসভা প্রধানমন্ত্রীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PM Narendra Modi: শ্লীলতাহানি বিতর্কের মাঝেই ফের রাজভবনে পৌঁছলেন নরেন্দ্র মোদি ৷ রবিবার টানা নির্বাচনী কর্মসূচি রয়েছে তাঁর ৷

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 11, 2024, 9:26 PM IST

কলকাতা, 11 মে: শেষবার গত 2 মে কলকাতা রাজভবনে রাত কাটিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। সেই 'অভিযোগ-বিতর্ক' আজও অব্যাহত। ইতিমধ্যে, 9 দিন কেটে গিয়েছে। এসবের মাঝে শনিবার ফের কলকাতা রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ রাজভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বৃষ্টির কারণে বিমান চলাচলে দেরির ফলে, নির্ধারিত সময়ের পরেই তিনি রাজভবনে প্রবেশ করেন। এখানে রাত কাটিয়ে আগামিকাল রবিবার সকাল 10টার পরে রওনা দেবেন নির্বাচনী প্রচারের উদ্দেশে।

সকাল সাড়ে এগারোটায় ব্যারাকপুরের জিলেবি গ্রাউন্ডে তাঁর জনসভা রয়েছে। সেখান থেকে চলে যাবেন বেলা একটায় হুগলির চুঁচুড়ায়। তারপর আরামবাগের পুরশুরায় জংলিপাড়ায় জনসভা। সেই জনসভা শেষ করে হাওড়ার সাকরাইলে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি জায়গায় বিজেপি প্রার্থীদের সমৰ্থনে বক্তব্যও রাখবেন তিনি। সামগ্রিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূলকে কংগ্রেস তো বটেই বাম-কংগ্রেসকেও চেনা মেজাজে আক্রমণ করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি অভিযোগের এখনও কোনও নিরসন হয়নি। বিতর্ক এড়াতে-নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া সিভি আনন্দ বোস। যে কারণে গত বৃহস্পতিবার তিনি রাজভবনের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আনেন ৷ অন্যদিকে, পালটা অভিযোগকারীর দাবি, তাঁর অনুমতি ছাড়া জনসমক্ষে তাঁর ছবি-ভিডিয়ো আনতে পারেন না রাজ্যপাল। এটি আইনের পরিপন্থী। যদিও রাজভবনের দেখানো সিসিটিভি ফুটেজে অভিযোগকারীকে হেনস্তার কোনও ঘটনা ধরা পড়েনি। বরং, ওই ফুটেজের নির্দিষ্ট সময়ে অভিযোগকারীকে রাজভবন থেকে বেরিয়ে পুলিশ আউট পোস্ট ও তারপরে ওসির ঘরে ঢুকতে দেখা যায়।

অন্যদিকে, খবরে প্রকাশ কলকাতা পুলিশ পূর্ত দফতরের থেকে রাজভবনের ফুটেজ সংগ্রহ করেছে। যেখানে অভিযোগকারীকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে বলে খবর, যা নিয়েও রাজনীতির রং লেগেছে। ফলে, এরকম পরিস্থিতিতে ফের রাজভবনে প্রধানমন্ত্রীর রাত কাটানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন

প্রচারের শেষলগ্নে রানাঘাটে বিজেপির বড় চমক, গেরুয়া শিবিরে যোগ তৃণমূল প্রার্থী আইনত স্ত্রীর

অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার ! তৃণমূলের পোষ্ট ঘিরে তুলকালাম

কলকাতা, 11 মে: শেষবার গত 2 মে কলকাতা রাজভবনে রাত কাটিয়ে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মী। সেই 'অভিযোগ-বিতর্ক' আজও অব্যাহত। ইতিমধ্যে, 9 দিন কেটে গিয়েছে। এসবের মাঝে শনিবার ফের কলকাতা রাজভবনে রাত কাটাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ রাজভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বৃষ্টির কারণে বিমান চলাচলে দেরির ফলে, নির্ধারিত সময়ের পরেই তিনি রাজভবনে প্রবেশ করেন। এখানে রাত কাটিয়ে আগামিকাল রবিবার সকাল 10টার পরে রওনা দেবেন নির্বাচনী প্রচারের উদ্দেশে।

সকাল সাড়ে এগারোটায় ব্যারাকপুরের জিলেবি গ্রাউন্ডে তাঁর জনসভা রয়েছে। সেখান থেকে চলে যাবেন বেলা একটায় হুগলির চুঁচুড়ায়। তারপর আরামবাগের পুরশুরায় জংলিপাড়ায় জনসভা। সেই জনসভা শেষ করে হাওড়ার সাকরাইলে নির্বাচনী সভা করবেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটি জায়গায় বিজেপি প্রার্থীদের সমৰ্থনে বক্তব্যও রাখবেন তিনি। সামগ্রিকভাবে রাজ্যের শাসক দল তৃণমূলকে কংগ্রেস তো বটেই বাম-কংগ্রেসকেও চেনা মেজাজে আক্রমণ করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিকে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি অভিযোগের এখনও কোনও নিরসন হয়নি। বিতর্ক এড়াতে-নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া সিভি আনন্দ বোস। যে কারণে গত বৃহস্পতিবার তিনি রাজভবনের প্রায় 1 ঘন্টা 20 মিনিটের সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে আনেন ৷ অন্যদিকে, পালটা অভিযোগকারীর দাবি, তাঁর অনুমতি ছাড়া জনসমক্ষে তাঁর ছবি-ভিডিয়ো আনতে পারেন না রাজ্যপাল। এটি আইনের পরিপন্থী। যদিও রাজভবনের দেখানো সিসিটিভি ফুটেজে অভিযোগকারীকে হেনস্তার কোনও ঘটনা ধরা পড়েনি। বরং, ওই ফুটেজের নির্দিষ্ট সময়ে অভিযোগকারীকে রাজভবন থেকে বেরিয়ে পুলিশ আউট পোস্ট ও তারপরে ওসির ঘরে ঢুকতে দেখা যায়।

অন্যদিকে, খবরে প্রকাশ কলকাতা পুলিশ পূর্ত দফতরের থেকে রাজভবনের ফুটেজ সংগ্রহ করেছে। যেখানে অভিযোগকারীকে কাঁদতে কাঁদতে সিঁড়ি দিয়ে নামতে দেখা গিয়েছে বলে খবর, যা নিয়েও রাজনীতির রং লেগেছে। ফলে, এরকম পরিস্থিতিতে ফের রাজভবনে প্রধানমন্ত্রীর রাত কাটানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

আরও পড়ুন

প্রচারের শেষলগ্নে রানাঘাটে বিজেপির বড় চমক, গেরুয়া শিবিরে যোগ তৃণমূল প্রার্থী আইনত স্ত্রীর

অন্ডালে অমিত শাহকে অভ্যর্থনা কয়লা মাফিয়ার ! তৃণমূলের পোষ্ট ঘিরে তুলকালাম

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.