কলকাতা, 3 মার্চ: একরাতের মধ্যেই প্রার্থী পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন ভোজপুরি গায়ক-নায়ক পবন সিং ৷ শনিবার রাতে পশ্চিমবঙ্গের 20টি আসনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি ৷ সেখানে আসানসোল থেকে প্রার্থী করা হয়েছিল পবন সিংকে ৷ ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে ভোটের লড়াই থেকে সরিয়ে নিলেন পবন সিং ৷
রবিবার টুইটে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ট্য়াগ করে পবন সিং লেখেন, "আমি ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। দল আমাকে বিশ্বাস করেছিল এবং আসানসোল থেকে প্রার্থী হিসাবে আমার নাম ঘোষণা করেছিল ৷ তবে কিছু কারণে, আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না ৷"
তৃণমূলের লাগাতার আক্রমণের জেরেই সরে দাঁড়ালেন পবন ? আদতে গতকাল যখন পবন সিংকে আসানসোলে প্রার্থী করা হয়েছিল তারপর থেকেই তাঁর বিরুদ্ধে সুর চড়িয়েছিল তৃণমূল ৷ আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল শত্রুঘ্ন সিনহাকে প্রার্থী করছে এই জল্পনার মাঝেই বিজেপি সেই কেন্দ্রে আরেক ভোজপুরি নায়ক পবন সিংকে প্রার্থী করে ৷ কিন্তু পবনের একাধিক মিউজিক ভিডিয়ো এবং সিনেমার নাম নিয়ে প্রশ্ন তোলে তৃণমূল নেতৃত্ব ৷ বাংলার মহিলাদের অসম্মানজনক কথা বলা হয়েছে পবনের ভিডিয়োতে, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল ৷ এর জেরেই কী ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন পবন ? প্রশ্ন রাজনৈতিকমহলে ৷ পবনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে রাজনৈতিক চাপানউতোর ৷
বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, "আমিও টুইট দেখে জানলাম যে পবন সিং প্রার্থী হতে চাইছেন না। কারণ সম্পর্কে এখনও জানি না। তবে কেন্দ্রীয় কমিটি যা ঠিক করবেন আমরা তাঁকেই প্রার্থী হিসেবে মেনে নেব। আর বিজেপিতে কে প্রার্থী হল তা বড় কথা নয়, আমাদের কাছে আদর্শ প্রথম কথা। তাই যিনিই আসুন না কেন, তার জন্য লড়াইয়ে আমরা প্রস্তুত।" অন্যদিকে, তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাশন দাশু বলেন, "পবন সিং বুঝেই গিয়েছিলেন উনি শত্রুঘ্ন সিনহার কাছে বহু ব্যবধানে হেরে যাবেন। আর তাই আগেভাগেই সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ঘটনা বিজেপির কেন্দ্রীয় নেতাদেরও মুখ পোড়াল ৷"
আরও পড়ুন: