ETV Bharat / politics

বিরোধীদের চেয়ে তৃণমূলের বেশি ক্ষতি করছেন! আক্রমণ পার্থর; পালটা দিলেন কুণাল - Partha Chatterjee

Partha Chatterjee Over Kunal Ghosh: কুণাল ঘোষকে এবার আক্রমণ করলেন জেলবন্দী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর সরাসরি অভিযোগ, বিরোধীদের থেকেও তৃণমূলের অনেক বেশি ক্ষতি করেছেন কুণাল ৷

পার্থ চট্টোপাধ্যায়
পার্থ চট্টোপাধ্যায় (পার্থ চট্টোপাধ্যায়)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 3, 2024, 6:46 PM IST

Updated : May 3, 2024, 6:53 PM IST

কলকাতা, 3 মে: নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। এই মুহূর্তে রয়েছেন কারার অন্তরালে। কলকাতার নগর দায়রা আদালতে শুক্রবার হাজিরার সময় তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাকে গ্রেফতার হওয়ার পর প্রায় দু'বছর ধরে জেলেই রয়েছেন তিনি। কুণালের কড়া সমালোচনা করে দল যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থনও জানালেন প্রাক্তন মন্ত্রী।

শুক্রবার কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায় ? আদালত চত্বরে পার্থ বলেন, "বিরোধী দলগুলির থেকে তৃণমূলের অনেক বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ। কুণালকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল ৷" এর পালটা দিয়েছেন কুণাল। তাঁর মতে প্রাক্তন মন্ত্রীর কথা থেকেই বোঝা যাচ্ছে শিক্ষা-দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।

প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই ধরনের কথা বলতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ? ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় দল তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। তাঁর মুখে কুণাল ঘোষ সম্পর্কে এই ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কুণাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কখনওই ভালো ছিল না ৷ দু'জনের সম্পর্ক কখনও ভালো হয়নি। বিশেষ করে সারদা মামলায় কুণালের নাম জড়িয়ে যাওয়ার পর যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল তাতে অনেকেই পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা দেখেছিলেন। এমনকী কুণাল ঘোষও তেমনটাই মনে করেন।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়ার পর একাধিকবার তাঁকে আক্রমণ করেন কুণাল। সে সময় কিছুই করার ছিল না পার্থ চট্টোপাধ্য়ায়ের। এদিন যখন কুণালের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে মনে করা হচ্ছে, এবার তারই পালটা দিলেন পার্থ। দলীয় পদ হারানোর পর কুণালের বিরুদ্ধে সরব হলেন তিনি। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কুণাল আগে চিটফান্ডের হিসাব দিন। ওঁকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল আমাদের দলের বেশি ক্ষতি করছেন। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছেন কুণাল।" যার পালটা মুখ খুলেছেন কুণাল ঘোষও ৷ তিনি বলেন, "তিনি চাকরি চুরির কিংপিন। তার মুখে আমার সমালোচনার অর্থ আমার ক্যারেক্টার সার্টিফিকেট। তিনি আমার প্রশংসা করলে ভাবতাম সেটা আমার পক্ষে লজ্জা।"

আরও পড়ুন

সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিদেশ থেকে ইডির ডাক পেতে চলেছেন পার্থের আত্মীয়রা

কলকাতা, 3 মে: নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তিনি। এই মুহূর্তে রয়েছেন কারার অন্তরালে। কলকাতার নগর দায়রা আদালতে শুক্রবার হাজিরার সময় তৃণমূলের সদ্য প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাকে গ্রেফতার হওয়ার পর প্রায় দু'বছর ধরে জেলেই রয়েছেন তিনি। কুণালের কড়া সমালোচনা করে দল যে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাকে সমর্থনও জানালেন প্রাক্তন মন্ত্রী।

শুক্রবার কী বলেছেন পার্থ চট্টোপাধ্যায় ? আদালত চত্বরে পার্থ বলেন, "বিরোধী দলগুলির থেকে তৃণমূলের অনেক বেশি ক্ষতি করছেন কুণাল ঘোষ। কুণালকে আগেই দল থেকে তাড়িয়ে দেওয়া উচিত ছিল ৷" এর পালটা দিয়েছেন কুণাল। তাঁর মতে প্রাক্তন মন্ত্রীর কথা থেকেই বোঝা যাচ্ছে শিক্ষা-দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।

প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এই ধরনের কথা বলতে গেলেন পার্থ চট্টোপাধ্যায় ? ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় দল তাঁকে বহিষ্কার করেছে তৃণমূল। তাঁর মুখে কুণাল ঘোষ সম্পর্কে এই ধরনের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল। দলের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, কুণাল ঘোষ এবং পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্ক কখনওই ভালো ছিল না ৷ দু'জনের সম্পর্ক কখনও ভালো হয়নি। বিশেষ করে সারদা মামলায় কুণালের নাম জড়িয়ে যাওয়ার পর যেভাবে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল তাতে অনেকেই পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা দেখেছিলেন। এমনকী কুণাল ঘোষও তেমনটাই মনে করেন।

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়ার পর একাধিকবার তাঁকে আক্রমণ করেন কুণাল। সে সময় কিছুই করার ছিল না পার্থ চট্টোপাধ্য়ায়ের। এদিন যখন কুণালের বিরুদ্ধে দল ব্যবস্থা নিয়েছে মনে করা হচ্ছে, এবার তারই পালটা দিলেন পার্থ। দলীয় পদ হারানোর পর কুণালের বিরুদ্ধে সরব হলেন তিনি। এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, "কুণাল আগে চিটফান্ডের হিসাব দিন। ওঁকে অনেক আগেই তাড়িয়ে দেওয়া উচিত ছিল। আমি যখন বাইরে ছিলাম, তখন বলেছিলাম বিরোধী দলগুলোর চেয়ে কুণাল আমাদের দলের বেশি ক্ষতি করছেন। জেলে এসে জানতে পারলাম কতটা ঘৃণ্য কাজ করেছেন কুণাল।" যার পালটা মুখ খুলেছেন কুণাল ঘোষও ৷ তিনি বলেন, "তিনি চাকরি চুরির কিংপিন। তার মুখে আমার সমালোচনার অর্থ আমার ক্যারেক্টার সার্টিফিকেট। তিনি আমার প্রশংসা করলে ভাবতাম সেটা আমার পক্ষে লজ্জা।"

আরও পড়ুন

সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার বিদেশ থেকে ইডির ডাক পেতে চলেছেন পার্থের আত্মীয়রা

Last Updated : May 3, 2024, 6:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.