পাটনা, 31 জানুয়ারি: মহাজোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএ-র হাত ধরেছেন নীতীশ কুমার ৷ নতুন করে মুখ্যমন্ত্রী পদে শপথও নিয়েছেন ৷ এবার পালা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের ৷ আগামী 10 ফেব্রুয়ারি বিহার বিধানসভায় সেই পরীক্ষাই দেবে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার ৷ আজ এমনটাই জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ সেখানেই বোঝা যাবে, নীতীশের সঙ্গে কতজন বিধায়ক রয়েছেন ৷
তবে, নীতীশ কুমারের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আরও গভীর হয়েছে, তাঁর এনডিএ-তে যোগ দেওয়ার পরে ৷ যা নিয়ে আরজেডি ও কংগ্রেস নীতীশকে 'ইউ-টার্ন মাস্টার' বলে নিশানা করেছেন ৷ যার জবাব এ দিন দিয়েছেন এনডিএর নীতীশ ৷ তিনি বলেন, "এখন থেকে স্থায়ীভাবে আমি এনডিএ-র সঙ্গে থাকব ৷ আমি এখান থেকেই বিহারের মানুষের জন্য কাজ করে যাব ৷"
বিরোধী গোষ্ঠী ছেড়ে শাসকপক্ষের দিকে আসার কারণও উল্লেখ করলেন তিনি ৷ নীতীশের দাবি, তাঁর কোনও কথাই 'ইন্ডিয়া' জোট মানছিল না ৷ এমনকী তিনি জোটের নাম 'ইন্ডিয়া' রাখার বিরুদ্ধে ছিলেন ৷ অন্য কোনও নাম রাখার অনুরোধ করেছিলেন নীতীশ ৷ কিন্তু, আগে থেকেই জোটের 'ইন্ডিয়া' নাম চূড়ান্ত করে ফেলা হয়েছিল বলে অভিযোগ করেছেন নীতীশ কুমার ৷ তিনি বলেন, "আমি ওদের কাছে অনুরোধ করেছিলাম জোটের অন্য নাম রাখার জন্য ৷ কিন্তু, ওরা আগেই নাম চূড়ান্ত করে ফেলেছিল ৷ আমি অনেক চেষ্টা করেছিলাম ৷ তাঁরা এখনও পর্যন্ত একটা কাজও এগোতে পারেনি ৷ কোন দল কতগুলি আসনে নির্বাচনে লড়াই করবে সেটাও আজ পর্যন্ত ওরা ঠিক করতে পারেনি ৷"
নীতীশের দাবি, সিদ্ধান্ত নিতে দেরি করা ও জোটসঙ্গীদের কথা না শোনার জন্যই তিনি 'ইন্ডিয়া' ছেড়েছেন ৷ তিনি বলেন, "তার পরেই আমি ওদের ছেড়ে চলে এসেছি ৷ যেখান থেকে আমার অস্তিত্ব ফিরেছি সেখানেই ৷ এখন থেকে সবসময়ের জন্য আমি এখানে থাকব ৷ আমি বিহারের মানুষের জন্য কাজ করে যাব ৷"
আরও পড়ুন: