ETV Bharat / politics

আমি কোথাও যাচ্ছি না, আপনার সঙ্গে চিরকাল আছি; মোদিকে আশ্বাস নীতীশের - নীতীশ কুমার

Chief Minister Nitish Kumar: শনিবার বিহার সফর আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার । তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন চিরকাল এনডিএ জোটের সঙ্গেই থাকবেন । এর আগে বেশ কয়েকবার জোট বদল করেছেন তিনি ৷

Chief Minister Nitish Kumar
নীতীশ কুমার
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 6:12 PM IST

ঔরঙ্গাবাদ (বিহার), 2 মার্চ: তিনি চিরকাল এনডিএর সঙ্গেই থাকবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শনিবার এমনই আশ্বাস দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ পশ্চিমবঙ্গ সফরে সেরে এদিন বিহারে এসেছেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি ঔরঙ্গাবাদ জেলায় 21 হাজার 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷

বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই । এটা অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি বিহারে বেশ কিছু উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দিচ্ছেন । এই ধরনের স্কিমগুলির কাজ দ্রুত শেষ হবে । আপনি আগেও এসেছিলেন। কিন্তু আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম । কিন্তু এখন আমি আপনার সঙ্গে আছি । আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আর কোথাও যাব না । আমি নিশ্চিত, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট 400টিরও বেশি আসন জিতবে ।"

নীতিশ কুমারের এই কথা শুনে মঞ্চে বসে তাঁর দিকে তাকিয়ে হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে । বিহারের মুখ্যমন্ত্রী আরজেডি-নেতৃত্বাধীন মহাগঠবন্ধন ছেড়ে গত মাসে তাঁর পুরনো বন্ধু বিজেপির হাত ধরেছে এবং নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৷

নীতিশ কুমার শনিবার আরও বলেন, "বিহারের মানুষ এখন অর্থনৈতিকভাবে নিজেদের আরও শক্তিশালী বোধ করবেন ৷ আমরা 2005 সাল থেকে একসঙ্গে রয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি । তার আগে কোথাও কোন কাজ করা হয়নি । কিন্তু এখন বিহার অনেক এগিয়ে যাচ্ছে । আজ রেলপথ বসানো থেকে শুরু করে রাস্তা নির্মাণ এবং নমামি গঙ্গের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে । আমাস থেকে দরভাঙ্গা পর্যন্ত একটি নতুন চার লেন রাস্তা নির্মাণ করতে হবে । আমাসের রামনগর অংশ পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে । দানাপুর বিহতার মধ্যে চার লেনের রাস্তার পরিকল্পনা গুরুত্বপূর্ণ । এর ফলে বিহতা থেকে পাটনা যাতায়াত সহজ হবে । এটা আনন্দের বিষয় যে সব কাজ দ্রুত শেষ হচ্ছে ৷"

শনিবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতানওয়া গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পগুলির উদ্ধোধন করেছেন । মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র ভি আরলেকার, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যে ক্ষমতায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী মোদির প্রথম বিহার সফর এটি ৷ মোদি 18 হাজার কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির উদ্বোধন করেছেন এ দিন । এর পাশাপাশি তিনি গঙ্গার উপর একটি 6 লেনের সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। এটি জেপি গঙ্গা সেতুর সমান্তরালভাবে নির্মিত হবে ।

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
  2. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির
  3. বাংলায় মোদির বিয়াল্লিশই টার্গেট, মতুয়া এলাকায় সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী

ঔরঙ্গাবাদ (বিহার), 2 মার্চ: তিনি চিরকাল এনডিএর সঙ্গেই থাকবেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শনিবার এমনই আশ্বাস দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ পশ্চিমবঙ্গ সফরে সেরে এদিন বিহারে এসেছেন প্রধানমন্ত্রী ৷ নরেন্দ্র মোদি ঔরঙ্গাবাদ জেলায় 21 হাজার 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ৷

বিহারের মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই । এটা অত্যন্ত আনন্দের বিষয় যে তিনি বিহারে বেশ কিছু উন্নয়নমূলক কাজের নেতৃত্ব দিচ্ছেন । এই ধরনের স্কিমগুলির কাজ দ্রুত শেষ হবে । আপনি আগেও এসেছিলেন। কিন্তু আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম । কিন্তু এখন আমি আপনার সঙ্গে আছি । আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, আর কোথাও যাব না । আমি নিশ্চিত, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ জোট 400টিরও বেশি আসন জিতবে ।"

নীতিশ কুমারের এই কথা শুনে মঞ্চে বসে তাঁর দিকে তাকিয়ে হাসতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদিকে । বিহারের মুখ্যমন্ত্রী আরজেডি-নেতৃত্বাধীন মহাগঠবন্ধন ছেড়ে গত মাসে তাঁর পুরনো বন্ধু বিজেপির হাত ধরেছে এবং নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ৷

নীতিশ কুমার শনিবার আরও বলেন, "বিহারের মানুষ এখন অর্থনৈতিকভাবে নিজেদের আরও শক্তিশালী বোধ করবেন ৷ আমরা 2005 সাল থেকে একসঙ্গে রয়েছি। একসঙ্গে অনেক কাজ করেছি । তার আগে কোথাও কোন কাজ করা হয়নি । কিন্তু এখন বিহার অনেক এগিয়ে যাচ্ছে । আজ রেলপথ বসানো থেকে শুরু করে রাস্তা নির্মাণ এবং নমামি গঙ্গের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে । আমাস থেকে দরভাঙ্গা পর্যন্ত একটি নতুন চার লেন রাস্তা নির্মাণ করতে হবে । আমাসের রামনগর অংশ পর্যন্ত ভিত্তিপ্রস্তর স্থাপন করা হচ্ছে । দানাপুর বিহতার মধ্যে চার লেনের রাস্তার পরিকল্পনা গুরুত্বপূর্ণ । এর ফলে বিহতা থেকে পাটনা যাতায়াত সহজ হবে । এটা আনন্দের বিষয় যে সব কাজ দ্রুত শেষ হচ্ছে ৷"

শনিবার রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাতানওয়া গ্রামে একটি সরকারি অনুষ্ঠানে উন্নয়ন প্রকল্পগুলির উদ্ধোধন করেছেন । মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, রাজ্যপাল রাজেন্দ্র ভি আরলেকার, উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিজেপি নেতৃত্বাধীন এনডিএ রাজ্যে ক্ষমতায় ফিরে আসার পর প্রধানমন্ত্রী মোদির প্রথম বিহার সফর এটি ৷ মোদি 18 হাজার কোটি টাকারও বেশি মূল্যের জাতীয় মহাসড়ক প্রকল্পগুলির উদ্বোধন করেছেন এ দিন । এর পাশাপাশি তিনি গঙ্গার উপর একটি 6 লেনের সেতুর ভিত্তিপ্রস্তরও স্থাপন করেছেন। এটি জেপি গঙ্গা সেতুর সমান্তরালভাবে নির্মিত হবে ।

আরও পড়ুন:

  1. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সুকান্ত-শুভেন্দুর, ভোটের গাইডলাইন বেঁধে দিলেন মোদি
  2. 6 মার্চ তিন মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী, গঙ্গার নীচে টানেল সফর মোদির
  3. বাংলায় মোদির বিয়াল্লিশই টার্গেট, মতুয়া এলাকায় সিএএ নিয়ে চুপ প্রধানমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.