দাসপুর, 24 মে: ভোটের ঠিক আগের দিন বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় ফের সরগরম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা এলাকা ৷ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের খুকুরদা নাকা পোস্টে তল্লাশির সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে উদ্ধার হয় 24 লক্ষ টাকা । এই টাকার কোনও বৈধ নথিপত্র দেখাতে পারেননি তিনি ।
যদিও এই নিয়ে পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ ওরফে হিরণ্ময় চট্টোপাধ্য়ায় ৷ তাঁর দাবি, বিজেপির নেতাদের ফাঁসাতে চক্রান্ত করেছে পুলিশ ৷ অন্যদিকে তৃণমূলের দাবি, ভোটে জেতার জন্য বিভিন্ন জায়গায় টাকা ছড়াচ্ছে বিজেপি ৷
আগামিকাল শনিবার (25 মে) লোকসভা নির্বাচনের ষষ্ঠদফার ভোটগ্রহণ ৷ বাংলার আটটি আসনে ভোট নেওয়া হবে ৷ এই আটটি আসনের মধ্যে অন্যতম পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসনটি ৷ 2014 ও 2019 সালে জয়ী তৃণমূলের অভিনেতা সাংসদ দেব ওরফে দীপক অধিকারীর বিরুদ্ধে লড়াই করছেন আরেক অভিনেতা বিজেপির হিরণ ৷
ভোট ঘিরে বিজেপি ও তৃণমূলের বাগযুদ্ধ লেগেই রয়েছে ৷ তার মধ্যে ভোটের ঠিক একদিন আগে অর্থ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ঘাটালে ৷ যদিও হিরণের বক্তব্য, পুলিশ ফাঁসানোর চেষ্টা করছে তাঁদের দল বিজেপি এবং দলের নেতাকে । পুলিশ টাকা রেখে দিয়ে তাঁদের নেতাকে ফাঁসিয়েছে ৷ তৃণমূলের হয়ে ভোট করাতেই পুলিশ এই কাজ করেছে ৷
তবে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দেগেছে তৃণমূল ৷ শাসক দলের নেতা মহম্মদ রফিক বলেন, ‘‘বিজেপির শুধু দাসপুরে টাকা উদ্ধার হয়েছে তা নয় ৷ এর আগে খড়গপুর ও কাঁথিতে লক্ষ লক্ষ টাকা ছড়িয়ে ভোটারদেরকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে ৷ কিন্তু মানুষ তাতে ভুলবে না । মানুষ তাদের প্রত্যাখ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী দেব-কে জিতিয়েই সাংসদ করবেন ৷
অন্যদিকে এই নিয়ে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব বলেন, ‘‘প্রতিটি বিধানসভায় টাকা বিলি করেছে বিজেপি ৷ 3 মাস ধরে বিজেপির সব চেষ্টা ব্যর্থ ৷ রাখে হরি মারে কে ৷ সব কর্মফল ৷ হিরণ-শুভেন্দু চেষ্টা করেছে আমাকে বদনাম করার ৷ দলীয় কর্মীকে খুন করে দিয়ে প্রচার শুরু করেছিল বিজেপি ৷ হাইকোর্ট সব নস্যাৎ করে দিয়েছে সেই অভিযোগ খারিজ করে দিয়েছে ৷’’
তিনি আরও বলেন, ‘‘বেশিদিন চুপ থাকলে মানুষ ভাববে সত্যি আমি চুরির সঙ্গে জড়িত আছি ৷ তাই শুভেন্দুদা যখন ডায়েরি সামনে এনেছেন, তাই মনে হয়েছে মুখ খোলার সময় হয়েছে ৷ আমি চমকে-ধমকে রাজনীতি করা পছন্দ করি না ৷ যার গাড়ি থেকে টাকা পাওয়া গিয়েছে তিনি বিজেপির বড় নেতা ৷ তিনি বিধানসভা ভোটে প্রার্থী ছিলেন বিজেপির ৷’’
দেবের আরও দাবি, ‘‘প্রমাণ হয়ে গেল গরু চুরির টাকা আসলে কার কাছে আছে ৷ কে এই টাকা বিলোচ্ছে ৷ প্রতি বিধানসভায় 50 লক্ষ টাকা করে বিলি করেছে বিজেপি ৷ ইডি-সিবিআই আমার পেছনে আড়াই বছর ধরে পড়েছিল ৷ তাদের গরুপাচার মামলার তদন্ত করতে পাঁচ বছর লাগছে ! ইডি বা সিবিাইয়ের যারা এই তদন্তের সঙ্গে আছে, তারা বিজেপির সঙ্গে জড়িত ৷ শুভেন্দুদার কাছে এই নথি এল কী করে ? এই নথি আমাকে ইডি-সিবিআই অফিসে দেখানো হয়েছে বা কিছু নথি আমি জমা দিয়েছি, তা শুভেন্দুদার কাছে এল কী করে ? এটা বেআইনি ৷ আমি আইনত চ্য়ালেঞ্জ করতেই পারি ৷ আমাকে জোর করে অভিযুক্ত করার চেষ্টা করছে ৷’’
আরও পড়ুন: