ETV Bharat / politics

'মডেল কোড অফ কনডাক্ট মোদি কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে', অভিযোগ মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 9:15 PM IST

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায় (Etv Bharat)

Mamata Banerjee: তৃতীয় দফার ভোটের দিনই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কমিশন মোদির এজেন্টে পরিণত হয়েছে বলেও অভিযোগ তাঁর ৷

পুরুলিয়া, 7 মে: উত্তরপ্রদেশে ভোটারকে পিটিয়ে খুন করার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একই সঙ্গে, তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, এই ঘটনার পরও নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেবে না ৷ কারণ, হিসাবে তিনি বলেন, "মডেল কোড অফ কনডাক্ট এখন মোদি কোড অফ কনডাক্টে পরিণত হয়েছে ৷ বিজেপির নির্লজ্জ দালালি করছে কমিশন ৷ অত্য়াচার করে ভোট হয় না ৷"

পুরুলিয়ার পাড়ায় তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে নির্বাচনী প্রচার থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ শুধু এ রাজ্যে নয়, এদিন উত্তরপ্রদেশের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, "উত্তরপ্রদেশে ভোট দিতে গিয়েছিল তাঁকে পিটিয়ে মেরে ফেলে রাখা হয়েছে ৷ উত্তরপ্রদেশে মুসলিমদের ভোট দিতেও বাধা দেওয়া হচ্ছে ৷ কিন্তু এসব ক্ষেত্রে কমিশন কোনও ব্যবস্থা নেবে না ৷"

এরপরই অবশ্য পালটা হুঁশিয়ারী দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি সাফ বলেন, "বাংলায় হাত দিতে এলে হাত ভেঙে দেওয়া হবে ৷" একই সঙ্গে বিরুদ্ধে সুর চড়িয়ে এদিন মমতা বলেন, "বিজেপি এখন কূলে পানি না পেয়ে গ্রামে গ্রামে মিথ্য়া প্রচার করছে ৷ এত বড় মিথ্য়াবাদী প্রধানমন্ত্রী দেখিনি ৷ প্রধানমন্ত্রী যদি মিথ্যা বলেন, তখন তাঁকে ভোট না দিয়ে বিতাড়িত করা উচিৎ ৷"

লক্ষ্মীর ভাণ্ডারের পালটা অন্নপূর্ণা ভাণ্ডারে কথা ঘোষণা করেছে বিজেপি ৷ সেক্ষেত্রে টাকার পরিমানটাও অনেকটাই বেশি বলে দাবি বিজেপি নেতৃত্বের ৷ এদিন মুখ্যমন্ত্রী বলেন, "অন্নপূর্ণা ভাণ্ডারে তিন হাজার টাকা দেবে বলছে ৷ বেটি বাঁচাও বেটি পড়াও এর এক টাকা দিয়েছে ? 15 লক্ষ টাকা দেবে বলেছিল, সেটা দিয়েছে ? বিজেপির কথা মানে সবটাই ভঁওতা ৷" এরই পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, "টাকা দিতে আসলে 15 লক্ষ টাকার কমে এক পয়সাও নেবেন না কেউ ৷ সন্দেশখালিতে কীভাবে চক্রান্ত করে মা-বোনেদের অসম্মান করেছে দেখেছেন ? কয়েক হাজার টাকার বিনিময়ে মেয়েদের অসম্মান করেছে ৷ রেশনে কেন্দ্র দুই বছরে এক টাকাও আমাদের দেয়নি ৷ আবার কোর্টে মামলা করেছে, বাড়ি বাড়ি রেশন দেওয়া যাবে না ৷ এবার এলে সবার সর্বনাশ করে দেবে ৷"

আরও পড়ুন

বুথে ঢুকে ভুয়ো তৃণমূল এজেন্টকে বের করে আনলেন সেলিম, গ্রেফতার 1

তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলতেই শ্রীরূপাকে ঘিরে বিক্ষোভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.