ETV Bharat / politics

নেতাদের নিজের জাতীয় পুরস্কারগুলি দিতে চান মিঠুন! তিনমূর্তির নাম বাতলালেন বাবুল - MITHUN CHAKRABORTY NATIONAL AWARDS

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 3:40 PM IST

Mithun Chakraborty National Awards: অভিনয়ের জন্য তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন মিঠুন চক্রবর্তী ৷ এবার সেই পুরস্কারগুলি রাজনৈতিক নেতাদের দিতে চাইলেন তিনি ৷ তবে কাদের পুরস্কারগুলি পাওয়া উচিত, নাম বাতলে দিলেন তৃণমূলের বাবুল সুপ্রিয় ৷

mithun chakraborty
মিঠুন চক্রবর্তী ৷
নেতাদের নিজের জাতীয় পুরস্কারগুলি দিতে চান মিঠুন চক্রবর্তী ৷

আসানসোল, 29 এপ্রিল: ভোটের ময়দানে নেতাদের অভিনয় দেখে মুগ্ধ মিঠুন চক্রবর্তী ৷ তাই নিজের অভিনয়ের জন্য যে তিনটে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি, তা তুলে দিতে চান রাজনৈতিক নেতাদের হাতে ৷ রবিবার আসানসোলে বসে এমনটাই মনের ইচ্ছা প্রকাশ করেছেন মহাগুরু ৷ তবে কোন নেতারা এই পুরস্কারগুলি পাওয়ায় যোগ্য তাদের নাম খোলসা করেননি এই বিজেপি নেতা ৷ কিন্তু মিঠুনের সাহায্য এগিয়ে এসেছেন বাবুল সুপ্রিয় ৷ আসরে নেমে রাজ্যের মন্ত্রী তথা গায়ক বলে দিলেন কাদের এই তিনটি জাতীয় পুরস্কার দেওয়া উচিত হবে ৷

আসানসোলে গতকাল বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী । সেখানেই তিনি নিজের জাতীয় পুরস্কার নেতাদের দেওয়ার এই চাঞ্চল্যকর দাবি করেন ৷ রিলের 'ফাটাকেষ্ট' বলেন, "আমি নিজের জীবনে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছি এবং এই তিনটি জাতীয় পুরস্কার আমি রাজনৈতিক নেতাদের ফেরত দিয়ে যেতে চাই ৷" পালটা প্রশ্ন করায় মিঠুনের সহাস্য উত্তর বর্তমান সময়ে রাজনীতিকদের চেয়ে বেশি বোধ হয় অভিনয় তিনিও জানেন না । মহাগুরু বলেন, "নেতাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে চাই, আমি অভিনয় জানি না ৷ নেতারা সব কী অভিনয় করছেন !"

রবিবার সন্ধ্যায় আসানসোলের সালানপুর ব্লকে রোড শো করতে আসেন বাবুল সুপ্রিয় । পালটা তিনি বলেন, "উনি (মিঠুন) তো ঠিক কথাই বলেছেন । বিজেপিতে তো তিনটি পিলার । নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা । তাই ওঁনার তিনটি জাতীয় পুরস্কার উনি বিজেপির এই তিন নেতাকে দিয়ে দিন । যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে বলে গেলেন যে, তিনি পশ্চিমবঙ্গেই জন্মাতে চান ৷ তাতে এই পুরস্কার ওঁনারই প্রাপ্য ৷ ওঁনাদের জন্য মনে হয় জাতীয় পুরস্কারগুলি রাখা রয়েছে ৷ তাই তিনজনকেই পুরস্কারগুলি দিয়ে দেওয়া উচিত ।"

গত শনিবার আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল । আর সেই জনসভায় মুখ্যমন্ত্রী দাবি তোলেন, অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহাকে ভারতরত্ন দেওয়া উচিত । রবিবার আসানসোলে প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী ৷ তখন আসানসোলের একটি হোটেলে তাঁকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হয় । কিন্তু বিষয়টিকে এড়িয়ে গেলেন তিনি । তবে পালটা তিনি নিজের জাতীয় পুরস্কার দিয়ে দেওয়ার কথা জানান ।

আরও পড়ুন:

  1. শত্রুঘ্ন-অমিতাভের ভারতরত্ন পাওয়া উচিত, দাবি মমতার
  2. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  3. শুধু সন্দেশখালি নয়, রাজ্যের কোণায় কোণায় রোবট দিয়ে সার্চ করা উচিত, মন্তব্য মিঠুনের

নেতাদের নিজের জাতীয় পুরস্কারগুলি দিতে চান মিঠুন চক্রবর্তী ৷

আসানসোল, 29 এপ্রিল: ভোটের ময়দানে নেতাদের অভিনয় দেখে মুগ্ধ মিঠুন চক্রবর্তী ৷ তাই নিজের অভিনয়ের জন্য যে তিনটে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি, তা তুলে দিতে চান রাজনৈতিক নেতাদের হাতে ৷ রবিবার আসানসোলে বসে এমনটাই মনের ইচ্ছা প্রকাশ করেছেন মহাগুরু ৷ তবে কোন নেতারা এই পুরস্কারগুলি পাওয়ায় যোগ্য তাদের নাম খোলসা করেননি এই বিজেপি নেতা ৷ কিন্তু মিঠুনের সাহায্য এগিয়ে এসেছেন বাবুল সুপ্রিয় ৷ আসরে নেমে রাজ্যের মন্ত্রী তথা গায়ক বলে দিলেন কাদের এই তিনটি জাতীয় পুরস্কার দেওয়া উচিত হবে ৷

আসানসোলে গতকাল বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার হয়ে প্রচারে আসেন মিঠুন চক্রবর্তী । সেখানেই তিনি নিজের জাতীয় পুরস্কার নেতাদের দেওয়ার এই চাঞ্চল্যকর দাবি করেন ৷ রিলের 'ফাটাকেষ্ট' বলেন, "আমি নিজের জীবনে তিনটি জাতীয় পুরস্কার পেয়েছি এবং এই তিনটি জাতীয় পুরস্কার আমি রাজনৈতিক নেতাদের ফেরত দিয়ে যেতে চাই ৷" পালটা প্রশ্ন করায় মিঠুনের সহাস্য উত্তর বর্তমান সময়ে রাজনীতিকদের চেয়ে বেশি বোধ হয় অভিনয় তিনিও জানেন না । মহাগুরু বলেন, "নেতাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে বলতে চাই, আমি অভিনয় জানি না ৷ নেতারা সব কী অভিনয় করছেন !"

রবিবার সন্ধ্যায় আসানসোলের সালানপুর ব্লকে রোড শো করতে আসেন বাবুল সুপ্রিয় । পালটা তিনি বলেন, "উনি (মিঠুন) তো ঠিক কথাই বলেছেন । বিজেপিতে তো তিনটি পিলার । নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা । তাই ওঁনার তিনটি জাতীয় পুরস্কার উনি বিজেপির এই তিন নেতাকে দিয়ে দিন । যেভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় এসে বলে গেলেন যে, তিনি পশ্চিমবঙ্গেই জন্মাতে চান ৷ তাতে এই পুরস্কার ওঁনারই প্রাপ্য ৷ ওঁনাদের জন্য মনে হয় জাতীয় পুরস্কারগুলি রাখা রয়েছে ৷ তাই তিনজনকেই পুরস্কারগুলি দিয়ে দেওয়া উচিত ।"

গত শনিবার আসানসোলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা ছিল । আর সেই জনসভায় মুখ্যমন্ত্রী দাবি তোলেন, অমিতাভ বচ্চন এবং শত্রুঘ্ন সিনহাকে ভারতরত্ন দেওয়া উচিত । রবিবার আসানসোলে প্রচারে এসেছিলেন মিঠুন চক্রবর্তী ৷ তখন আসানসোলের একটি হোটেলে তাঁকে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হয় । কিন্তু বিষয়টিকে এড়িয়ে গেলেন তিনি । তবে পালটা তিনি নিজের জাতীয় পুরস্কার দিয়ে দেওয়ার কথা জানান ।

আরও পড়ুন:

  1. শত্রুঘ্ন-অমিতাভের ভারতরত্ন পাওয়া উচিত, দাবি মমতার
  2. কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা
  3. শুধু সন্দেশখালি নয়, রাজ্যের কোণায় কোণায় রোবট দিয়ে সার্চ করা উচিত, মন্তব্য মিঠুনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.