শালবনি, 12 মার্চ: আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বিরূপ মন্তব্য মন্ত্রী শ্রীকান্ত মাহাতর । গত কয়েকদিন আগে পুরুলিয়ায় কুড়মি সমাজের একটি অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী । সেখানে কুড়মি সমাজের মানুষদের আন্দোলনমুখী হওয়ার আহ্বান জানানোর সময় রাজ্য সরকারের কুড়মি উন্নয়ন বোর্ডকেই একহাত নেন শালবনির বিধায়ক তথা কুড়মি সম্প্রদায়ভুক্ত শ্রীকান্ত মাহাত । এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলাজুড়ে ।
ভোটের মুখে ফের বেসুরো সুরে গাইছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত ৷ প্রকাশ্য সভায় তিনি বলেন, "এই সরকার কুড়মি জাতিদের 75 বছর ধরে শুধু ছাট দিয়েছে, আসল মাংসটা তারাই খেয়েছে । এর জন্য বহুবার আমি প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ স্বরূপ আমি মন্ত্রিত্ব হারিয়েছি ।"
গত কয়েকদিন আগে পুরুলিয়ায় কুড়মি সমাজের একটি সভায় উপস্থিত হয়েছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাত । সেখানে বক্তব্য রাখতে গিয়েই তিনি বলেন, "রাজ্য সরকারের ব্যাপারে আমাকে যেখানে বলতে বলবেন সেখানেই আমি বলি । সব জায়গায় বলি, কিন্তু রাজনৈতিক দলের একটা প্যাটার্ন রয়েছে ৷তারা অনেক কথা শোনে, অনেক কথা শোনে না । কখনও কুড়মি ডেভেলপমেন্ট বোর্ড, কখনও কুড়মালি ভাষা, কখনও সারনা ধর্ম । তারা ছাট দিতে চায়, ছাট দিয়ে ভোলাতে চায় । আমাদের ভুলিয়ে আসল মাংসটা খেতে চায় ওরা । ভুলিয়ে ভুলিয়ে 75 বছর তারা খাচ্ছে । এই নিয়ে বহুবার প্রতিবাদ করতে গিয়ে আমি পশ্চিমাঞ্চলের পদ হারিয়েছি ।" তিনি কর্মীদের উদ্বুদ্ধ করে বলেন, "আমরা যাতে ছাট না খাই, আমরা যাতে আসল জিনিসটা পাই তার জন্য কিন্তু লড়াই করতে হবে ।"
প্রসঙ্গত, কুড়মি সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুড়মি ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল বোর্ড গঠন করেছিল রাজ্য সরকার । সেই বোর্ড সম্পর্কেই এমন মন্তব্য করেন শ্রীকান্ত মাহাত । এর আগেও দলেরই অন্যান্য নেতানেত্রীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় দলের উচ্চ নেতৃত্বের রোষের মুখে পড়তে হয়েছে মন্ত্রী শ্রীকান্ত মাহাতকে । এমনকি সেই ঘটনার পর তাঁর নিরাপত্তা কমিয়ে দেওয়া হয় । যদিও এ বার এই মন্তব্যের বিষয়ে শ্রীকান্ত মাহাতর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, "এইসব ছোটখাটো বিষয় ৷"
যদিও এ বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, শ্রীকান্ত মাহাত তাঁদেরই দলের একজন মন্ত্রী । যদিও এই রেকর্ডিং বা ভিডিয়োতে তিনি কী বলেছেন, সেই সম্পর্কে তিনি অবগত নন । তাই না জেনেশুনে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে পারবেন না ।
অন্যদিকে, এই নিয়ে শাসকদলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি । বিজেপির জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, "শ্রীকান্ত মাহাত নিজের গ্রামেই ভোট পান না, সম্মান পান না । যদি ওঁর ক্ষমতা থাকে, তাহলে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট পাঠাক কেন্দ্রীয় সরকারকে । আর এ সব বুলি আওড়ানো বন্ধ করুন । তিনি দল থেকে বিচ্যুত হয়েই এইসব মন্তব্য করে বেড়াচ্ছেন ।"
আরও পড়ুন: