ETV Bharat / politics

দল প্রার্থী না-করা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করলেন ‘হতাশ’ মৌসম - LOK SABHA ELECTIONS 2024

Lok Sabha Elections 2024: মালদা উত্তর লোকসভা আসনে গতবার হেরে গিয়েছিলেন মৌসম নুর ৷ তাঁর জায়গায় এবার আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়েকে প্রার্থী করেছে তৃণমূল ৷ স্বভাবতই হতাশা গোপন করলেন না মৌসম ৷ ইটিভি ভারত-কে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আরও অনেক কথাই জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 10:45 PM IST

Updated : Mar 21, 2024, 11:18 AM IST

নিজের অবস্থান স্পষ্ট করলেন ‘হতাশ’ মৌসম

মালদা, 19 মার্চ: গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ৷ তারপর আর দেখা যায়নি মালদার মৌসম নুরকে ৷ গত কয়েকদিন তাঁকে নিয়ে বিস্তর আলোচনা চলেছে বিভিন্ন মহলে ৷ কেউ বলেছে, প্রার্থী করা হয়নি বলে তাঁর 'গোঁসা' হয়েছে ৷ অনেকে তো আবার তাঁকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীই বানিয়ে দিয়েছে ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার মালদায় ফিরেছেন তিনি ৷

এবার উত্তর মালদা কেন্দ্রে তাঁকে সরিয়ে কর্মক্ষেত্রে ইস্তফা দেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়েকে প্রার্থী করেছে তৃণমূল ৷ শাসকদলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে হতচকিত হয়ে পড়ে জেলার ঘাসফুল মহল ৷ শুরু হয়ে যায় গুঞ্জন ৷ জেলার রাজনৈতিক মহল বলতে শুরু করে, রাজ্যসভার তৃণমূল সাংসদ থাকলেও রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে মৌসমের রাজনৈতিক ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়ল ৷

এনিয়ে ইটিভি ভারতের ক্যামেরাতেও নিজের হতাশা গোপন করেননি মৌসম ৷ তিনি বলেন, “আমি উত্তর মালদা কেন্দ্রে দু’বার সাংসদ ছিলাম ৷ তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম ৷ গতবার নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই ৷ সেবার একই পরিবার থেকে দু’জন দু’দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল ৷ তার লাভ তুলেছিল বিজেপি ৷ এবার আমার ধারণা ছিল, টিকিট পেলে আমি জিতবই ৷ বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল ৷ যাই হোক, আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন ৷ দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি ৷ দল যেটা ঠিক মনে করেছে, সেটাকে মেনে নিয়েছি ৷ সেটা মেনেই চলব ৷"

গত কয়েকদিন মালদায় তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে মৌসম বলেন, "অসুস্থ থাকায় আমি কিছুদিন কলকাতায় ছিলাম ৷ ব্যক্তিগত কাজে দিল্লিতেও যেতে হয়েছিল ৷ এবার মালদায় ফিরে এসেছি ৷ প্রার্থীর হয়ে অবশ্যই প্রচারে নামব ৷ আশা করি, এবার জেলার দু’টি আসনেই তৃণমূল জিতবে ৷ প্রার্থী নিয়ে বিজেপি কী বলছে, তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আজই আমি প্রচার নিয়ে আলোচনা করব ৷ তারপরেই ময়দানে নামব ৷”

অল্প সময়ের বক্তব্য ৷ কিন্তু তাতেই মৌসম নিজের অবস্থান যেন স্পষ্ট করে দিয়েছেন ৷ ঊনিশের ভোটে হেরে যাওয়ার পরেও তিনি নিয়মিত এলাকায় গিয়েছেন ৷ মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন ৷ হরিশ্চন্দ্রপুর থেকে হবিবপুর, মানুষ আশা করেছিল এবারও লোকসভা নির্বাচনে ঘাসফুলের প্রার্থী হবেন মৌসম ৷

আরও পড়ুন:

  1. বিশ্লেষণ: লোকসভা ভোটের আগে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ভুটান সফর তাৎপর্যপূর্ণ?
  2. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  3. বিজেপি প্রার্থী দিতে নির্বাচন শেষ করে দেব, গৌতমের বক্তব্যের পালটা কী বললেন সুকান্ত ?

নিজের অবস্থান স্পষ্ট করলেন ‘হতাশ’ মৌসম

মালদা, 19 মার্চ: গত রবিবার ব্রিগেডের জনগর্জন সভায় তাঁকে শেষ দেখা গিয়েছিল ৷ তারপর আর দেখা যায়নি মালদার মৌসম নুরকে ৷ গত কয়েকদিন তাঁকে নিয়ে বিস্তর আলোচনা চলেছে বিভিন্ন মহলে ৷ কেউ বলেছে, প্রার্থী করা হয়নি বলে তাঁর 'গোঁসা' হয়েছে ৷ অনেকে তো আবার তাঁকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থীই বানিয়ে দিয়েছে ৷ সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মঙ্গলবার মালদায় ফিরেছেন তিনি ৷

এবার উত্তর মালদা কেন্দ্রে তাঁকে সরিয়ে কর্মক্ষেত্রে ইস্তফা দেওয়া আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়েকে প্রার্থী করেছে তৃণমূল ৷ শাসকদলের শীর্ষ নেতৃত্বের এই সিদ্ধান্তে হতচকিত হয়ে পড়ে জেলার ঘাসফুল মহল ৷ শুরু হয়ে যায় গুঞ্জন ৷ জেলার রাজনৈতিক মহল বলতে শুরু করে, রাজ্যসভার তৃণমূল সাংসদ থাকলেও রাজ্য নেতৃত্বের এই সিদ্ধান্তে মৌসমের রাজনৈতিক ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়ল ৷

এনিয়ে ইটিভি ভারতের ক্যামেরাতেও নিজের হতাশা গোপন করেননি মৌসম ৷ তিনি বলেন, “আমি উত্তর মালদা কেন্দ্রে দু’বার সাংসদ ছিলাম ৷ তৃণমূলের জেলা সভানেত্রীও ছিলাম ৷ গতবার নির্বাচনে আমি বিজেপির কাছে হেরে যাই ৷ সেবার একই পরিবার থেকে দু’জন দু’দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় আমাদের ভোট ভাগাভাগি হয়েছিল ৷ তার লাভ তুলেছিল বিজেপি ৷ এবার আমার ধারণা ছিল, টিকিট পেলে আমি জিতবই ৷ বিজেপিকে হারাতে একটা প্রত্যাশাও তৈরি হয়েছিল ৷ যাই হোক, আমাদের নেত্রী এবং দলের সিদ্ধান্ত এই আসনে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন ৷ দলের একজন সৈনিক হিসাবে সেই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি ৷ দল যেটা ঠিক মনে করেছে, সেটাকে মেনে নিয়েছি ৷ সেটা মেনেই চলব ৷"

গত কয়েকদিন মালদায় তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে মৌসম বলেন, "অসুস্থ থাকায় আমি কিছুদিন কলকাতায় ছিলাম ৷ ব্যক্তিগত কাজে দিল্লিতেও যেতে হয়েছিল ৷ এবার মালদায় ফিরে এসেছি ৷ প্রার্থীর হয়ে অবশ্যই প্রচারে নামব ৷ আশা করি, এবার জেলার দু’টি আসনেই তৃণমূল জিতবে ৷ প্রার্থী নিয়ে বিজেপি কী বলছে, তা নিয়ে আমার কিছু বলার নেই ৷ আজই আমি প্রচার নিয়ে আলোচনা করব ৷ তারপরেই ময়দানে নামব ৷”

অল্প সময়ের বক্তব্য ৷ কিন্তু তাতেই মৌসম নিজের অবস্থান যেন স্পষ্ট করে দিয়েছেন ৷ ঊনিশের ভোটে হেরে যাওয়ার পরেও তিনি নিয়মিত এলাকায় গিয়েছেন ৷ মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছেন ৷ হরিশ্চন্দ্রপুর থেকে হবিবপুর, মানুষ আশা করেছিল এবারও লোকসভা নির্বাচনে ঘাসফুলের প্রার্থী হবেন মৌসম ৷

আরও পড়ুন:

  1. বিশ্লেষণ: লোকসভা ভোটের আগে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ভুটান সফর তাৎপর্যপূর্ণ?
  2. সরগরম হুগলি: রচনার 'কোনও কাজ হয়নি'র জবাবে লকেটের পালটা 'এলাকায় নতুন'
  3. বিজেপি প্রার্থী দিতে নির্বাচন শেষ করে দেব, গৌতমের বক্তব্যের পালটা কী বললেন সুকান্ত ?
Last Updated : Mar 21, 2024, 11:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.