ETV Bharat / politics

দল আসল, ব্যক্তি নয়; তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতার - Mamata Banerjee - MAMATA BANERJEE

Mamata Banerjee: নির্বাচনী জনসভা থেকে তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়াবার্তা মমতা বন্দ্য়োপাধ্যায়ের ৷ তাঁর বক্তব্য়, দল আসল, ব্যক্তি নয় ৷ মিনাখাঁর তৃণমূল বিধায়কেরও সমালোচনা শোনা যায় তাঁর মুখে ৷ পাশাপাশি তিনি আক্রমণ করেন বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷

Mamata Banerjee
মমতা বন্দ্য়োপাধ্যায় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 5:37 PM IST

Updated : May 25, 2024, 8:21 PM IST

হাড়োয়া, 25 মে: নির্বাচনী জনসভার মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তাঁর নির্বাচনী জনসভা ছিল উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে ৷ সেই সভা থেকে তিনি বলেন, ‘‘দল আসল ৷ ব্যক্তি আসল নয় ৷’’ তাই সাধারণ মানুষের উদ্দেশ্য়ে তাঁর বার্তা, ‘‘জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দলকে জেতাবেন ৷ জেতার পর আমি হাড়োয়া ও মিনাখাঁয় আসব ৷’’

তিনি আরও বলেন, ‘‘কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে ৷ আমরা করি না ৷ যে করে দল তাকে মনেও রাখে না ৷ দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না ৷’’ তাই জনগণের উদ্দেশ্যে মমতার আবেদন, ‘‘আগামিদিন শুধু ভোট ভাগাভাগি করবেন না ৷ নিজেদের মধ্য়ে ভোট কাটাকাটি করবেন না ৷ বিজেপিকে জিততে দেবেন না ৷ আপনার একটা ভোট অন্য দল পেলে বিজেপি হাসবে ৷ বিজেপিকে হাসতে দেবেন না ৷ বিজেপিকে কাঁদতে দিন ৷ বিজেপিকে বিদায় করে দিন ৷’’

আরও পড়ুন:

পাশাপাশি তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ৷ মমতা বলেন, ‘‘এনআরসি করতে দেব না ৷ ক্যা করতে দেব না ৷ ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না ৷ তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না ৷ ভাইবোনেদের যাতে চাকরি হয়, নজর দেব ৷ কৃষকদের ভাতা দেব ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক ৷ বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক ৷ হিংসা থাকবে না, বিজেপি থাকবে না ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘উনি (মোদি) নাকি 2047 পর্যন্ত থেকে দেশের কাজ করবেন ৷ ওঁকে নাকি ঈশ্বর বলে দিয়েছে ৷ এখনই বিদায় হলে ভালো হয় ৷ এখনও দশদিন আছে ৷ সেটাও না থাকলে ভালো হয় ৷ মিথ্যেবাদীর দল ৷’’

এ দিন সন্দেশখালির প্রসঙ্গও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে টেনে এনেছেন নন্দীগ্রাম-খেজুরির প্রসঙ্গ ৷ মমতা বলেন, ‘‘বিজেপি নেতাদের এত সাহস সন্দেশখালিকে অসম্মান করে ৷ এই গুন্ডারা পারে না লড়তে ৷ ক্ষমতা থাকলে যাও, মানুষকে ভোট দিতে দাও ৷ আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে ৷ কাল রাতে আমার কর্মীকে মহিষাদলে খুন করেছে ৷ আমি এদের ছাড়ব না ৷ রাজনৈতিকভাবে বদলা নেবই নেব ৷’’

আরও পড়ুন:

ভাষণের শেষের দিকে তাঁকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় মিনাখাঁর বিধায়ক তৃণমূলের ঊষারানি মণ্ডলকে ৷ মমতা বলেন, ‘‘যারা আজ মিটিংয়ে না এসে, তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন, মিটিংয়ে আসবেন না ৷ মনে রাখবেন, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না ৷ আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না ৷ সংগঠনে যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না ৷’’

তিনি আরও বলেন, ‘‘বিজেপির সঙ্গে যে আঁতাত করে, তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায় ৷ ...মনে রাখবেন, আপনাদের মতো লোক চাই না ৷ আপনি ও আপনার স্বামী দলকে বেচে দেবেন ৷ আমরা সেটাকে সমর্থন করব ? না ৷ আমি অন্য দলের ব্যাপারে যেমন কথা বলি, তেমন নিজের দলের ব্যাপারেও কথা বলি ৷’’

এ দিন খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলে পৌঁছাতে দেরি হয় মমতার ৷ দুর্যোগের পূর্বাভাস থাকায় মিনিট দশেক ভাষণ দিয়েই তিনি সভা ছেড়ে চলে যান ৷ যাওয়ার ঠিক আগে তিনি বলেন, ‘‘চিন্তা করবেন না ৷ আমি ছিলাম, আছি, থাকব ৷ আমি যাচ্ছি ৷ তা না হলে আবার ঝড় জল এসে... আমাকে রাস্তায়...হয়তো আমি চলে গেলে...প্ল্যান তো আছেই, চক্রান্ত, আপনারা জানেন, বলবে ঝড়-জল হয়েছে মেরে দিলাম ৷... নিয়ে বিজেপি খালি করে দিল ৷ আমি খালি হব না ৷ বিজেপিকে খালি করব ৷ এবং আমি লড়ে যাব মানুষের জন্য ৷’’

আরও পড়ুন:

হাড়োয়া, 25 মে: নির্বাচনী জনসভার মঞ্চ থেকে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলের নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার তাঁর নির্বাচনী জনসভা ছিল উত্তর 24 পরগনার বসিরহাটের হাড়োয়া সার্কাস ময়দানে ৷ সেই সভা থেকে তিনি বলেন, ‘‘দল আসল ৷ ব্যক্তি আসল নয় ৷’’ তাই সাধারণ মানুষের উদ্দেশ্য়ে তাঁর বার্তা, ‘‘জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে দলকে জেতাবেন ৷ জেতার পর আমি হাড়োয়া ও মিনাখাঁয় আসব ৷’’

তিনি আরও বলেন, ‘‘কেউ কেউ টাকা নিয়ে ভোটের সময় রাজনীতি করে ৷ আমরা করি না ৷ যে করে দল তাকে মনেও রাখে না ৷ দল কোনও অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং দেবেও না ৷’’ তাই জনগণের উদ্দেশ্যে মমতার আবেদন, ‘‘আগামিদিন শুধু ভোট ভাগাভাগি করবেন না ৷ নিজেদের মধ্য়ে ভোট কাটাকাটি করবেন না ৷ বিজেপিকে জিততে দেবেন না ৷ আপনার একটা ভোট অন্য দল পেলে বিজেপি হাসবে ৷ বিজেপিকে হাসতে দেবেন না ৷ বিজেপিকে কাঁদতে দিন ৷ বিজেপিকে বিদায় করে দিন ৷’’

আরও পড়ুন:

পাশাপাশি তিনি বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন ৷ মমতা বলেন, ‘‘এনআরসি করতে দেব না ৷ ক্যা করতে দেব না ৷ ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না ৷ তফসিলি জাতি, উপজাতি, ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না ৷ ভাইবোনেদের যাতে চাকরি হয়, নজর দেব ৷ কৃষকদের ভাতা দেব ৷’’ তিনি আরও বলেন, ‘‘আমরা চাই বিজেপি দেশ থেকে বিদায় হোক ৷ বিজেপি যাক, শান্তি থাক, দেশ ভালো থাক ৷ হিংসা থাকবে না, বিজেপি থাকবে না ৷’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘উনি (মোদি) নাকি 2047 পর্যন্ত থেকে দেশের কাজ করবেন ৷ ওঁকে নাকি ঈশ্বর বলে দিয়েছে ৷ এখনই বিদায় হলে ভালো হয় ৷ এখনও দশদিন আছে ৷ সেটাও না থাকলে ভালো হয় ৷ মিথ্যেবাদীর দল ৷’’

এ দিন সন্দেশখালির প্রসঙ্গও তুলেছেন তিনি ৷ একই সঙ্গে টেনে এনেছেন নন্দীগ্রাম-খেজুরির প্রসঙ্গ ৷ মমতা বলেন, ‘‘বিজেপি নেতাদের এত সাহস সন্দেশখালিকে অসম্মান করে ৷ এই গুন্ডারা পারে না লড়তে ৷ ক্ষমতা থাকলে যাও, মানুষকে ভোট দিতে দাও ৷ আজ নন্দীগ্রামে আবার গুন্ডামি করেছে, খেজুরিতে আবার গুন্ডামি করেছে ৷ কাল রাতে আমার কর্মীকে মহিষাদলে খুন করেছে ৷ আমি এদের ছাড়ব না ৷ রাজনৈতিকভাবে বদলা নেবই নেব ৷’’

আরও পড়ুন:

ভাষণের শেষের দিকে তাঁকে সরাসরি আক্রমণ করতে দেখা যায় মিনাখাঁর বিধায়ক তৃণমূলের ঊষারানি মণ্ডলকে ৷ মমতা বলেন, ‘‘যারা আজ মিটিংয়ে না এসে, তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন, মিটিংয়ে আসবেন না ৷ মনে রাখবেন, তার সঙ্গে দলের কোনও সম্পর্ক থাকবে না ৷ আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না ৷ সংগঠনে যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ ঊষারানি মণ্ডলকে আমরা মানি না ৷’’

তিনি আরও বলেন, ‘‘বিজেপির সঙ্গে যে আঁতাত করে, তার সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই ৷ তৃণমূল নেতা তৈরি করে, একজন চলে যায়, কোটি লোক জন্মায় ৷ ...মনে রাখবেন, আপনাদের মতো লোক চাই না ৷ আপনি ও আপনার স্বামী দলকে বেচে দেবেন ৷ আমরা সেটাকে সমর্থন করব ? না ৷ আমি অন্য দলের ব্যাপারে যেমন কথা বলি, তেমন নিজের দলের ব্যাপারেও কথা বলি ৷’’

এ দিন খারাপ আবহাওয়ার কারণে সভাস্থলে পৌঁছাতে দেরি হয় মমতার ৷ দুর্যোগের পূর্বাভাস থাকায় মিনিট দশেক ভাষণ দিয়েই তিনি সভা ছেড়ে চলে যান ৷ যাওয়ার ঠিক আগে তিনি বলেন, ‘‘চিন্তা করবেন না ৷ আমি ছিলাম, আছি, থাকব ৷ আমি যাচ্ছি ৷ তা না হলে আবার ঝড় জল এসে... আমাকে রাস্তায়...হয়তো আমি চলে গেলে...প্ল্যান তো আছেই, চক্রান্ত, আপনারা জানেন, বলবে ঝড়-জল হয়েছে মেরে দিলাম ৷... নিয়ে বিজেপি খালি করে দিল ৷ আমি খালি হব না ৷ বিজেপিকে খালি করব ৷ এবং আমি লড়ে যাব মানুষের জন্য ৷’’

আরও পড়ুন:

Last Updated : May 25, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.