ETV Bharat / politics

সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতার - মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: উত্তরবঙ্গ সফর সেরে দক্ষিণবঙ্গে বুধবার পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুরুতেই তিনি সভা করেন মুর্শিদাবাদের বহরমপুরে ৷ সেখান থেকে তিনি নিশানা করেন সিপিএমকে ৷ কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ হওয়া নিয়ে তিনি দায় চাপিয়েছেন সিপিএমের উপরই ৷

Mamata Banerjee
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 7:06 PM IST

সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতার

বহরমপুর, 31 জানুয়ারি: কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া নিয়ে সিপিএমের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে এই অভিযোগ করেছেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল । সিপিএম সেই সম্পর্ক খারাপ করেছে । সিপিএম বিজেপির একমাত্র দালাল । বৃহত্তর স্বার্থে আমরা বলেছিলাম মালদায় তোমাদের দু’টো আসন দিচ্ছি । জেতানোর দায়িত্ব আমাদের । কিন্তু ওরা মানতে চায়নি । আমার একার ক্ষমতা আছে । আমি বিজেপিকে রুখতে পারি ।’’

বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ জোট নিয়ে সম্প্রতি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জলঘোলা শুরু হয়েছে ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে চেষ্টা করেও বরফ গলাতে পারেননি । এর আগে একা চলার কথা একাধিকবার বলেছেন । তবে বুধবার বহরমপুরে প্রশাসনিক সভায় মমতার গলায় কংগ্রেস নিয়ে কিছুটা হলেও সুর নরম দেখা গেল । বরং তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ নিয়ে সিপিএমের ঘাড়ে দোষ চাপালেন ৷

এদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ঢুকছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা । বৃহস্পতিবার বিকেলে অধীর গড়ে ঢুকবে রাহুলের কনভয় । তবে রাহুলের রাত্রিবাসের জন্য বহরমপুরে জায়গা দেওয়া হয়নি । এই প্রেক্ষাপটে নাম না করে গান্ধি পরিবারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘‘ওই পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ।’’ তবে রাজনৈতিক সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন ৷

এ দিন বহরমপুরে প্রশাসনিক সভা করেই নদিয়া রওনা দেন মুখ্যমন্ত্রী । কিন্তু এ দিন বহরমপুরে দু'ঘণ্টা আগে পৌঁছে যান তিনি । দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর স্টেডিয়াম নাঠে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক সভার পর পদযাত্রাও করেন ৷ তার পর বিকেল সাড়ে 4টে নাগাদ নদিয়া রওনা দেন । এদিন 1100 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশ এক লক্ষ চব্বিশ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করেন ।

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. মালদার দু’টি আসন দিতে চেয়েছিলাম, কিন্তু কংগ্রেসের অনেক চাই, বললেন মমতা
  3. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া

সিপিএমের জন্য কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, অভিযোগ মমতার

বহরমপুর, 31 জানুয়ারি: কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক খারাপ হয়ে যাওয়া নিয়ে সিপিএমের ঘাড়ে দায় চাপালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক সভার মঞ্চ থেকে এই অভিযোগ করেছেন তিনি ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‘কংগ্রেসের সঙ্গে আমাদের বোঝাপড়া ভালো ছিল । সিপিএম সেই সম্পর্ক খারাপ করেছে । সিপিএম বিজেপির একমাত্র দালাল । বৃহত্তর স্বার্থে আমরা বলেছিলাম মালদায় তোমাদের দু’টো আসন দিচ্ছি । জেতানোর দায়িত্ব আমাদের । কিন্তু ওরা মানতে চায়নি । আমার একার ক্ষমতা আছে । আমি বিজেপিকে রুখতে পারি ।’’

বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ জোট নিয়ে সম্প্রতি তৃণমূল ও কংগ্রেসের মধ্যে জলঘোলা শুরু হয়েছে ৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাগড়ে চেষ্টা করেও বরফ গলাতে পারেননি । এর আগে একা চলার কথা একাধিকবার বলেছেন । তবে বুধবার বহরমপুরে প্রশাসনিক সভায় মমতার গলায় কংগ্রেস নিয়ে কিছুটা হলেও সুর নরম দেখা গেল । বরং তিনি কংগ্রেসের সঙ্গে সম্পর্ক খারাপ নিয়ে সিপিএমের ঘাড়ে দোষ চাপালেন ৷

এদিকে বৃহস্পতিবার মুর্শিদাবাদে ঢুকছে রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রা । বৃহস্পতিবার বিকেলে অধীর গড়ে ঢুকবে রাহুলের কনভয় । তবে রাহুলের রাত্রিবাসের জন্য বহরমপুরে জায়গা দেওয়া হয়নি । এই প্রেক্ষাপটে নাম না করে গান্ধি পরিবারকে ইঙ্গিত করে মমতা বলেন, ‘‘ওই পরিবারের সঙ্গে আমার পারিবারিক সম্পর্ক রয়েছে ।’’ তবে রাজনৈতিক সম্পর্ক নেই বলে তিনি দাবি করেন ৷

এ দিন বহরমপুরে প্রশাসনিক সভা করেই নদিয়া রওনা দেন মুখ্যমন্ত্রী । কিন্তু এ দিন বহরমপুরে দু'ঘণ্টা আগে পৌঁছে যান তিনি । দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর স্টেডিয়াম নাঠে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক সভার পর পদযাত্রাও করেন ৷ তার পর বিকেল সাড়ে 4টে নাগাদ নদিয়া রওনা দেন । এদিন 1100 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশ এক লক্ষ চব্বিশ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করেন ।

আরও পড়ুন:

  1. বাংলায় নয়, রাহুলের গাড়ির কাঁচ ভেঙেছে বিহারে; দাবি মমতার
  2. মালদার দু’টি আসন দিতে চেয়েছিলাম, কিন্তু কংগ্রেসের অনেক চাই, বললেন মমতা
  3. রাহুলের গাড়ির কাচ ভেঙেছে কাটিহারে, মমতার সুরে বললেন কংগ্রেসের সুপ্রিয়া
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.