খড়গ্রাম (মুর্শিদাবাদ), 29 এপ্রিল: বিজেপি এবার কেন্দ্রে সরকার গড়তে পারবে না, এমন দাবি সাম্প্রতিক সময়ে বহুবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন তিনি এই দাবি করছেন ? সেই ব্যাখ্যা সোমবার মিলল তাঁর ভাষণে ৷ বিজেপির হারের বিষয়টি বলতে গিয়ে তিনি টেনে আনলেন 2004 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গও ৷ সেবারও বিজেপিকে অনেকে এগিয়ে রেখেছিলেন ৷ কিন্তু শেষপর্যন্ত দেখা যায় যে বিজেপির চেয়ে কংগ্রেসকে এগিয়ে রেখেছে মানুষ ৷ তাই ভোটের পর কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয় কেন্দ্রে ৷
সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি 2004 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘2004 এ মনে আছে ? অটলজি (প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী) ভালো মানুষ ছিলেন ৷ ভদ্র মানুষ ৷ আমরা তাঁর বিরুদ্ধে একটা কথাও বলিনি ৷ কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া স্মাইলিং (আসলে স্লোগানটি ছিল ইন্ডিয়া সাইনিং বা ভারত উদয়) ৷ মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল ৷ মানুষ কিন্তু ভোট দেয়নি ৷’’
তাই মমতার দাবি, এবারও সেই পরিস্থিতি তৈরি হবে ৷ অনেকেই সরকার গঠনের দিক থেকে বিজেপিকে এগিয়ে রাখলেও এবার তারা জিততে পারবে না ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবারও প্রচারবাবুরা প্রচার করে করে মিথ্যা কথা বলছে ৷... মিথ্যে কথা বলে, ভাঁওতাবাজি করে, জুলুমবাজি করে ৷...প্রচারবাবু বলেছিলেন ইস বার চারশো পার ৷ আমি বলেছিলাম ইসবার পগারপার ৷ আমি বলেছিলাম ইস বার 200 ভি নেহি হোগা পার ৷’’
উল্লেখ্য, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গেই ছিল ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে জোট গড়েই লড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেবার বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল 29টি ও বিজেপি 13টি আসনে প্রার্থী দিয়েছিল ৷ জিতেছিলেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ৷
অন্যদিকে এ দিন একাধিক ইস্যুতে বিজেপি, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনমাস ধরে কেন লোকসভার নির্বাচন চলছে, সেই প্রশ্ন তোলেন তিনি ৷ মালদা-মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে তাঁর অভিযোগ, গঙ্গার ভাঙন বড় সমস্যা ৷ এটা দিল্লির কাজ৷ তারা কাজ করছে না ৷
মমতা বন্দ্য়োপাধ্যায়ের আরও অভিযোগ, সব ধর্ম শেষ করার জন্য ইউনিফর্ম সিভিল কোড আনছে বিজেপি ৷ এতে হিন্দুদের কোনও লাভ হবে না ৷ আগামিদিন বিজেপি ক্ষমতায় এলে কারও স্বাধীনতা থাকবে না ৷ এনআরসি করে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ৷ জিনিসপত্রের মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷ বলেন, ‘‘কেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনাকে বলতে হবে ?’’
একশো দিনের কাজ প্রসঙ্গেও সরব হন তিনি ৷ এই নিয়ে কোনও প্রমাণ নেই বলে দাবি করেন ৷ প্রশ্ন তোলেন, একশো দিনের কাজে যারা টাকা দেয় না বিজেপি ৷ ভোট চায় কী করে ? রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে আবার বিজেপির বিরুদ্ধে কর্মসংস্থান কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন ৷ তাঁর বক্তব্য, শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যেও ৷ যারা তদন্ত করতে গিয়েছিল, তারা খুন হয়েছিল ৷ ব্যাপমের তদন্ত কী হল, সেই প্রশ্ন তুলেছেন মমতা ৷
আরও পড়ুন: