আউশগ্রাম (পূর্ব বর্ধমান), 24 এপ্রিল: বিজেপি বিরোধী পশ্চিমবঙ্গে ভাগ হওয়ার প্রবণতা নিয়ে সতর্কতার বাণী শোনা গেল মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে ৷ বুধবার তাঁর সতর্কবার্তা, তৃণমূল কংগ্রেসের ভোট কাটা গেলে বিজেপি লাভবান হবে ৷
এ দিন পূর্ব বর্ধমানের আউশগ্রামে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ বোলপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে ওই জনসভা হয় ৷ সেই সভা থেকেই এই সতর্কবার্তা দেন তিনি ৷
2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে ও প্রধানমন্ত্রীর পদ থেকে নরেন্দ্র মোদিকে সরাতে একজোট হওয়ার চেষ্টা শুরু করে বিরোধীরা ৷ তৈরি হয় বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ ৷ কিন্তু শেষ পর্যন্ত দেশের সব রাজ্য়ে সঠিকভাবে এই জোট দানা বাঁধেনি ৷ পশ্চিমবঙ্গে ‘ইন্ডিয়া’র দুই শরিক বাম ও কংগ্রেস আসন সমঝোতা করে ভোটে লড়ছে ৷ কিন্তু বিরোধীদের এই জোট তৈরির অন্যতম উদ্যোক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস একাই লড়ছে বাংলায় ৷
কিন্তু এই পরিস্থিতিতে যাতে বিজেপি বিরোধী যাতে বাম-কংগ্রেস ও তৃণমূলের মধ্য়ে ভাগ না হয়ে যায়, সেই বিষয়ে সদা সতর্ক মমতা বন্দ্যোপাধ্যায় ৷ প্রতিটি সভাতেই তিনি বিজেপিকে কড়াভাষায় আক্রমণ করছেন ৷ পাশাপাশি এই রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেস ও বামেরা অলিখিত জোট করেছে বলেও বারবার অভিযোগ করছেন তিনি ৷
বুধবার সেই প্রসঙ্গই উঠে আসে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ভাষণে ৷ প্রথমে তিনি মনে করিয়ে দেন যে এই ভোটের ফলে রাজ্য সরকারে কোনও প্রভাব পড়বে না ৷ তার পরও তিনি প্রচার করছেন ৷ কেন প্রচার করছেন, সেই ব্যাখ্য়া দেন তিনি ৷ মমতা বলেন, ‘‘এটা আমার নির্বাচন নয় ৷ এটা দিল্লির নির্বাচন ৷ কিন্তু দিল্লির নির্বাচনে বিজেপিকে হারাতে হবে ৷ তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছি ৷... বিজেপি যাতে একটা আসন না পায়, তার দিকে লক্ষ্য রাখতে হবে ৷ এক একটা আসন আমাদের চোখের মণির মতো রক্ষা করতে হবে ৷’’
এর পরই তিনি বিজেপির সঙ্গে বাংলায় সিপিএম ও কংগ্রেসের অলিখিত আঁতাতের অভিযোগ করেন ৷ তৃণমূল নেত্রী বলেন, ‘‘বাংলায় বিজেপির দু’টো চোখ ৷ একটা কংগ্রেস, আরেকটা সিপিএম ৷ এই দু’টোকে দাঁড় করায় কেন জানেন ? যদি কিছু ভোট কাটা যায় টাকা দিয়ে ৷ যদি কিছু ভোট কাটা যায় ভাঙিয়ে দিয়ে ৷ যদি কিছু ভোট কাটা যায়, তাহলে তৃণমূলের ভোট থেকে কিছু ভোট চলে যাবে ৷ তাহলে যদি জিততে পারে ৷ এটা হচ্ছে ওদের মনোস্কামনা ৷’’
এর পরই বিজেপিকে হারাতে শুধু তৃণমূলকেই ভোট দেওয়ার আবেদন করেন তিনি ৷ পাশাপাশি জানান, ভোট ভাগ হলে বিজেপির লাভ হবে ৷ মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস না থাকলে বিজেপির বিরুদ্ধে লড়ার কেউ নেই ৷ সারা দেশে যত আঞ্চলিক দল আছে, অন্য দল আছে, সারা দেশে তারা লড়াই করুক, আমাদের কোনও আপত্তি নেই ৷ কিন্তু বাংলায় লড়াইটা আমাদের করতে হয় ৷ তাই বাংলায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াইটা বিজেপির হচ্ছে ৷ তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে গেলে বিজেপি লাভবান হবে ৷ আপনারা নিশ্চয় সেটা চান না ৷’’
আরও পড়ুন: