ETV Bharat / politics

'মুর্শিদাবাদের ঘটনা পূর্বপরিকল্পিত', কমিশনকে কাঠগড়ায় তুললেন মমতা - MAMATA BANERJEE BLAMES EC - MAMATA BANERJEE BLAMES EC

Mamata Banerjee Blames EC: মুর্শিদাবাদের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 1:09 PM IST

Updated : Apr 18, 2024, 2:08 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: মুর্শিদাবাদের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি নেতারা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তিনি আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকেও ৷

এ দিন রায়গঞ্জের প্রচারসভায় মমতা বলেন, "পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা ? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি করেছে । রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করার অধিকার কে দিয়েছে ? মা দুর্গাও দেননি ৷ ওই ঘটনায় 19 জন আহত ৷ ওসি আহত ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ একটা কমিউনিটির লোকেদের আক্রমণ করা হয়েছে ৷"

এ প্রসঙ্গে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতার প্রশ্ন, "কেন ঘটনার আগের দিনই ডিআইজিকে (মুর্শিদাবাদ) সরিয়ে দেওয়া হল ? এই পরিকল্পনাটা করার জন্য ? যাতে পরের দিন নাটক করে বেড়াতে পারেন ৷" এ কথা বলতে গিয়ে নিজের মোবাইলে শক্তিপুরে ওসির আহত হওয়ার ছবি দেখান তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "প্রমাণ দিয়ে বলছি, যাঁরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, তাঁদের সবটা দেখা উচিত ৷ অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, বিজেপির বিধায়ক আক্রমণ করেছে, তাঁকে কেন গ্রেফতার করা হবে না !" ডিআইজি-র বদলির প্রসঙ্গে তৃণমূল নেত্রী আরও বলেন যে, "যে লোকটা জেলাকে ভালো করে চিনতেন, তাঁকে কেন সে দিনই বদলি করা হল ? সে দিন তো নির্বাচনও ছিল না ৷"

প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে পুলিশ ও প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যাওয়ার পর থেকে একাধিক রদবদল হয়েছে রাজ্য়ে ৷ দিনকয়েক আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকেও বদলি করা হয়েছে । গত সোমবার আইপিএস অফিসার শ্রী মুকেশকে সরানোর কথা জানিয়ে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন । তার জায়গায় জয়েন্ট কমিশনার (অপরাধ দমন) পদে থাকা সৈয়দ ওয়াকার রাজাকে নিয়োগ করে কমিশন । এই বদলি নিয়ে এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন অস্ত্র হাতে রাম নবমীর মিছিল করার বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, "হাওড়ায় বিজেপির প্রার্থী সকালে কোর্টের নির্দেশ না-মেনে অস্ত্র নিয়ে মিছিল করেছিল কেন ? মিছিল আমরা করি শান্তির জন্য, প্রার্থনার জন্য ৷"

উল্লেখ্য, গতকাল রাতে মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । সেই ঘটনায় প্রায় 20 জন আহত হন । পাশপাশি, মাণিক্যহার এলাকাতেও বেশ কয়েকটি দোকানে লুটপাঠ চালানোর অভিযোগ ওঠে ।

আরও পড়ুন:

  1. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  2. শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
  3. বারাসতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীতে বাংলায় 'রাম রাজ‍্য' গড়ার ডাক স্বপন মজুমদারের

রায়গঞ্জ, 18 এপ্রিল: মুর্শিদাবাদের ঘটনাকে পূর্বপরিকল্পিত বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপি নেতারা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করে তিনি আঙুল তুলেছেন নির্বাচন কমিশনের দিকেও ৷

এ দিন রায়গঞ্জের প্রচারসভায় মমতা বলেন, "পরশু দিনের ঘটনা ঘটিয়েছিল কারা ? আমি চ্যালেঞ্জ করে বলছি বিজেপি করেছে । রামনবমীর মিছিল অস্ত্র নিয়ে করার অধিকার কে দিয়েছে ? মা দুর্গাও দেননি ৷ ওই ঘটনায় 19 জন আহত ৷ ওসি আহত ৷ মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ একটা কমিউনিটির লোকেদের আক্রমণ করা হয়েছে ৷"

এ প্রসঙ্গে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে মমতার প্রশ্ন, "কেন ঘটনার আগের দিনই ডিআইজিকে (মুর্শিদাবাদ) সরিয়ে দেওয়া হল ? এই পরিকল্পনাটা করার জন্য ? যাতে পরের দিন নাটক করে বেড়াতে পারেন ৷" এ কথা বলতে গিয়ে নিজের মোবাইলে শক্তিপুরে ওসির আহত হওয়ার ছবি দেখান তৃণমূল নেত্রী ৷ তিনি বলেন, "প্রমাণ দিয়ে বলছি, যাঁরা মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, তাঁদের সবটা দেখা উচিত ৷ অ্যাটাক করলেন আপনারা, মারলেন আপনারা, বিজেপির বিধায়ক আক্রমণ করেছে, তাঁকে কেন গ্রেফতার করা হবে না !" ডিআইজি-র বদলির প্রসঙ্গে তৃণমূল নেত্রী আরও বলেন যে, "যে লোকটা জেলাকে ভালো করে চিনতেন, তাঁকে কেন সে দিনই বদলি করা হল ? সে দিন তো নির্বাচনও ছিল না ৷"

প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে পুলিশ ও প্রশাসনের দায়িত্ব নির্বাচন কমিশনের হাতে চলে যাওয়ার পর থেকে একাধিক রদবদল হয়েছে রাজ্য়ে ৷ দিনকয়েক আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজিকেও বদলি করা হয়েছে । গত সোমবার আইপিএস অফিসার শ্রী মুকেশকে সরানোর কথা জানিয়ে নোটিশ পাঠিয়েছিল নির্বাচন কমিশন । তার জায়গায় জয়েন্ট কমিশনার (অপরাধ দমন) পদে থাকা সৈয়দ ওয়াকার রাজাকে নিয়োগ করে কমিশন । এই বদলি নিয়ে এর আগেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী ৷

এ দিন অস্ত্র হাতে রাম নবমীর মিছিল করার বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, "হাওড়ায় বিজেপির প্রার্থী সকালে কোর্টের নির্দেশ না-মেনে অস্ত্র নিয়ে মিছিল করেছিল কেন ? মিছিল আমরা করি শান্তির জন্য, প্রার্থনার জন্য ৷"

উল্লেখ্য, গতকাল রাতে মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর মিছিলে হামলা চালানোর অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । সেই ঘটনায় প্রায় 20 জন আহত হন । পাশপাশি, মাণিক্যহার এলাকাতেও বেশ কয়েকটি দোকানে লুটপাঠ চালানোর অভিযোগ ওঠে ।

আরও পড়ুন:

  1. মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা
  2. শক্তিপুরে ঢোকার 14 কিলোমিটার আগে থেকে 144 ধারা, এলাকায় কেন্দ্রীয় বাহিনীর টহল
  3. বারাসতে অস্ত্র হাতে মিছিল, রামনবমীতে বাংলায় 'রাম রাজ‍্য' গড়ার ডাক স্বপন মজুমদারের
Last Updated : Apr 18, 2024, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.