কলকাতা, 23 মার্চ: "সায়নী আর আমি এখনও আমাদের কেন্দ্রে বিজেপি'র প্রতিদ্বন্দ্বীদের খুঁজে চলেছি ৷" 'ক্যাশ ফর কোয়ারি' তদন্তে নেমে তাঁর কলকাতা, কৃষ্ণনগরের বাসভবনে সিবিআই তল্লাশিকে ঠিক এই ভাষাতেই ব্যঙ্গ করলেন মহুয়া মৈত্র ৷ কৃষ্ণনগরের সাংসদের (যদিও এখন খারিজ) বাড়িতে সিবিআই অভিযানকে ইতিমধ্যেই বিজেপি'র 'রাজনৈতিক প্রতিহিংসা' বলে দাবি করেছে তৃণমূল ৷ রাতের দিকে খোদ মহুয়ার তরফে সোশাল মিডিয়ায় এল প্রতিক্রিয়া ৷
শনিবার রাতে টুইটে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন মহুয়া ৷ যেখানে দু'জনকে চোখে দূরবীন লাগিয়ে বসে থাকতে দেখা গিয়েছে ৷ সেই ছবির ক্যাপশনেই বিজেপি'কে কটাক্ষ করে মহুয়া লেখেন, "সিবিআই আজ আমার বাড়ি এবং নির্বাচনী কার্যালয়ে এসেছিল ৷ তাদের ব্যবহার অত্যন্ত নম্রই ছিল ৷ তারা তল্লাশি করেছে ৷ যদিও কিছুই পায়নি ৷ এদিকে আমি আর সায়নী আমাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে খুঁজেই চলেছি ৷"
লোকসভা নির্বাচনের আবহে ফের বিরোধী শিবিরের প্রতি সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিংবা গোয়েন্দা সংস্থা ৷ সম্প্রতি 'ক্যাশ ফর কোয়্য়ারি' ইস্যুতে সাংসদ পদ খারিজ হওয়া মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে লোকপালের তরফে ৷ তদন্তে নেমে ইতিমধ্যেই পুনরায় লোকসভা ভোটে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই ৷
এরপর শনিবার প্রথমে মহুয়ার কলকাতার বাসভবনে, পরবর্তীতে কৃষ্ণনগর এবং করিমপুরের বাড়ি এবং নির্বাচনী কার্যালয়েও হানা দেন ৷ তদন্তকারী আধিকারিকরা কিছুই পাননি বলে দাবি করলেও তাঁর কলকাতার বাসভবন থেকে ল্যাপটপ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে খবর ৷
আরও পড়ুন: