ETV Bharat / politics

নিজের ওয়ার্ডে জয়ী তাপস-মালা-সুদীপ-সায়নী, তৃতীয় স্থানে জোট প্রার্থী সায়রা-সৃজন-প্রদীপ - Lok Sabha Election Results 2024 - LOK SABHA ELECTION RESULTS 2024

Lok Sabha Election Results 2024: লোকসভা নির্বাচনে ভোটে লড়া প্রার্থীরা নিজেদের ওয়ার্ডে কত ভোট পেলেন ? সেই পরিসংখ্যানে এগিয়ে তাপস রায়, মালা রায়, সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ও সায়নী ঘোষ ৷ অন্যদিকে তৃতীয় স্থানে জোট প্রার্থী সায়রা শাহ হালিম, সৃজন মুখোপাধ্য়ায় ও প্রদীপ ভট্টাচার্য ৷

Lok Sabha Election Results 2024
লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থীরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 4:32 PM IST

কলকাতা, 7 জুন: ভোটের আগে খাস কলকাতায় ছিল বিজেপি হাওয়া ৷ তেমনই রাজনৈতিক মহল মনে করেছিল বাম-কংগ্রেস প্রার্থীরা অনেক আসনেই বিপুল ভোট পেয়ে উঠে আসবে দ্বিতীয় স্থানে । ভোটের ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি এগোলেও সেই তৃতীয় স্থানেই রইল জোট । শুধু তাই নয়, প্রার্থীরা নিজের ওয়ার্ডেই জেতা দূরে থাক, তৃতীয় স্থানে রইলেন তাঁরা । উল্টোদিকে তৃণমূলের তিন প্রার্থীর ওয়ার্ডে মিলেছে ঘাসফুলের লিড । উত্তরে ব্যতিক্রম বিজেপির তাপস রায় ৷ তিনি পরাজিত হলেও তাঁর পক্ষে সমর্থন দিয়েছে তাঁর ওয়ার্ড । ঘাস ফুল নয়, সেখানে প্রথম স্থানে পদ্ম ।

কলকাতা উত্তরে তৃণমূল ও বিজেপির রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছিল । তবে বিজেপির ভোট বাড়লেও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হেসেছেন । হেরেছেন তাপস রায় । কিন্তু সেই ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় 53 নম্বর ওয়ার্ডে প্রাপ্ত ভোটের নিরিখে প্রথম স্থানে রয়েছেন ৷ পরাজিত হলেও তাপস রায় নিজের 48 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছেন ৷ করুণ অবস্থার সম্মুখীন কংগ্রেস ও বাম জোটের প্রার্থীরা । নিজের ওয়ার্ডে তাঁরা শুধু হেরেছেন তাই নয়, এক্কেবারে তিন নম্বরে চলে গিয়েছেন । কলকাতা উত্তর ছাড়াও যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নিজেদের ওয়ার্ড ধরে রেখেছেন ।

সূত্রের খবর, ফলাফলের বিচারে কলকাতা পৌরনিগমের 88 নম্বর ওয়ার্ডে 7254 ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায় । এই ওয়ার্ডে কাউন্সিলর তিনি নিজেই । দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর তুলনায় 2645 ভোট বেশি পেয়েছেন তিনি । তবে কলকাতা দক্ষিণের 63 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম নিজের ওয়ার্ডে 699 ভোট পেয়েছেন । এই ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বিজেপি ৷ তাদের প্রাপ্ত ভোট 5798 ।

এদিকে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । ওই ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে থাকা বিজেপির তুলনায় 2593 ভোট বেশি পেয়েছে । তবে যাদবপুরের সিপিএমের তরুণ মুখ সৃজন ভট্টাচার্য হেরেছেন নিজের ওয়ার্ডে । 106 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির থেকে 1092 ভোট বেশি পেয়েছে তৃণমূল । ওদিকে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের 53 নম্বর ওয়ার্ড 7758 ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন । দ্বিতীয় স্থানে থাকা বিজেপির থেকে 3209 ভোট অতিরিক্ত পেয়েছে তৃণমূল ।

এদিকে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় 48 নম্বর ওয়ার্ডের ভোটার । সেই ওয়ার্ডে এবার জিতেছে বিজেপি । 84 ভোট এগিয়ে তৃণমূলের থেকে । তবে জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য থাকেন 65 নম্বর ওয়ার্ডে । সেখানে প্রথম তৃণমূল তাদের প্রাপ্ত ভোট 27031 ভোট । দ্বিতীয় স্থানে বিজেপি পেয়েছে 8674 ভোট । সেখানে 5752 ভোট পেয়ে তৃতীয় স্থানে জোটের অবস্থান ।

কলকাতা, 7 জুন: ভোটের আগে খাস কলকাতায় ছিল বিজেপি হাওয়া ৷ তেমনই রাজনৈতিক মহল মনে করেছিল বাম-কংগ্রেস প্রার্থীরা অনেক আসনেই বিপুল ভোট পেয়ে উঠে আসবে দ্বিতীয় স্থানে । ভোটের ফল প্রকাশের পর দেখা গেল বিজেপি এগোলেও সেই তৃতীয় স্থানেই রইল জোট । শুধু তাই নয়, প্রার্থীরা নিজের ওয়ার্ডেই জেতা দূরে থাক, তৃতীয় স্থানে রইলেন তাঁরা । উল্টোদিকে তৃণমূলের তিন প্রার্থীর ওয়ার্ডে মিলেছে ঘাসফুলের লিড । উত্তরে ব্যতিক্রম বিজেপির তাপস রায় ৷ তিনি পরাজিত হলেও তাঁর পক্ষে সমর্থন দিয়েছে তাঁর ওয়ার্ড । ঘাস ফুল নয়, সেখানে প্রথম স্থানে পদ্ম ।

কলকাতা উত্তরে তৃণমূল ও বিজেপির রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই মনে করা হচ্ছিল । তবে বিজেপির ভোট বাড়লেও তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় শেষ হাসি হেসেছেন । হেরেছেন তাপস রায় । কিন্তু সেই ফলে সুদীপ বন্দ্যোপাধ্যায় 53 নম্বর ওয়ার্ডে প্রাপ্ত ভোটের নিরিখে প্রথম স্থানে রয়েছেন ৷ পরাজিত হলেও তাপস রায় নিজের 48 নম্বর ওয়ার্ডে লিড পেয়েছেন ৷ করুণ অবস্থার সম্মুখীন কংগ্রেস ও বাম জোটের প্রার্থীরা । নিজের ওয়ার্ডে তাঁরা শুধু হেরেছেন তাই নয়, এক্কেবারে তিন নম্বরে চলে গিয়েছেন । কলকাতা উত্তর ছাড়াও যাদবপুর ও কলকাতা দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নিজেদের ওয়ার্ড ধরে রেখেছেন ।

সূত্রের খবর, ফলাফলের বিচারে কলকাতা পৌরনিগমের 88 নম্বর ওয়ার্ডে 7254 ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী মালা রায় । এই ওয়ার্ডে কাউন্সিলর তিনি নিজেই । দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থীর তুলনায় 2645 ভোট বেশি পেয়েছেন তিনি । তবে কলকাতা দক্ষিণের 63 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাম-কংগ্রেস জোটের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম নিজের ওয়ার্ডে 699 ভোট পেয়েছেন । এই ওয়ার্ডে তৃণমূলকে পিছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বিজেপি ৷ তাদের প্রাপ্ত ভোট 5798 ।

এদিকে যাদবপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ 95 নম্বর ওয়ার্ডের বাসিন্দা । ওই ওয়ার্ডে তৃণমূল দ্বিতীয় স্থানে থাকা বিজেপির তুলনায় 2593 ভোট বেশি পেয়েছে । তবে যাদবপুরের সিপিএমের তরুণ মুখ সৃজন ভট্টাচার্য হেরেছেন নিজের ওয়ার্ডে । 106 নম্বর ওয়ার্ডে দ্বিতীয় স্থানে থাকা বিজেপির থেকে 1092 ভোট বেশি পেয়েছে তৃণমূল । ওদিকে কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের 53 নম্বর ওয়ার্ড 7758 ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন । দ্বিতীয় স্থানে থাকা বিজেপির থেকে 3209 ভোট অতিরিক্ত পেয়েছে তৃণমূল ।

এদিকে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় 48 নম্বর ওয়ার্ডের ভোটার । সেই ওয়ার্ডে এবার জিতেছে বিজেপি । 84 ভোট এগিয়ে তৃণমূলের থেকে । তবে জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য থাকেন 65 নম্বর ওয়ার্ডে । সেখানে প্রথম তৃণমূল তাদের প্রাপ্ত ভোট 27031 ভোট । দ্বিতীয় স্থানে বিজেপি পেয়েছে 8674 ভোট । সেখানে 5752 ভোট পেয়ে তৃতীয় স্থানে জোটের অবস্থান ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.