ETV Bharat / politics

শেয়ার বাজারকে চাঙ্গা করতেই এক্সিট পোলে বিজেপির পক্ষে পূর্বাভাস ছিল, কটাক্ষ ইয়েচুরির - Sitaram Yechury - SITARAM YECHURY

Sitaram Yechury: এক্সিট পোলে এগিয়ে রাখা হয়েছিল বিজেপি তথা এনডিএ-কে ৷ অধিকাংশই তিনশোর বেশি আসনে জিতবে বলে পূর্বাভাস দিয়েছিল ৷ কিন্তু আদতে তিনশো পার এখনও হয়নি এনডিএ-র ৷ তাই মঙ্গলবার এক্সিট পোল-কে কটাক্ষ করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷

Sitaram Yechury
সীতারাম ইয়েচুরি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 4, 2024, 12:45 PM IST

নয়াদিল্লি, 4 জুন: শেয়ার বাজারকে চাঙ্গা করতেই এক্সিট পোল বিজেপিকে এগিয়ে দেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, ‘‘এক্সিট পোলে যা বলা হয়েছিল, সেখানে আকাশ-পাতাল তফাত ৷ আগেই বলেছিলাম যে এই এক্সিট পোল শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্য করা হয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল (সোমবার) শেয়ার বাজার যেভাবে উঠেছিল, তাতে যাঁদের টাকা রোজগারের ছিল, তাঁরা তা করে নিয়েছেন ৷ আসল ছবিটা এবার আপনাদের সামনে চলে আসছে ৷’’ একই সঙ্গে সীতারাম ইয়েচুরির আশা, ‘‘ইন্ডিয়া ব্লক ভালো পারফর্ম করবে ৷ কিন্তু কেউ এটা বিশ্বাস করতে পারেননি ৷’’

উল্লেখ্য, সাত দফার নির্বাচন শেষে গত শনিবার বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা করেছিল, তাতে এগিয়ে রাখা হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে ৷ বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় তো এনডিএ-র আসন সংখ্যা চারশো পেরিয়ে যাবে বলেও পূর্বাভাস দিয়েছিল ৷ মঙ্গলবার সকাল থেকে ভোটগণনা শুরু হতেই দেখা যায় এক্সিট পোলের সঙ্গে মিলছে না আসল ফল ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 295টি আসনে এগিয়ে রয়েছে ৷ আর বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে 193 আসনে ৷

দলগতভাবে বিজেপি এখনও পর্যন্ত 239টি আসনে এগিয়ে ৷ কংগ্রেস এগিয়ে 95টি আসনে ৷ তৃণমূল কংগ্রেস এগিয়ে 32টি আসনে ৷ সিপিএম এগিয়ে দু’টি আসনে ৷ ফলে সীতারাম দাবি মতো সময়ের সঙ্গে সঙ্গে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ আরও এগিয়ে যায় কি না, সেটাই এখন দেখার ৷ সেই আশায় রয়েছে সারা দেশের সিপিএম, কংগ্রেস-সহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও ৷

নয়াদিল্লি, 4 জুন: শেয়ার বাজারকে চাঙ্গা করতেই এক্সিট পোল বিজেপিকে এগিয়ে দেওয়া হয়েছিল ৷ মঙ্গলবার এমনই দাবি করেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি বলেন, ‘‘এক্সিট পোলে যা বলা হয়েছিল, সেখানে আকাশ-পাতাল তফাত ৷ আগেই বলেছিলাম যে এই এক্সিট পোল শেয়ার বাজারকে চাঙ্গা করার জন্য করা হয়েছে ৷’’

তিনি আরও বলেন, ‘‘গতকাল (সোমবার) শেয়ার বাজার যেভাবে উঠেছিল, তাতে যাঁদের টাকা রোজগারের ছিল, তাঁরা তা করে নিয়েছেন ৷ আসল ছবিটা এবার আপনাদের সামনে চলে আসছে ৷’’ একই সঙ্গে সীতারাম ইয়েচুরির আশা, ‘‘ইন্ডিয়া ব্লক ভালো পারফর্ম করবে ৷ কিন্তু কেউ এটা বিশ্বাস করতে পারেননি ৷’’

উল্লেখ্য, সাত দফার নির্বাচন শেষে গত শনিবার বিভিন্ন সংস্থা যে বুথ ফেরত সমীক্ষা করেছিল, তাতে এগিয়ে রাখা হয়েছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে ৷ বেশ কয়েকটি বুথ ফেরত সমীক্ষায় তো এনডিএ-র আসন সংখ্যা চারশো পেরিয়ে যাবে বলেও পূর্বাভাস দিয়েছিল ৷ মঙ্গলবার সকাল থেকে ভোটগণনা শুরু হতেই দেখা যায় এক্সিট পোলের সঙ্গে মিলছে না আসল ফল ৷ এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 295টি আসনে এগিয়ে রয়েছে ৷ আর বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ এগিয়ে রয়েছে 193 আসনে ৷

দলগতভাবে বিজেপি এখনও পর্যন্ত 239টি আসনে এগিয়ে ৷ কংগ্রেস এগিয়ে 95টি আসনে ৷ তৃণমূল কংগ্রেস এগিয়ে 32টি আসনে ৷ সিপিএম এগিয়ে দু’টি আসনে ৷ ফলে সীতারাম দাবি মতো সময়ের সঙ্গে সঙ্গে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ আরও এগিয়ে যায় কি না, সেটাই এখন দেখার ৷ সেই আশায় রয়েছে সারা দেশের সিপিএম, কংগ্রেস-সহ অন্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.