কলকাতা, 4 জুন: দিনভর মেঘলা আকাশ, দিনের শেষে সবুজ ঝড়ে ধুয়ে মুছে সাফ চ্যালেঞ্জার তাপসের প্রতিরোধ । দিনের শেষে তাই কিছুটা নিষ্প্রভ তিনি । মানলেন হারও । ভাবছেন ভরা ভোটের মরশুমে এই আবহাওয়ার রেজাল্ট কী জন্য ! তাহলে বলব একেবারেই আবহাওয়ার কোনও খবর নয়, এ নেতাজি ইনডোর স্টেডিয়ামে চ্যালেঞ্জার বিজেপি প্রার্থী তাপস রায়ের ইতি লিখন ।
ঘড়ির কাঁটায় তখন বেলা 8টা ৷ গণনা কেন্দ্রে আসেন তাপস রায় । তারপর শেষ বল পর্যন্ত ফলাফল যাইহোক, জমি আঁকড়ে গণনা কেন্দ্রে পড়েছিলেন । তবে প্রথম রাউন্ড থেকেই অল্প হলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় যে লিড নিয়েছেন, সামগ্রিকভাবে তা এড়িয়ে জয়ের হাসি আর হাসতে পারেননি তাপস । ফলে দিনের শেষে ভগ্ন মনোরথে এই হারটা মেনেই নিয়েছেন তিনি ।
তৃণমূল কংগ্রেস থেকে বিধায়ক পদে পদত্যাগ করে বিজেপিতে নাম লিখেছিলেন তাপস রায় । মূলত, তৃণমূল শীর্ষ নেতৃত্বের লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে অতিরিক্ত প্রেম, ভোটের ময়দানে তারই জবাব দিতে চেয়েছিলেন তিনি । একই সঙ্গে তার রাজনৈতিক পথে যেভাবে পদে পদে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বাধা এসেছে, তা নিয়েও বিরক্ত ছিলেন তিনি ।
তবে তিনি ভেবেছিলেন সব কিছুরই জবাব দেবেন তিনি ভোটে । কিন্তু কোথায় কী! মানুষ তাঁর সঙ্গে নেই ৷ তাই শেষ পর্যন্ত হার মেনে নেওয়া ছাড়া আর উপায় নেই । এই আসনটিতে তিনি হেরে যাওয়ায় বঙ্গে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আরও একবার প্রশ্ন উঠে গেল । যদিও এর পরও সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, তিনি হেরে গিয়েছেন ৷ তবে তাঁর যে লড়াই, তা কিন্তু থামছে না ৷ বরং তা চলবে ।
তিনি বলেন, ‘‘শেষ পর্যন্ত ফলাফল কত হয়েছে আমার পক্ষে বলা সম্ভব নয় ৷ তবে আমি জানি 82 হাজারের কিছু বেশি ভোটে আমি হেরে গিয়েছি । যেহেতু চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষণা করেনি ৷ এখনও তাই বিষয়টি নিয়ে এখনই স্পষ্টভাবে কিছু বলা যাবে না । তবে এ কথা মানতে দ্বিধা নেই আমি হেরে গিয়েছি ।’’ তিনি জানিয়েছেন, আগামিদিনে হারের কাটা-ছেঁড়া পুরো ফলাফল হাতে পেলেই তিনি করবেন ।
তবে এদিন তাঁর নির্বাচন নিয়ে বিজেপি তথা উত্তর কলকাতার একটি গুরুত্বপূর্ণ নেতা সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বলছিলেন, মূলত উল্টো হাওয়ার কাছেই হারতে হল তাঁদের । রাজ্যে যে এভাবে মোদি বিরোধী হাওয়া চলছে, তা কোনোভাবেই আন্দাজ করতে পারেননি তাঁরা আর তাই সামগ্রিকভাবে গোটা রাজ্যের ফলের সঙ্গে কলকাতাতেও হার মানতে হচ্ছে তাঁদের ।
যদিও জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই জয় কাঙ্ক্ষিতই ছিল । এটা মানুষের জয় । দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থার জয় ।’’ তিনি জানান, তিনি বিরোধী প্রার্থী নিয়ে কোনও বক্তব্য রাখতে চান না । তবে যেভাবে উত্তর কলকাতার মানুষ আরও একবার তাঁর উপর ভরসা রেখেছেন, তার জন্য মানুষকে ধন্যবাদ দিতে চান তিনি ৷ একই সঙ্গে এ দিনের জয় তিনি উৎসর্গ করছেন সাধারণের উদ্দেশ্যে । এই জয় প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায়ের, দ্বিতীয়ত এই জয় উত্তর কলকাতার মানুষের বলছেন সুদীপ ।
তবে উত্তর কলকাতার এক তৃণমূল কংগ্রেস নেতা এই জয়ের পর বলেছেন, নির্বাচনের আগে অনেক কথা বলেছেন তাপস রায় । নির্বাচনী হারার পর তিনি কি রাজনৈতিক সন্ন্যাস নেবেন, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন !