ETV Bharat / politics

'মোদির হর ঘর জল, ওদের হর ঘর বম্ব'! পাণ্ডুয়া বিস্ফোরণে তৃণমূলকে কটাক্ষ মোদির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

PANDUA BOMB BLAST: পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে এক কিশোরের মৃত্যুর ঘটনায় এবার তৃণমূলের সমালোচনায় সরব হন নরেন্দ্র মোদি ৷ উন্নয়নের বদলে, তৃণমূলের 'হর ঘর বম্ব' বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী ৷

ETV BHARAT
পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুর ঘটনায় তৃণমূলকে নিশানা প্রধানমন্ত্রীর (ছবি- বিজেপি এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 7:57 PM IST

হুগলি, 12 মে: গত সোমবার পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক কিশোরের ৷ সেই ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূলের 'হর ঘর বম্ব' বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় উন্নয়ন নিয়ে বলতে গিয়ে, পাণ্ডুয়ার বিস্ফোরণ প্রসঙ্গে টেনে আনেন তিনি ৷ কটাক্ষের সুরে মোদি বলেন, "মোদি বলে 'হর ঘর জল', আর তৃণমূলের লোকজন বলছে 'হর ঘর বম্ব' ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে 'বোমা তৈরিতে উন্নতি'র অভিযোগ করেছেন তিনি ৷

লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার মঞ্চে, বাংলার শাসকদলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে সরব হন মোদি ৷ তিনি বলেন, "মোদি বলে 'হর ঘর জল', আর তৃণমূলের লোকজন বলছে 'হর ঘর বম্ব' ৷ কিছুদিন আগে এখানে বোমা বিস্ফোরণ হয়েছে ৷ বাচ্চাদের প্রাণ গিয়েছে ৷ এটা বাংলার কোন ধরনের উন্নতি ? মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই ৷" তৃণমূলের সরকার বাংলার যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷

তবে, মোদি সরকার বোমার উন্নয়ন বা প্রতারণার রাজনীতি করে না বলে জানান নরেন্দ্র মোদি ৷ বদলে বাংলার মানুষের জন্য 'জিরো বিদ্যুৎ বিল' নীতি আনতে চলেছে বিজেপি ৷ অর্থাৎ, কেন্দ্রের 'পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা'র কথা তুলে ধরেন মোদি ৷ যাতে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে ৷ আর নির্বাচনী প্রচার মঞ্চে, সেই প্রকল্পকেই এক নতুন মোড়কে পেশ করলেন মোদি ৷

প্রধানমন্ত্রীর দাবি, "মোদি দ্বিগুণ লাভজনক প্রকল্প নিয়ে এসেছে আপনাদের জন্য ৷ একটা লাভ হল, মোদি আপনাদের বিদ্যুতের বিল শূন্য করতে চায় ৷ দ্বিতীয়, মোদি চায় আপনারা বিদ্যুৎ বিক্রি করে উপার্জন করুন ৷ 'পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা'র মাধ্যমে ৷ মোদি সরকার আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে 75 হাজার টাকা দেবে ৷ এতে বিদ্যুৎ বাড়িতেই তৈরি হবে ৷ তা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনারা ৷ আর বেঁচে যাওয়া বিদ্যুৎ বিক্রি করে লাভ করতে পারবেন ৷"

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধির কথা উল্লেখ করেন মোদি ৷ তাঁর দাবি, হুগলি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 350 কোটি টাকা ঢুকেছে এখনও পর্যন্ত ৷ যা হুগলির আলু ও পেঁয়াজ চাষীদের আত্মনির্ভর হতে সাহায্য করেছে বলে দাবি মোদির ৷ আগামী দিনে আলু ও পেঁয়াজ চাষীদের জন্য ক্লাস্টার চালু করার কথাও জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির
  2. ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রচারে মোদির মুখে চটকল শিল্পের দুরাবস্থা

হুগলি, 12 মে: গত সোমবার পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল এক কিশোরের ৷ সেই ঘটনা প্রসঙ্গে এবার তৃণমূলের 'হর ঘর বম্ব' বলে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বাংলায় উন্নয়ন নিয়ে বলতে গিয়ে, পাণ্ডুয়ার বিস্ফোরণ প্রসঙ্গে টেনে আনেন তিনি ৷ কটাক্ষের সুরে মোদি বলেন, "মোদি বলে 'হর ঘর জল', আর তৃণমূলের লোকজন বলছে 'হর ঘর বম্ব' ৷" মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে 'বোমা তৈরিতে উন্নতি'র অভিযোগ করেছেন তিনি ৷

লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে প্রচার মঞ্চে, বাংলার শাসকদলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে সরব হন মোদি ৷ তিনি বলেন, "মোদি বলে 'হর ঘর জল', আর তৃণমূলের লোকজন বলছে 'হর ঘর বম্ব' ৷ কিছুদিন আগে এখানে বোমা বিস্ফোরণ হয়েছে ৷ বাচ্চাদের প্রাণ গিয়েছে ৷ এটা বাংলার কোন ধরনের উন্নতি ? মানুষের নিরাপত্তা বলে কিছুই নেই ৷" তৃণমূলের সরকার বাংলার যুবসমাজের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷

তবে, মোদি সরকার বোমার উন্নয়ন বা প্রতারণার রাজনীতি করে না বলে জানান নরেন্দ্র মোদি ৷ বদলে বাংলার মানুষের জন্য 'জিরো বিদ্যুৎ বিল' নীতি আনতে চলেছে বিজেপি ৷ অর্থাৎ, কেন্দ্রের 'পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা'র কথা তুলে ধরেন মোদি ৷ যাতে প্রতিটি বাড়িতে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যাবে ৷ আর নির্বাচনী প্রচার মঞ্চে, সেই প্রকল্পকেই এক নতুন মোড়কে পেশ করলেন মোদি ৷

প্রধানমন্ত্রীর দাবি, "মোদি দ্বিগুণ লাভজনক প্রকল্প নিয়ে এসেছে আপনাদের জন্য ৷ একটা লাভ হল, মোদি আপনাদের বিদ্যুতের বিল শূন্য করতে চায় ৷ দ্বিতীয়, মোদি চায় আপনারা বিদ্যুৎ বিক্রি করে উপার্জন করুন ৷ 'পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা'র মাধ্যমে ৷ মোদি সরকার আপনাদের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগাতে 75 হাজার টাকা দেবে ৷ এতে বিদ্যুৎ বাড়িতেই তৈরি হবে ৷ তা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন আপনারা ৷ আর বেঁচে যাওয়া বিদ্যুৎ বিক্রি করে লাভ করতে পারবেন ৷"

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী কৃষক সম্মাননিধির কথা উল্লেখ করেন মোদি ৷ তাঁর দাবি, হুগলি জেলার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 350 কোটি টাকা ঢুকেছে এখনও পর্যন্ত ৷ যা হুগলির আলু ও পেঁয়াজ চাষীদের আত্মনির্ভর হতে সাহায্য করেছে বলে দাবি মোদির ৷ আগামী দিনে আলু ও পেঁয়াজ চাষীদের জন্য ক্লাস্টার চালু করার কথাও জানান তিনি ৷

আরও পড়ুন:

  1. শাহজাদার বয়সের থেকে কম আসন পাবে কংগ্রেস, মন্তব্য মোদির
  2. ব্যারাকপুর শিল্পাঞ্চলের প্রচারে মোদির মুখে চটকল শিল্পের দুরাবস্থা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.