ETV Bharat / politics

বাম সরকার রাজ্যের ক্ষতি করে, কেরলে 'মোদি কি গ্যারান্টি'র প্রচার প্রধানমন্ত্রীর - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের প্রচারে এবার 'মোদি কি গ্যারান্টি'র প্রচারে স্বয়ং নরেন্দ্র মোদি ৷ কেরলে পাথানামথিট্টা শহরে নির্বাচনী প্রচারে লোকসভা নির্বাচনে জয়ের পর, কেরলের জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কথা তুলে ধরেন তিনি ৷ যা বিজেপির নির্বাচনী ইস্তাহারে উল্লেখ করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 5:31 PM IST

ত্রিশূর (কেরল): কেরলের সিপিএম সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে কোনও রাখ-ঢাক না রেখেই, মোদি অভিযোগ করলেন, কেরলের নাগরিকদের কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে সেখানকার সরকার ৷ তাঁর দাবি, "বামপন্থী সরকার, যারা মানুষের জন্য কখনওই সঠিক নয় ৷" মোদির অভিযোগ, কেরলের পিনারাই বিজয়নের বাম সরকারও তেমনই একটি ৷ যারা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে কেরলে লাগু হতে দিচ্ছে না ৷

নরেন্দ্র মোদি এ প্রসঙ্গে, অন্য রাজ্যে পূর্ববর্তী বাম সরকারের প্রসঙ্গ টেনে আনেন ৷ তিনি অভিযোগ করেছেন, দেশে সিপিএমের সরকার যে রাজ্যে থেকেছে, সে রাজ্যেরই ক্ষতি করেছে বামেরা ৷ কেরলেরও ক্ষতি করছে বামেদের সরকার ৷ তবে, এবার কেরলের সামনের দিকে এগিয়ে চলার সময় বলে মন্তব্য করেন মোদি ৷ বিজেপি ও এনডিএ জোটের প্রার্থীদের হয়ে প্রচারে মোদি বলেন, "বিজেপির এ বার নির্বাচনী ইস্তাহার 'মোদি কি গ্যারান্টি'-তে কেরলের উন্নয়ন সংক্রান্ত একাধিক সংকল্প নেওয়া হয়েছে ৷"

মোদি দাবি করেছেন, তৃতীয়বার এনডিএ ক্ষমতায় ফিরে এলে উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য সমীক্ষা চালানো হবে ৷ ঠিক যেমনটা মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য সমীক্ষা চালানো হচ্ছে ৷ এ দিন কেরলের পাথানামথিট্টা শহরের প্রচার মঞ্চ থেকে মোদি কংগ্রেসকে নিশানা করেন ৷

মোদির অভিযোগ, বিশ্বের কাছে কংগ্রেস ভারতের দুর্বল ছবি তুলে ধরেছে ৷ যা ভারতের উন্নয়ন ও বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে ৷ কিন্তু, বিজেপির সরকার গত 10 বছরে সেই ভাবমূর্তিকে শক্তিশালী করে গড়ে তোলার কাজ করছে ৷

কারুভান্নুর কর্পোরেটিভ ব্যাংকের দুর্নীতির অভিযোগে পিনারাই বিজয়নের সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সমবায় ব্যাংকে দুর্নীতিতে গরিব মানুষের টাকা লুট করছে বামেরা ৷" আজ পাথানামথিট্টা শহরে জনসভার পর তিরুবনন্তপুরমে একটি ব়্যালি করার কথা রয়েছে মোদির ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  2. 'গেম অন' মুডে মোদি, নাম না-করে রাহুলকে 'আনাড়ি' বলে কটাক্ষ
  3. মাছ-মাংস বাঙালির মজ্জায়, 'আমিষ' বিতর্কে প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন সাগরিকা-মহুয়া

ত্রিশূর (কেরল): কেরলের সিপিএম সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ যেখানে কোনও রাখ-ঢাক না রেখেই, মোদি অভিযোগ করলেন, কেরলের নাগরিকদের কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করছে সেখানকার সরকার ৷ তাঁর দাবি, "বামপন্থী সরকার, যারা মানুষের জন্য কখনওই সঠিক নয় ৷" মোদির অভিযোগ, কেরলের পিনারাই বিজয়নের বাম সরকারও তেমনই একটি ৷ যারা কেন্দ্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে কেরলে লাগু হতে দিচ্ছে না ৷

নরেন্দ্র মোদি এ প্রসঙ্গে, অন্য রাজ্যে পূর্ববর্তী বাম সরকারের প্রসঙ্গ টেনে আনেন ৷ তিনি অভিযোগ করেছেন, দেশে সিপিএমের সরকার যে রাজ্যে থেকেছে, সে রাজ্যেরই ক্ষতি করেছে বামেরা ৷ কেরলেরও ক্ষতি করছে বামেদের সরকার ৷ তবে, এবার কেরলের সামনের দিকে এগিয়ে চলার সময় বলে মন্তব্য করেন মোদি ৷ বিজেপি ও এনডিএ জোটের প্রার্থীদের হয়ে প্রচারে মোদি বলেন, "বিজেপির এ বার নির্বাচনী ইস্তাহার 'মোদি কি গ্যারান্টি'-তে কেরলের উন্নয়ন সংক্রান্ত একাধিক সংকল্প নেওয়া হয়েছে ৷"

মোদি দাবি করেছেন, তৃতীয়বার এনডিএ ক্ষমতায় ফিরে এলে উত্তর, পূর্ব ও দক্ষিণ ভারতের মধ্যে বুলেট ট্রেন চালানোর জন্য সমীক্ষা চালানো হবে ৷ ঠিক যেমনটা মুম্বই থেকে আমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন চালানোর জন্য সমীক্ষা চালানো হচ্ছে ৷ এ দিন কেরলের পাথানামথিট্টা শহরের প্রচার মঞ্চ থেকে মোদি কংগ্রেসকে নিশানা করেন ৷

মোদির অভিযোগ, বিশ্বের কাছে কংগ্রেস ভারতের দুর্বল ছবি তুলে ধরেছে ৷ যা ভারতের উন্নয়ন ও বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে ৷ কিন্তু, বিজেপির সরকার গত 10 বছরে সেই ভাবমূর্তিকে শক্তিশালী করে গড়ে তোলার কাজ করছে ৷

কারুভান্নুর কর্পোরেটিভ ব্যাংকের দুর্নীতির অভিযোগে পিনারাই বিজয়নের সরকারকে নিশানা করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, "সমবায় ব্যাংকে দুর্নীতিতে গরিব মানুষের টাকা লুট করছে বামেরা ৷" আজ পাথানামথিট্টা শহরে জনসভার পর তিরুবনন্তপুরমে একটি ব়্যালি করার কথা রয়েছে মোদির ৷

আরও পড়ুন:

  1. পাঁচ বছর ফ্রি রেশন-বিদ্যুৎ, প্রবীণদের চিকিৎসাও বিনামূল্যে; একগুচ্ছ সংকল্প মোদির
  2. 'গেম অন' মুডে মোদি, নাম না-করে রাহুলকে 'আনাড়ি' বলে কটাক্ষ
  3. মাছ-মাংস বাঙালির মজ্জায়, 'আমিষ' বিতর্কে প্রধানমন্ত্রীকে বিঁধে বললেন সাগরিকা-মহুয়া
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.