পটনা, 7 মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিযোগ করেছিলেন যে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া’ অনগ্রসর শ্রেণির সংরক্ষণ মুসলিমদের দিয়ে দিতে চাইছে ৷ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সেই বক্তব্যের পালটা জবাব দিলেন আরজেডি সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব ৷ তাঁর মতে, সংরক্ষণ সামাজিক ভাবে পিছিয়ে পড়ার ভিত্তিতে হওয়া উচিত ৷
তাঁর আরও দাবি, তিনিই মণ্ডল কমিশন তৈরি করেছেন ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘‘আমি 'মণ্ডল কমিশন' বাস্তবায়ন করেছি । সংরক্ষণ সামাজিক অনগ্রসরতার উপর ভিত্তি করে হয় এবং ধর্মের উপর ভিত্তি করে নয় । অটল বিহারী বাজপেয়ী সংবিধান পর্যালোচনা কমিশন গঠন করেছিলেন ।’’ একই সঙ্গে লালু প্রসাদের দাবি, তিন দফার ভোটের পর এগিয়ে আছে বিরোধীদের জোট ‘ইন্ডিয়া ৷ বিজেপি দু’শোর বেশি আসনে জিততে পারবে না ৷ চারশো পারের কথা বিজেপি মানসিক চাপ তৈরি করার জন্য বলছে ৷
উল্লেখ্য, পিছিয়ে পড়া শ্রেণিদের জন্য করা সংরক্ষণ মুসলিমদের দিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী যখন অভিযোগ করেন, সেই সময় তিনি নাম না করে কটাক্ষ করেছিলেন লালু প্রসাদ যাদবকে ৷ এ দিন মধ্যপ্রদেশের ধর এলাকায় নির্বাচনী জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখানেই তিনি বলেন, "আজ, ইন্ডি জোটের একজন প্রবীণ নেতা...একজন নেতা যিনি গবাদি পশু খাওয়ার দায়ে জেলে আছেন...তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন, কারাগারে ছিলেন, শুধুমাত্র স্বাস্থ্যগত কারণে জামিনে মুক্ত...আজ, তিনি গর্ব করে বলছিলেন যে মুসলমানদের সংরক্ষণ দেওয়া উচিত ৷ এবং শুধু তাই নয়, তিনি চান পুরো সংরক্ষণ তাদের দেওয়া হোক ৷’’
এর পর মোদি বলেন, "এর মানে, তারা এসসি, এসটি এবং ওবিসি-র পুরো সংরক্ষণ ছিনিয়ে নিয়ে মুসলমানদের দিতে চায়... আমি শুধু অভিযোগ করেছিলাম যে বিরোধীরা সংরক্ষণের একটি অংশ কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র আরও বড়, তারা চায় পুরো রিজার্ভেশন কেড়ে নিতে ৷’’
প্রসঙ্গত, এ দিনই লালু প্রসাদ যাদব মুসলমানদের সংরক্ষণের বিষয়ে সরব হয়েছিলেন ৷ এর প্রেক্ষিতে মোদি এই কথা বলেন ৷ তারই জবাব দিয়েছেন লালু প্রসাদ যাদব ৷ সঙ্গে লোকসভা ভোটে জয়ের বিষয়ে আশা প্রকাশ করেছেন ৷ কিন্তু তাঁর আশা পূরণ হবে কি না, সেই বিষয়টি জানা যাবে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন ৷
আরও পড়ুন: