কলকাতা, 29 মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেফতারের জন্য একটি তালিকা তৈরি করে সেই তালিকা পুলিশ সুপার ডিআর সিংয়ের হাতে তুলে দিয়েছেন দুই বিজেপি নেতা ৷ সেই তালিকা অনুযায়ী আগামিকাল অর্থাৎ শনিবারই গ্রেফতার হতে পারেন কয়েকজন তৃণমূল নেতা ৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ৷ তাঁর আরও অভিযোগ, এ ব্যাপারে পুলিশ সুপারের বাড়িতে, এমনকি নিজাম প্যালেসে গিয়েও বৈঠক করেছেন বিজেপি নেতারা ৷
ঠিক কী লিখেছেন কুণাল ?
শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে কুণাল জাতীয় তদন্তকারী সংস্থার উদ্দেশে লিখেছেন, "এনআইএ অফিসাররা, 1) এটা কি সত্যি যে, 2 জন বিজেপি নেতা এসপি ডিআর সিংয়ের সঙ্গে তাঁর নিউটাউনের বাসভবনে দুটি বৈঠক করেছিলেন এবং তাঁর হাতে তৃণমূল নেতাকর্মীদের অবিলম্বে সমন পাঠানো এবং গ্রেফতার করার জন্য একটি তালিকা তুলে দিয়েছিলেন, নাকি এমন কিছু করেননি ৷ ইতিমধ্যে কিছু সমন জারি করা হয়েছে । আগামিকাল আরও কিছু জারি করা হবে । এগুলো সত্যি নাকি মিথ্যে। 2) একই উদ্দেশে নিজাম প্যালেস অফিসে বিজেপির কোনও নেতা তাঁর সঙ্গে দেখা করেছেন কি ? 3) এনআইএ অভিযান চালিয়ে বিজেপির দেওয়া তালিকা অনুযায়ী তৃণমূল নেতাদের আগামিকাল গ্রেফতার করার কি পরিকল্পনা করছে, নাকি করেনি ?"
প্রশ্ন তোলার সুরে এই কথাগুলো লিখলেও বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগেরই ইঙ্গিত করেছেন কুণাল ঘোষ ৷ এর আগেও বিভিন্ন বিরোধী দল কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করে বলেছে যে, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিরোধী দলগুলির বিরুদ্ধে হাতিয়ার করেছে বিজেপির নেতৃত্বাধীন সরকার ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি ও বাংলাতেও বিভিন্ন নেতা-মন্ত্রীদের বাড়িতে হানা-সহ সিবিআই, ইডি ও আয়কর দফতরের তৎপরতার বিরুদ্ধে সরব হয়ে তাদের স্বতন্ত্র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা ৷ এনআইএ-র বিরুদ্ধেও গুরুতর একই অভিযোগ এনেছেন কুণাল ঘোষ ৷ এর আগেও, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ করে তিনি বলেছিলেন যে, এনআইএ-র সঙ্গে ষড়যন্ত্র করেছেন বিরোধী দলনেতা ৷ যদিও এ দিনের টুইটের প্রেক্ষিতে এনআইএ বা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি ৷
আরও পড়ুন: