বর্ধমান, 28 মার্চ: দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন ৷ তাঁর মাথার চিকিৎসা দরকার । যদি কোনও বিজেপি কর্মী তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান তো ভালো, না-হলে তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেবেন ৷ এভাবেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ।
বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের 14, 15, 16 নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারেন কীর্তি আজাদ । তাঁকে ঘিরে ছিল তৃণমূল নেতা ও উৎসাহী কর্মীদের ভিড় । লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পের কথা তিনি মানুষের কাছে তুলে ধরেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে চড়াও হন তিনি ৷ তাঁর মতে, "দিলীপ ঘোষের কালচার আরএসএস-এ কালচার । এরা আসলে মহিলাদের সম্মান করে না । তাদের নামে কটূক্তি করে । তাই দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়ে আজেবাজে কথা বলছেন । তাঁর মাথার চিকিৎসা করানো দরকার ।"
এ দিন কীর্তি আজাদ বলেন, "সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি । মানুষ যেভাবে আশীর্বাদ করছেন তাতে আমি আশ্বস্ত হয়েছি যে নির্বাচনে আমিই জিতব । দিলীপ ঘোষকে যে শো-কজ করা হয়েছে সেটা বিজেপির তরফে গ্যারান্টি দেওয়া টাইপের শো-কজ । শো-কজ নোটিশ দিলে 15 দিনের সময় দেওয়া হয় । 15 দিনের মধ্যে জবাবদিহি না-করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । ওরা তো সেই কাজ করেনি । এরা মিথ্যে গ্যারান্টির আশ্বাস দেয় । দিলীপ ঘোষ এর আগে একাধিকবার কু-কথা বলেছেন । দিলীপ ঘোষের মানসিকতা আর আরএসএসের মানসিকতা একই । যারা নারীদের সম্মান দেয় না । দুর্গা মাকে নিয়ে কু-মন্তব্য করে । মমতা দিদি সম্বন্ধে খারাপ মন্তব্য করে । আমরা সাধারণ ভগবানের নাম করলে গৌরী-শংকর, লক্ষ্মী-নারায়ণ, কিংবা রাধাকৃষ্ণ বলে থাকি । কিন্তু এরা শ্রীরাম বলে থাকে, সীতারাম বলে না । অথচ সীতামায়ের নাম তো আগে উচ্চারণ করা উচিত । সীতামাতা সারাজীবন আত্মত্যাগ করে এসেছেন ।"
এখানেই না থেমে কীর্তি আজাদ আরও বলেন, "এখন দিলীপ ঘোষের যা অবস্থা, তাতে তার জলে ডুবে মরা উচিত । তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই বিজেপির কর্মীদের মধ্যে কেউ যদি পারেন তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে আমি তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করব ।"
আরও পড়ুন: