ETV Bharat / politics

মানসিক ভারসাম্য হারিয়েছেন, জলে ডুবে মরা উচিত দিলীপের: কীর্তি আজাদ - Lok Sabha Election 2024

Kirti Azad slams Dilip Ghosh: মানসিক ভারসাম্য হারিয়েছেন দিলীপ ঘোষ ৷ তাঁর জলে ডুবে মরা উচিত ৷ প্রয়োজনে আমি তাকে ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেবো কটাক্ষ কীর্তি আজাদের বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে এই ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 2:57 PM IST

Updated : Mar 28, 2024, 4:40 PM IST

দিলীপকে তোপ কীর্তি আজাদের

বর্ধমান, 28 মার্চ: দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন ৷ তাঁর মাথার চিকিৎসা দরকার । যদি কোনও বিজেপি কর্মী তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান তো ভালো, না-হলে তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেবেন ৷ এভাবেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ।

বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের 14, 15, 16 নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারেন কীর্তি আজাদ । তাঁকে ঘিরে ছিল তৃণমূল নেতা ও উৎসাহী কর্মীদের ভিড় । লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পের কথা তিনি মানুষের কাছে তুলে ধরেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে চড়াও হন তিনি ৷ তাঁর মতে, "দিলীপ ঘোষের কালচার আরএসএস-এ কালচার । এরা আসলে মহিলাদের সম্মান করে না । তাদের নামে কটূক্তি করে । তাই দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়ে আজেবাজে কথা বলছেন । তাঁর মাথার চিকিৎসা করানো দরকার ।"

এ দিন কীর্তি আজাদ বলেন, "সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি । মানুষ যেভাবে আশীর্বাদ করছেন তাতে আমি আশ্বস্ত হয়েছি যে নির্বাচনে আমিই জিতব । দিলীপ ঘোষকে যে শো-কজ করা হয়েছে সেটা বিজেপির তরফে গ্যারান্টি দেওয়া টাইপের শো-কজ । শো-কজ নোটিশ দিলে 15 দিনের সময় দেওয়া হয় । 15 দিনের মধ্যে জবাবদিহি না-করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । ওরা তো সেই কাজ করেনি । এরা মিথ্যে গ্যারান্টির আশ্বাস দেয় । দিলীপ ঘোষ এর আগে একাধিকবার কু-কথা বলেছেন । দিলীপ ঘোষের মানসিকতা আর আরএসএসের মানসিকতা একই । যারা নারীদের সম্মান দেয় না । দুর্গা মাকে নিয়ে কু-মন্তব্য করে । মমতা দিদি সম্বন্ধে খারাপ মন্তব্য করে । আমরা সাধারণ ভগবানের নাম করলে গৌরী-শংকর, লক্ষ্মী-নারায়ণ, কিংবা রাধাকৃষ্ণ বলে থাকি । কিন্তু এরা শ্রীরাম বলে থাকে, সীতারাম বলে না । অথচ সীতামায়ের নাম তো আগে উচ্চারণ করা উচিত । সীতামাতা সারাজীবন আত্মত্যাগ করে এসেছেন ।"

এখানেই না থেমে কীর্তি আজাদ আরও বলেন, "এখন দিলীপ ঘোষের যা অবস্থা, তাতে তার জলে ডুবে মরা উচিত । তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই বিজেপির কর্মীদের মধ্যে কেউ যদি পারেন তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে আমি তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করব ।"

আরও পড়ুন:

  1. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের
  2. 'আমার বোলিংয়ের ভয়ে এখনও প্রার্থী দেয়নি বিরোধীরা', সাইকেলে খোশমেজাজে প্রচার কীর্তি আজাদের
  3. মমতাকে 'মহিষাসুরমর্দিনী' অ্যাখ্যা দিয়ে ভোটের প্রচার শুরু কীর্তি আজাদের

দিলীপকে তোপ কীর্তি আজাদের

বর্ধমান, 28 মার্চ: দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়েছেন ৷ তাঁর মাথার চিকিৎসা দরকার । যদি কোনও বিজেপি কর্মী তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান তো ভালো, না-হলে তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করে দেবেন ৷ এভাবেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ।

বৃহস্পতিবার সকালে বর্ধমান শহরের 14, 15, 16 নং ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার সারেন কীর্তি আজাদ । তাঁকে ঘিরে ছিল তৃণমূল নেতা ও উৎসাহী কর্মীদের ভিড় । লক্ষ্মীর ভান্ডার-সহ একাধিক প্রকল্পের কথা তিনি মানুষের কাছে তুলে ধরেন । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে চড়াও হন তিনি ৷ তাঁর মতে, "দিলীপ ঘোষের কালচার আরএসএস-এ কালচার । এরা আসলে মহিলাদের সম্মান করে না । তাদের নামে কটূক্তি করে । তাই দিলীপ ঘোষ মানসিক ভারসাম্য হারিয়ে আজেবাজে কথা বলছেন । তাঁর মাথার চিকিৎসা করানো দরকার ।"

এ দিন কীর্তি আজাদ বলেন, "সাধারণ মানুষের মধ্যে প্রচুর উৎসাহ দেখতে পাচ্ছি । মানুষ যেভাবে আশীর্বাদ করছেন তাতে আমি আশ্বস্ত হয়েছি যে নির্বাচনে আমিই জিতব । দিলীপ ঘোষকে যে শো-কজ করা হয়েছে সেটা বিজেপির তরফে গ্যারান্টি দেওয়া টাইপের শো-কজ । শো-কজ নোটিশ দিলে 15 দিনের সময় দেওয়া হয় । 15 দিনের মধ্যে জবাবদিহি না-করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় । ওরা তো সেই কাজ করেনি । এরা মিথ্যে গ্যারান্টির আশ্বাস দেয় । দিলীপ ঘোষ এর আগে একাধিকবার কু-কথা বলেছেন । দিলীপ ঘোষের মানসিকতা আর আরএসএসের মানসিকতা একই । যারা নারীদের সম্মান দেয় না । দুর্গা মাকে নিয়ে কু-মন্তব্য করে । মমতা দিদি সম্বন্ধে খারাপ মন্তব্য করে । আমরা সাধারণ ভগবানের নাম করলে গৌরী-শংকর, লক্ষ্মী-নারায়ণ, কিংবা রাধাকৃষ্ণ বলে থাকি । কিন্তু এরা শ্রীরাম বলে থাকে, সীতারাম বলে না । অথচ সীতামায়ের নাম তো আগে উচ্চারণ করা উচিত । সীতামাতা সারাজীবন আত্মত্যাগ করে এসেছেন ।"

এখানেই না থেমে কীর্তি আজাদ আরও বলেন, "এখন দিলীপ ঘোষের যা অবস্থা, তাতে তার জলে ডুবে মরা উচিত । তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন । তাই বিজেপির কর্মীদের মধ্যে কেউ যদি পারেন তাঁকে চিকিৎসা করাতে নিয়ে যান, আর যদি না পারেন তাহলে আমি তাঁর ফ্রিতে চিকিৎসার ব্যবস্থা করব ।"

আরও পড়ুন:

  1. 'কংগ্রেসে দাঁড়িয়ে জামানত বাজেয়াপ্ত হয়েছিল, এবার কী হয়!', কীর্তি আজাদকে কটাক্ষ দিলীপের
  2. 'আমার বোলিংয়ের ভয়ে এখনও প্রার্থী দেয়নি বিরোধীরা', সাইকেলে খোশমেজাজে প্রচার কীর্তি আজাদের
  3. মমতাকে 'মহিষাসুরমর্দিনী' অ্যাখ্যা দিয়ে ভোটের প্রচার শুরু কীর্তি আজাদের
Last Updated : Mar 28, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.