ETV Bharat / politics

তপ্ত পিচে একে অপরকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময়ে প্রতিপক্ষ কীর্তি-দিলীপ - Lok Sabha Election 2024

Kirti Azad and Dilip Ghosh: বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় নির্বাচনে দেখা গেল সৌজন্যের অনন্য ছবি ৷ দুই প্রার্থীর দেখা হতেই জড়িয়ে ধরলেন একে অপরের হাত ৷

Kirti Azad and Dilip Ghosh
কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষের সৌজন্য বিনিময় (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 13, 2024, 7:28 PM IST

Updated : May 13, 2024, 8:17 PM IST

বর্ধমান, 13 মে: ভোটের দুই যুযুধান প্রার্থী ৷ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মাস খানেক জোর বাগযুদ্ধের শেষে এবার সন্ধি ! ফাইনাল রাউন্ড অর্থাৎ ভোটদানের দিনে মুখোমুখি হতেই সৌজন্য বিনিময় করতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দুই প্রার্থী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষকে। জড়িয়ে ধরলেন একে অপরের হাত ৷ বেশ কিছুক্ষণ ধরে উষ্ণ করমর্দনও করলেন দুই হেভিওয়েট প্রার্থী ৷

ভোটের প্রার্থী ঘোষণা হতেই একে অপরের বিরুদ্ধে তীব্র বিষোদগার করতে দেখা গিয়েছিল দু'জনকে ৷ দিলীপ ঘোষকে কখনও 'মানসিক ভারসাম্য হারিয়েছেন' বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে কীর্তি আজাদকে, তো পালটা তৃণমূল প্রার্থীকে 'মহিষাসুর' বলে আক্রমণ করেছেন দিলীপ ৷ লাঠ্যৌষধি বা খেলা হবে-র মতো 'দাওয়াই' দিতেও শোনা গিয়েছে দুই প্রার্থীকে ৷ এসবই এখন অতীত ৷ চতুর্থ দফার ভোটের দিন সৌজন্যের নজির গড়লেন দুই প্রার্থী ৷ কীর্তিকে 'বিশেষ' পরামর্শ দিতেও দেখা গেল দিলীপ ঘোষকে ৷

এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের কুসুমগ্রাম বাজারে দেখা হয় দুই প্রার্থীর ৷ দু'জনেই একে অপরের দিকে হাসি মুখে হাত জোর করে এগিয়ে আসেন ৷ কীর্তি আজাদের সঙ্গে হাত মিলিয়ে জড়িয়েও ধরতে দেখা গেল দিলীপ ঘোষকে। কুশল সংবাদ নিয়ে তৃণমূল প্রার্থীকে বিশেষ পরামর্শ বিজেপি প্রার্থীর। এর আগে এদিন ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কীর্তিকে ৷ একদিকে বার বার যখন বিক্ষোভ, অবরোধের মুখে পড়েছেন দিলীপ ঘোষ, ঠিক তার অপরদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের মির্জাপুরের ভোটগ্রহণ কেন্দ্রের পাশেই ক্রিকেট খেলতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে ৷ ওই এলাকায় কচিকাঁচারা ক্রিকেট খেলছিল ৷ তা দেখে লোভ সামলাতে না পারলেন না 1983-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ ৷ নেমে পড়লেন মাঠে। ভোটের দিনেও টেনশনমুক্ত কীর্তি আজাদ ছক্কা-চার মারলেন। সাংবাদিকদের তিনি জানিয়ে দিলেন, "আমি তো খেলোয়াড়। খেলা দেখে তাই থাকতে পারলাম না। মাঠে নেমে পড়লাম।"

অন্যদিকে, তৃণমূলের বিক্ষোভ-অবরোধের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "কিছু জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। আমরা জোর করে আমাদের এজেন্টদের সেই বুথে ফের এজেন্ট মোতায়েন করেছি ৷ আমি যখন সেখানে যাচ্ছিলাম, তখন আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে। আমার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ৷ আমি যখন ভোটকেন্দ্রে যাই, সেখানে চরম হিংসা হয় ৷ প্রশ্ন হল পুলিশ কোথায় ?"

আরও পড়ুন

'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের

'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

বর্ধমান, 13 মে: ভোটের দুই যুযুধান প্রার্থী ৷ নির্বাচনে প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। মাস খানেক জোর বাগযুদ্ধের শেষে এবার সন্ধি ! ফাইনাল রাউন্ড অর্থাৎ ভোটদানের দিনে মুখোমুখি হতেই সৌজন্য বিনিময় করতে দেখা গেল বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের দুই প্রার্থী কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষকে। জড়িয়ে ধরলেন একে অপরের হাত ৷ বেশ কিছুক্ষণ ধরে উষ্ণ করমর্দনও করলেন দুই হেভিওয়েট প্রার্থী ৷

ভোটের প্রার্থী ঘোষণা হতেই একে অপরের বিরুদ্ধে তীব্র বিষোদগার করতে দেখা গিয়েছিল দু'জনকে ৷ দিলীপ ঘোষকে কখনও 'মানসিক ভারসাম্য হারিয়েছেন' বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে কীর্তি আজাদকে, তো পালটা তৃণমূল প্রার্থীকে 'মহিষাসুর' বলে আক্রমণ করেছেন দিলীপ ৷ লাঠ্যৌষধি বা খেলা হবে-র মতো 'দাওয়াই' দিতেও শোনা গিয়েছে দুই প্রার্থীকে ৷ এসবই এখন অতীত ৷ চতুর্থ দফার ভোটের দিন সৌজন্যের নজির গড়লেন দুই প্রার্থী ৷ কীর্তিকে 'বিশেষ' পরামর্শ দিতেও দেখা গেল দিলীপ ঘোষকে ৷

এদিন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের কুসুমগ্রাম বাজারে দেখা হয় দুই প্রার্থীর ৷ দু'জনেই একে অপরের দিকে হাসি মুখে হাত জোর করে এগিয়ে আসেন ৷ কীর্তি আজাদের সঙ্গে হাত মিলিয়ে জড়িয়েও ধরতে দেখা গেল দিলীপ ঘোষকে। কুশল সংবাদ নিয়ে তৃণমূল প্রার্থীকে বিশেষ পরামর্শ বিজেপি প্রার্থীর। এর আগে এদিন ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কীর্তিকে ৷ একদিকে বার বার যখন বিক্ষোভ, অবরোধের মুখে পড়েছেন দিলীপ ঘোষ, ঠিক তার অপরদিকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বর্ধমানের মির্জাপুরের ভোটগ্রহণ কেন্দ্রের পাশেই ক্রিকেট খেলতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে ৷ ওই এলাকায় কচিকাঁচারা ক্রিকেট খেলছিল ৷ তা দেখে লোভ সামলাতে না পারলেন না 1983-র বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ ৷ নেমে পড়লেন মাঠে। ভোটের দিনেও টেনশনমুক্ত কীর্তি আজাদ ছক্কা-চার মারলেন। সাংবাদিকদের তিনি জানিয়ে দিলেন, "আমি তো খেলোয়াড়। খেলা দেখে তাই থাকতে পারলাম না। মাঠে নেমে পড়লাম।"

অন্যদিকে, তৃণমূলের বিক্ষোভ-অবরোধের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "কিছু জায়গায় আমাদের এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না। আমরা জোর করে আমাদের এজেন্টদের সেই বুথে ফের এজেন্ট মোতায়েন করেছি ৷ আমি যখন সেখানে যাচ্ছিলাম, তখন আমাদের দিকে পাথর ছোড়া হয়েছে। আমার নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ৷ আমি যখন ভোটকেন্দ্রে যাই, সেখানে চরম হিংসা হয় ৷ প্রশ্ন হল পুলিশ কোথায় ?"

আরও পড়ুন

'শেষ দেখে ছাড়ব', গাড়ি ভাঙচুর থেকে মাথা ফাটা; বিক্ষোভের মুখে হুঙ্কার দিলীপের

'ওরা বড়জোড় 190 থেকে 195'; বনগাঁয় বিজেপি'র সিট সংখ্যা নিয়ে বড় দাবি মমতার

Last Updated : May 13, 2024, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.