ETV Bharat / politics

তিন লক্ষ ভোটে দল জিতবে, মনোজ টিগ্গার হয়ে ভোটপ্রচারে দাবি জন বারলার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: আলিপুরদুয়ারে ভোটের আর 10 দিন বাকি ৷ তার আগে অবশেষে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে ভোটপ্রচারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বারলা। মাদারিহাট ব্লকের বিভিন্ন এলাকায় দু'জনকে একসঙ্গে নিবার্চনী প্রচার করতে দেখা গেল ৷

Lok Sabha Election 2024
Lok Sabha Election 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 12:38 PM IST

মনোজ টিগ্গার হয়ে ভোট প্রচারে জন বারলা

আলিপুরদুয়ার, 10 এপ্রিল: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে ভোটপ্রচারে নামলেন বিদায়ী সাংসদ জন বারলা। বিজেপি প্রার্থী হিসাবে মনোজের নাম ঘোষণার পরই প্রকাশ্যে চলে আসে আলিপুরদুয়ারের সাংসদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ৷ টিকিট না-পেয়ে একপ্রকার মনোজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জন। পরে অবশ্য 180 ডিগ্রি ঘুরে মনোজের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি ৷ সেই প্রতিশ্রুতি রাখলেন জন বারলা। মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে একমাস পর প্রচারে নামলেন তিনি। পাশাপাশি মনোজ টিজ্ঞাকে তিন লক্ষ ভোটে জেতানোর চ্যালেঞ্জ ছু়ঁড়ে দিয়েছেন জন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ জন বারলা বলেন, "আমি দলের একজন সাংসদ ৷ অন্যদিকে মন্ত্রীও, দলের বাইরে আমি নই। ফলে দলের প্রার্থীকে জেতানোর জন্য আমাকে লড়াইয়ে নামতেই হত।" এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মাদারিহাট ব্লকের রামঝরা, লঙ্কাপাড়া বাগান ও টোটো পাড়া এলাকায় মনোজ টিগ্গাকে সঙ্গে করে ভোট প্রচার করতে দেখা গেল জন বারলাকে । তিনি জানান, এবারও চা বাগানের শ্রমিকরা তাঁদের আশীর্বাদ করবেন। গতবারের তুলনায় বেশি ভোটে তাঁরা জিতবেন।

বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বক্তব্য, "এবারও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আমরাই জয়ী হব। জন বারলার আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছি ৷ পরিবারে সমস্যা ও মান-অভিমান হতেই পারে । দুটো থালা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে ৷ তবে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো কোনও বিষয় ঘটেনি। আমরা দু'জনেই প্রচার করছি। জন বারলার আশীর্বাদ আগেও পেয়েছি । আগামীতেও তাঁর আশীর্বাদ পাব।"

প্রথম দফায় 19 এপ্রিল আলিপুরদুয়ারে লোকসভা ভোট ৷ আর বাকি 9 দিন ৷ তার আগে মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রথমবার ভোট প্রচার করলেন জন বারলা ৷ তাঁর বদলে মনোজকে প্রার্থী করায় নাম ঘোষণার পর থেকেই দু'জনের দ্বন্দ্বে সরগরম হয়ে উঠেছিল আলিপুরদুয়ার ৷ এমনকী সরাসরি মনোজকে ওই পদ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জন বারলা ৷ পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় এসে তাঁদের 'তু তু ম্যায় ম্যায়' ঠিক হয়ে যায় ৷

আরও পড়ুন:

  1. বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হয়, মোদির সভার পরই টিজ্ঞার উপর রাগ গলে জল বারলার !
  2. মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
  3. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা

মনোজ টিগ্গার হয়ে ভোট প্রচারে জন বারলা

আলিপুরদুয়ার, 10 এপ্রিল: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে ভোটপ্রচারে নামলেন বিদায়ী সাংসদ জন বারলা। বিজেপি প্রার্থী হিসাবে মনোজের নাম ঘোষণার পরই প্রকাশ্যে চলে আসে আলিপুরদুয়ারের সাংসদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব ৷ টিকিট না-পেয়ে একপ্রকার মনোজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন জন। পরে অবশ্য 180 ডিগ্রি ঘুরে মনোজের পাশে থাকার বার্তা দিয়েছিলেন তিনি ৷ সেই প্রতিশ্রুতি রাখলেন জন বারলা। মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে একমাস পর প্রচারে নামলেন তিনি। পাশাপাশি মনোজ টিজ্ঞাকে তিন লক্ষ ভোটে জেতানোর চ্যালেঞ্জ ছু়ঁড়ে দিয়েছেন জন।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ জন বারলা বলেন, "আমি দলের একজন সাংসদ ৷ অন্যদিকে মন্ত্রীও, দলের বাইরে আমি নই। ফলে দলের প্রার্থীকে জেতানোর জন্য আমাকে লড়াইয়ে নামতেই হত।" এদিন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের মাদারিহাট ব্লকের রামঝরা, লঙ্কাপাড়া বাগান ও টোটো পাড়া এলাকায় মনোজ টিগ্গাকে সঙ্গে করে ভোট প্রচার করতে দেখা গেল জন বারলাকে । তিনি জানান, এবারও চা বাগানের শ্রমিকরা তাঁদের আশীর্বাদ করবেন। গতবারের তুলনায় বেশি ভোটে তাঁরা জিতবেন।

বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বক্তব্য, "এবারও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে আমরাই জয়ী হব। জন বারলার আশীর্বাদ নিয়ে মাঠে নেমেছি ৷ পরিবারে সমস্যা ও মান-অভিমান হতেই পারে । দুটো থালা একসঙ্গে থাকলে ঠোকাঠুকি লাগে ৷ তবে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার মতো কোনও বিষয় ঘটেনি। আমরা দু'জনেই প্রচার করছি। জন বারলার আশীর্বাদ আগেও পেয়েছি । আগামীতেও তাঁর আশীর্বাদ পাব।"

প্রথম দফায় 19 এপ্রিল আলিপুরদুয়ারে লোকসভা ভোট ৷ আর বাকি 9 দিন ৷ তার আগে মঙ্গলবার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার হয়ে প্রথমবার ভোট প্রচার করলেন জন বারলা ৷ তাঁর বদলে মনোজকে প্রার্থী করায় নাম ঘোষণার পর থেকেই দু'জনের দ্বন্দ্বে সরগরম হয়ে উঠেছিল আলিপুরদুয়ার ৷ এমনকী সরাসরি মনোজকে ওই পদ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জন বারলা ৷ পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় এসে তাঁদের 'তু তু ম্যায় ম্যায়' ঠিক হয়ে যায় ৷

আরও পড়ুন:

  1. বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় হয়, মোদির সভার পরই টিজ্ঞার উপর রাগ গলে জল বারলার !
  2. মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
  3. আলিপুরদুয়ার লোকসভা আসন থেকে সরে দাঁড়াতে সরাসরি মনোজ টিগ্গাকে বললেন জন বারলা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.