ETV Bharat / politics

বিজেপির থেকে দাবি আদায়ে ‘কিংমেকার’ নীতীশের এটাই ভালো সুযোগ, মন্তব্য তেজস্বীর - INDIA Bloc Meeting - INDIA BLOC MEETING

INDIA Bloc Meeting: বুধবার বিকেলে মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে ‘ইন্ডিয়া’র নেতারা ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার আগে আরজেডির তেজস্বী যাদব জানান, বিহারের জন্য দাবি আদায়ে কিংমেকার নীতীশ কুমারের জন্য এটাই ভালো সুযোগ ৷

INDIA Bloc Meeting
বৈঠকে ‘ইন্ডিয়া’র নেতারা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 5, 2024, 8:16 PM IST

নয়াদিল্লি, 5 জুন: লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতারা ৷ সেই বৈঠকে প্রবেশের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর বক্তব্য, এনডিএ-তে নীতীশ কুমার কিংমেকার হলে বিহারের জন্য দাবি আদায়ে এটাই সেরা সুযোগ ৷

বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তেজস্বী যাদব বলেন, "এনডিএ-র সংখ্যা আছে৷ কিন্তু আমরা চাই যে সরকার গঠন করা হবে, তা বিহারের খেয়াল রাখুক ও বিশেষ মর্যাদা দিক । নীতীশ কুমার যদি কিংমেকার হয়ে থাকেন, তাহলে এটা তাঁর জন্য ভালো সুযোগ ৷ তাছাড়া সারা দেশে জাত-ভিত্তিক গণনা করা হোক ৷ আমরা প্রথমবারের মতো দেখেছি যে প্রধানমন্ত্রী মোদির ম্যাজিক শেষ হয়ে গিয়েছে এবং তিনি তাঁর দুই সহযোগী ছাড়া সরকার চালাতে পারবেন না ।"

এ দিনের বৈঠকে কংগ্রেসের সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন এনসিপি (এসসিপি)-র শরদ পাওয়ার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ সাংসদ রাঘব চাড্ডা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা জেএমএম এর বিধায়ক কল্পনা সোরেন প্রমুখ ৷

আপের রাঘব চাড্ডা জানান, ভোটের ফলাফল বিশ্লেষণ ও জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে ৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "প্রথমে আমরা ফলাফলের গুরুত্ব নির্ধারণ করব । আমরা জোটের অংশীদারদের সঙ্গে কিভাবে আরও এগিয়ে যেতে হবে, তা নিয়ে আলোচনা করব । আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে । তাদেরও (এনডিএ) চেষ্টা করতে দিন । তারা (বিজেপি) যদি একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেও থাকে, তাতে কী এসে যায় ?"

কল্পনা সোরেন বলেন, "আমরা জোট হিসেবে আমাদের কৌশল ঠিক করব ।" সিপিআইএমএল লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও ছিলেন বৈঠকে ৷ তিনি জানান, এটি পূর্ব নির্ধারিত বৈঠক ৷ গত 1 জুনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

উল্লেখ্য, 2014 ও 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার তৈরি করেছিল বিজেপি ৷ এবার আর একার জোরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা ৷ তাদের ঝুলিতে এসেছে 240টি আসন ৷ ফলে শরিকদলগুলির উপর নির্ভর করেই তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতে হবে বিজেপিকে ৷ সেই শরিকদের মধ্যে অন্যতম টিডিপি-র এন চন্দ্রবাবু নায়ডু ও জেডিইউ এর নীতীশ কুমার ৷

অন্যদিকে কংগ্রেস 99টি আসনে জিতেছে ৷ ‘ইন্ডিয়া’ ব্লক 230টি আসনে জিতেছে ৷ তাই তারাও সরকার গড়ার মরিয়া চেষ্টা করে যাচ্ছে ৷ এনডিএ-তে থাকা কিছু দলকে কাছে টানার চেষ্টা করছে তারা ৷ সেই পরিস্থিতি তেজস্বীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

(এএনআই)

নয়াদিল্লি, 5 জুন: লোকসভা ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠকে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতারা ৷ সেই বৈঠকে প্রবেশের আগে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ৷ তাঁর বক্তব্য, এনডিএ-তে নীতীশ কুমার কিংমেকার হলে বিহারের জন্য দাবি আদায়ে এটাই সেরা সুযোগ ৷

বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে তেজস্বী যাদব বলেন, "এনডিএ-র সংখ্যা আছে৷ কিন্তু আমরা চাই যে সরকার গঠন করা হবে, তা বিহারের খেয়াল রাখুক ও বিশেষ মর্যাদা দিক । নীতীশ কুমার যদি কিংমেকার হয়ে থাকেন, তাহলে এটা তাঁর জন্য ভালো সুযোগ ৷ তাছাড়া সারা দেশে জাত-ভিত্তিক গণনা করা হোক ৷ আমরা প্রথমবারের মতো দেখেছি যে প্রধানমন্ত্রী মোদির ম্যাজিক শেষ হয়ে গিয়েছে এবং তিনি তাঁর দুই সহযোগী ছাড়া সরকার চালাতে পারবেন না ।"

এ দিনের বৈঠকে কংগ্রেসের সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি-সহ একাধিক নেতারা উপস্থিত ছিলেন ৷ এছাড়াও ছিলেন এনসিপি (এসসিপি)-র শরদ পাওয়ার, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরজেডি নেতা তেজস্বী যাদব, আপ সাংসদ রাঘব চাড্ডা, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী তথা জেএমএম এর বিধায়ক কল্পনা সোরেন প্রমুখ ৷

আপের রাঘব চাড্ডা জানান, ভোটের ফলাফল বিশ্লেষণ ও জোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হবে ৷ সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, "প্রথমে আমরা ফলাফলের গুরুত্ব নির্ধারণ করব । আমরা জোটের অংশীদারদের সঙ্গে কিভাবে আরও এগিয়ে যেতে হবে, তা নিয়ে আলোচনা করব । আমাদের কাছে পর্যাপ্ত সময় আছে । তাদেরও (এনডিএ) চেষ্টা করতে দিন । তারা (বিজেপি) যদি একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেও থাকে, তাতে কী এসে যায় ?"

কল্পনা সোরেন বলেন, "আমরা জোট হিসেবে আমাদের কৌশল ঠিক করব ।" সিপিআইএমএল লিবারেশনের দীপঙ্কর ভট্টাচার্যও ছিলেন বৈঠকে ৷ তিনি জানান, এটি পূর্ব নির্ধারিত বৈঠক ৷ গত 1 জুনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷

উল্লেখ্য, 2014 ও 2019 সালে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার তৈরি করেছিল বিজেপি ৷ এবার আর একার জোরে সংখ্যাগরিষ্ঠতা পায়নি তারা ৷ তাদের ঝুলিতে এসেছে 240টি আসন ৷ ফলে শরিকদলগুলির উপর নির্ভর করেই তৃতীয়বার প্রধানমন্ত্রীর আসনে বসতে হবে বিজেপিকে ৷ সেই শরিকদের মধ্যে অন্যতম টিডিপি-র এন চন্দ্রবাবু নায়ডু ও জেডিইউ এর নীতীশ কুমার ৷

অন্যদিকে কংগ্রেস 99টি আসনে জিতেছে ৷ ‘ইন্ডিয়া’ ব্লক 230টি আসনে জিতেছে ৷ তাই তারাও সরকার গড়ার মরিয়া চেষ্টা করে যাচ্ছে ৷ এনডিএ-তে থাকা কিছু দলকে কাছে টানার চেষ্টা করছে তারা ৷ সেই পরিস্থিতি তেজস্বীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

(এএনআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.