ETV Bharat / politics

স্বরাষ্টমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই সন্দেশখালি কাণ্ডে আবারও রিপোর্ট তলব রাজ্যপালের - Amit Shah

CV Ananda Bose Meets Amit Shah: অমিত শাহের সঙ্গে দেখা করার পরেই সন্দেশখালি নিয়ে ফের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সময়ের নিরিখে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল।

স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা রাজ্যপালের
CV Ananda Bose Meets Amit Shah
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 8:02 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ রাজভবনের। ফের নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সোমবার রাজভবন থেকে নবান্নে ইতিমধ্য়েই চিঠি গিয়েছে। মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সন্দেশখালি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে চলতি মাসের প্রথম দিনই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন। বৈঠকে সন্দেশখালি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারপরই রিপোর্ট তলব। ফলে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল। সূত্রের আরও দাবি, সন্দেশখালিতে যারা আইন ভেঙেছেন এবং ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামীতে যে সমস্ত পদক্ষে গ্রহণ করা হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, নির্দিষ্ট কোনও অপরাধী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের আলোচনার বিষয়বস্তু হতে পারে না। কিন্তু, বাংলায় যে নির্দিষ্ট ঘটনা ঘটেছে সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন আইনের মত কাজ করবে। এমনিতেই আইন এবং নিয়ম মেনে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনার পরে ইডির তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। এই পদক্ষেপ আরো সুদূরপ্রসারী হবে। আজকের রিপোর্ট তলব তারই অঙ্গ বলে দাবি রাজভবন সূত্রের।

প্রায় এক মাসের বেশি হতে চলল সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছে। এখনও শাহজাহানের গ্রেফতার না-হওয়ার বিষয়টি চর্চিত। সেই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের আলোচনার খবর আগেই লিখেছিল ইটিভি ভারত। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বলেও জানা গিয়েছিল। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার দোষীরা আইন মোতাবেক শাস্তি পাবেন বলেও ঠিক হয়েছে বৈঠকে।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. গোপনে থেকেই নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন! সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট চাইল আদালত
  3. বাজেট অধিবেশনে আমন্ত্রণ পাননি, কলকাতা ছাড়লেন রাজ্যপাল

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ রাজভবনের। ফের নবান্নের কাছে রিপোর্ট তলব করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সোমবার রাজভবন থেকে নবান্নে ইতিমধ্য়েই চিঠি গিয়েছে। মুখ্যসচিব বিপি গোপালিকাকে এই চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে সন্দেশখালি নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে চলতি মাসের প্রথম দিনই দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র সঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৈঠক করেন। বৈঠকে সন্দেশখালি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তারপরই রিপোর্ট তলব। ফলে, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল। সূত্রের আরও দাবি, সন্দেশখালিতে যারা আইন ভেঙেছেন এবং ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আগামীতে যে সমস্ত পদক্ষে গ্রহণ করা হতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, নির্দিষ্ট কোনও অপরাধী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালের আলোচনার বিষয়বস্তু হতে পারে না। কিন্তু, বাংলায় যে নির্দিষ্ট ঘটনা ঘটেছে সে বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন আইনের মত কাজ করবে। এমনিতেই আইন এবং নিয়ম মেনে ইতিমধ্যে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনার পরে ইডির তরফে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অভিযান চালানো হয়েছে। এই পদক্ষেপ আরো সুদূরপ্রসারী হবে। আজকের রিপোর্ট তলব তারই অঙ্গ বলে দাবি রাজভবন সূত্রের।

প্রায় এক মাসের বেশি হতে চলল সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলা হয়েছে। এখনও শাহজাহানের গ্রেফতার না-হওয়ার বিষয়টি চর্চিত। সেই বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের আলোচনার খবর আগেই লিখেছিল ইটিভি ভারত। রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে বলেও জানা গিয়েছিল। সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার দোষীরা আইন মোতাবেক শাস্তি পাবেন বলেও ঠিক হয়েছে বৈঠকে।

আরও পড়ুন:

  1. শেখ শাহজাহানের সম্পত্তির পরিমাণ জানতে বিশেষ পদক্ষেপ ইডির
  2. গোপনে থেকেই নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন! সন্দেশখালি কাণ্ডে রিপোর্ট চাইল আদালত
  3. বাজেট অধিবেশনে আমন্ত্রণ পাননি, কলকাতা ছাড়লেন রাজ্যপাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.