ETV Bharat / politics

কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক - তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুই

Viral Audio Clip About Dev: সাংসদ দেব নাকি কমিশন চাইছেন ৷ তা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আবার বিধায়ককে বলেছেন, 'থাক ছেড়ে দে' ৷ শুনতে অবাক লাগলেও ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুইয়ের গলায় এমনই একটি অডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে ৷ আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক ৷ অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

Etv Bharat
শঙ্কর দোলুই ও দেব
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 8, 2024, 7:40 AM IST

Updated : Feb 8, 2024, 8:11 AM IST

প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো

ঘাটাল, 8 ফেব্রুয়ারি: কয়েকদিন আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব ৷ তার মধ্যেই বুধবার তাঁকে নিয়ে একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ যেখানে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুইকে বলতে শোনা গিয়েছে সাংসদ দেব তাঁর কাছে কমিশন চেয়েছেন ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

অডিয়ো ক্লিপে শঙ্কর দোলুইয়ের বক্তব্য, "আমি দিদিকে বলেছি দেব আমার কাছে সাংসদ তাঁর সাংসদ তহবিল থেকে 30 শতাংশ কমিশন চাইছে ৷ দিদি বলছে ছেড়ে দে ৷ তুই ওর কাজটা করিসনি । কিন্তু আমি তো দিদিকে বলেছি ৷ দিদি এটা জেনেও তো ওকে সাপোর্ট করেছে, কেন করেছে ? কারণ ওকে আবার রাজনীতিতে প্রয়োজন । কাজেই ভালো মন্দ, এখানে সততা বলে কিছু নেই, সততার মূল্যও নেই । এখানে যে যত চুরি- জোচ্চুরি-বাটপারি করতে পারবে তারাই হচ্ছে হিরো । আর ওদের কাছে কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছতে পারবে তারাই সত্যিকারের রাজনীতিক ৷"

যদিও এই অডিয়ো কলের কণ্ঠস্বর তাঁর নয় বলে জানিয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই । এই বিষয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন," কল রেকর্ডিংটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে । আমি দেবের প্রতিনিধি নই । সুতরাং, এসব কথা আমি বলব কেন ৷ এটা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র আছে । এখনকার দিনে আধুনিক প্রযুক্তিকে অন্যভাবে ব্যবহার করা যায় । যার সঙ্গে আমি কথা বলছি তার কণ্ঠস্বরটা একবারও ভেসে আসেনি । এটা নিয়ে আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে ।"

তবে ভাইরাল অডিওকে হাতিয়ার করে শাসকদল তৃণমূলের পাশাপাশি শঙ্কর দোলই ও দেবকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তাঁর কথায়,"রেকর্ডিংটা ভালো করে শোনার পর এটা বুঝলাম যে সাংসদ দেব তাঁর তহবিলের টাকা থেকে কাটমানি নেন । কিন্তু আমরা জানি ঘাটালের সব থেকে বড় চোর শঙ্কর দোলুইয়ের মতো তৃণমূল নেতারা ।"

শঙ্কর দোলুইয়ের ভাইরাল অডিয়ো প্রসঙ্গে বলতে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেন, "দেব সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কোনও খারাপ ধারণা নেই ৷ দেব অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন এবং পরিশ্রমী ৷ এই নিয়ে শঙ্কর দোলুইয়ের সঙ্গে কথা হয়েছে । তিনি এ জাতীয় কথা কোথাও বলেননি বলে জানিয়েছেন । আধুনিক পদ্ধতিকে ব্যবহার করে কেউ বা কারা তার কণ্ঠ নকল করে অ্যাড করে ব্যবহার করছে । দেবকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ৷

অডিয়োর সত্যতা যাই থাকুক, ঘাটালে সাংসদ দেবের সঙ্গে তৃণমূলের জেলা চেয়ারম্যান শঙ্কর দোলুইয়ের সম্পর্ক যে তিক্ত তা অজানা নয় কারও । বিশেষ করে সদ্য শেষ হওয়া ঘাটাল শিশু মেলার কমিটি গঠনকে ঘিরে সাংসদ দেব ও শঙ্কর দোলুইয়ের বিবাদ প্রকাশ্যে আসে । এমনকি দুই পক্ষের অনুগামীরা হাতাহাতিতেও জড়িয়ে পড়ে । কয়েকদিন আগেই ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে সাংসদ দেবের ইস্তফা দেওয়ার ঘটনায় জোর জল্পনার মাঝে গোষ্ঠী কোন্দলেরও ইঙ্গিত মিলেছিল । এবার এই অডিয়ো রেকর্ডিং ভাইরালকে ঘিরে ফের জোর জল্পনা ঘাটালে ।

আরও পড়ুন :

  1. 'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব!
  2. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ
  3. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ

প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো

ঘাটাল, 8 ফেব্রুয়ারি: কয়েকদিন আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেতা সাংসদ দেব ৷ তার মধ্যেই বুধবার তাঁকে নিয়ে একটি ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে শুরু হয়েছে বিতর্ক ৷ যেখানে ঘাটালের প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দোলুইকে বলতে শোনা গিয়েছে সাংসদ দেব তাঁর কাছে কমিশন চেয়েছেন ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

অডিয়ো ক্লিপে শঙ্কর দোলুইয়ের বক্তব্য, "আমি দিদিকে বলেছি দেব আমার কাছে সাংসদ তাঁর সাংসদ তহবিল থেকে 30 শতাংশ কমিশন চাইছে ৷ দিদি বলছে ছেড়ে দে ৷ তুই ওর কাজটা করিসনি । কিন্তু আমি তো দিদিকে বলেছি ৷ দিদি এটা জেনেও তো ওকে সাপোর্ট করেছে, কেন করেছে ? কারণ ওকে আবার রাজনীতিতে প্রয়োজন । কাজেই ভালো মন্দ, এখানে সততা বলে কিছু নেই, সততার মূল্যও নেই । এখানে যে যত চুরি- জোচ্চুরি-বাটপারি করতে পারবে তারাই হচ্ছে হিরো । আর ওদের কাছে কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছতে পারবে তারাই সত্যিকারের রাজনীতিক ৷"

যদিও এই অডিয়ো কলের কণ্ঠস্বর তাঁর নয় বলে জানিয়েছেন তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই । এই বিষয়ে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন," কল রেকর্ডিংটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিকৃত করা হয়েছে । আমি দেবের প্রতিনিধি নই । সুতরাং, এসব কথা আমি বলব কেন ৷ এটা নিয়ে একটা গভীর ষড়যন্ত্র আছে । এখনকার দিনে আধুনিক প্রযুক্তিকে অন্যভাবে ব্যবহার করা যায় । যার সঙ্গে আমি কথা বলছি তার কণ্ঠস্বরটা একবারও ভেসে আসেনি । এটা নিয়ে আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে ।"

তবে ভাইরাল অডিওকে হাতিয়ার করে শাসকদল তৃণমূলের পাশাপাশি শঙ্কর দোলই ও দেবকে তীব্র কটাক্ষ করেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । তাঁর কথায়,"রেকর্ডিংটা ভালো করে শোনার পর এটা বুঝলাম যে সাংসদ দেব তাঁর তহবিলের টাকা থেকে কাটমানি নেন । কিন্তু আমরা জানি ঘাটালের সব থেকে বড় চোর শঙ্কর দোলুইয়ের মতো তৃণমূল নেতারা ।"

শঙ্কর দোলুইয়ের ভাইরাল অডিয়ো প্রসঙ্গে বলতে গিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশিষ হুদাইত বলেন, "দেব সম্পর্কে তৃণমূল কংগ্রেসের কোনও খারাপ ধারণা নেই ৷ দেব অত্যন্ত সৎ, পরিচ্ছন্ন এবং পরিশ্রমী ৷ এই নিয়ে শঙ্কর দোলুইয়ের সঙ্গে কথা হয়েছে । তিনি এ জাতীয় কথা কোথাও বলেননি বলে জানিয়েছেন । আধুনিক পদ্ধতিকে ব্যবহার করে কেউ বা কারা তার কণ্ঠ নকল করে অ্যাড করে ব্যবহার করছে । দেবকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ৷

অডিয়োর সত্যতা যাই থাকুক, ঘাটালে সাংসদ দেবের সঙ্গে তৃণমূলের জেলা চেয়ারম্যান শঙ্কর দোলুইয়ের সম্পর্ক যে তিক্ত তা অজানা নয় কারও । বিশেষ করে সদ্য শেষ হওয়া ঘাটাল শিশু মেলার কমিটি গঠনকে ঘিরে সাংসদ দেব ও শঙ্কর দোলুইয়ের বিবাদ প্রকাশ্যে আসে । এমনকি দুই পক্ষের অনুগামীরা হাতাহাতিতেও জড়িয়ে পড়ে । কয়েকদিন আগেই ঘাটালের তিনটি প্রশাসনিক পদ থেকে সাংসদ দেবের ইস্তফা দেওয়ার ঘটনায় জোর জল্পনার মাঝে গোষ্ঠী কোন্দলেরও ইঙ্গিত মিলেছিল । এবার এই অডিয়ো রেকর্ডিং ভাইরালকে ঘিরে ফের জোর জল্পনা ঘাটালে ।

আরও পড়ুন :

  1. 'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব!
  2. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ
  3. লোকসভার মুখে ইস্তফা দেবের ! তিনটে পদ থেকে সরে দাঁড়ালেন অভিনেতা-সাংসদ
Last Updated : Feb 8, 2024, 8:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.