ETV Bharat / politics

পদ্মে যোগ তাপসের,'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল - Narendra Modi

Tapas Roy join BJP: জল্পনা অনুযায়ী বিজেপিতে যোগ দিলেন পদত্য়াগী তৃণমূল বিধায়ক তাপস রায় ৷ আর বিজেপিতে যোগ দিয়ে তাপস রায়ের দাবি, বিজেপির প্রতি 100 শতাংশ লয়াল থাকবেন তিনি। আগামিকাল হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেবেন বলেও জানা গিয়েছে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 7:12 PM IST

Updated : Mar 6, 2024, 7:53 PM IST

কলকাতা, 6 মার্চ: আগেই তিনি জানিয়েছিলেন, তৃণমূল ছাড়ার পর তাঁর পরবর্তী গন্তব্য বিজেপি ৷ আর বুধবার গেরুয়া শিবিরে যোগদান করে 100 শতাংশ লয়াল থাকবেন বলে জানালেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিন শুভেন্দু-সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগদানের পর তাপস রায় বলেন, "বাংলার সরকার শিবু হাজরা, শেখ শাহজাহানের সরকার । বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের যাতে সকলে মিলে উৎখাত করতে পারি সেই কাজ করব । বিগত দিনে যেভাবে স্বচ্ছ থেকে রাজনীতি করেছি, বিজেপি আমাকে জেলা, প্রদেশ বা যে দায়িত্বই দিক, সবটা অটুট রেখে দায়িত্ব পালন করব। 100 শতাংশ লয়াল থাকব বিজেপির প্রতি ।"

আর তাপস রায়ের তৃণমূল ছাড়া বা বিজেপিতে যোগদান প্রসঙ্গে 'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল ঘোষ ৷ আর কুণাল ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, কোনওবাবেই তাপস রায়ের বিজেপিতে যাওয়াকে হালকা চালে নিতে নারাজ ঘাসফুল শিবির ৷ এক্স হ্য়ান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, "তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূল কর্মীরা তাঁকে ভালোবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।"

সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায় ৷ এদিন সকালে ফের বিধানসভায় যান তাপস ৷ এরপর অবশ্য অধ্যক্ষ জানান, বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফা এখনও গ্রহণ করা হয়নি ৷ এরপরও অবশ্য বিজেপিতে যোগ দিলেন তাপস রায় ৷ 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা ৷ তার আগেই দক্ষ সংগঠককে হারাল দল ৷

এদিন তিনি বলেন, "আমি আজ বিজেপি ও মোদিজির পরিবারের সদস্য হলাম। আমি যতদিন পর্যন্ত বাঁচব, ততদিন বিজেপিতে থাকব ৷ যে দায়িত্ব দল দেবে, সেই দায়িত্ব পালন করব ।" একদিকে এদিন যেমন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় ৷ তেমনই বিজেপি সূত্রে খবর আগামিকাল বৃহস্পতিবার বেলা সাড়ে 12টায় বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন তাপস রায়কে দলে যোগদান করার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে তাপস রায় এমন একটি চরিত্র যার কাছে আমরা রাজনৈতিক অভিজ্ঞতায় শিশু। আজ উনি বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে আমাদের দলে যোগ দিলেন।" তিনি আরও বলেন, "বিজেপি কখনই তৃণমূলের সমস্ত নেতাদের নেবে না ৷ তবে তাপস রায় ভদ্রলোক। উনি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন সবসময় । তাপস রায় মানুষের পাশে থেকে বহুদিন ধরে রাজনীতি করছেন। তবে নিচুতলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে বিজেপি অনেক বেশি ইচ্ছুক ।"

অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায় প্রসঙ্গে বলেন, "আমি ছাত্র রাজনীতির সময় থেকে তাপসদা'র সভাপতিত্বে কাজ করেছি। তাঁকে মোদিজির পরিবারে স্বাগত জানাই। জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। বরানগর থেকে মধ্যে কলকাতার সকল স্তরের কর্মী ও নেতৃত্ব তাপস রায়কে নেওয়া হোক বলে প্রস্তাব দিয়েছে।"

আরও পড়ুন

ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, ঠাসা 3 দিনের কর্মসূচি মোদির

'একমাস আগেও বাড়িতে মার্কসের ছবি ছিল', বিজেপিমুখো অভিজিতকে বেনজির আক্রমণ কল্যাণের

কলকাতা, 6 মার্চ: আগেই তিনি জানিয়েছিলেন, তৃণমূল ছাড়ার পর তাঁর পরবর্তী গন্তব্য বিজেপি ৷ আর বুধবার গেরুয়া শিবিরে যোগদান করে 100 শতাংশ লয়াল থাকবেন বলে জানালেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিন শুভেন্দু-সুকান্তর হাত ধরে বিজেপিতে যোগদানের পর তাপস রায় বলেন, "বাংলার সরকার শিবু হাজরা, শেখ শাহজাহানের সরকার । বাংলা থেকে এই অমানবিক জলদস্যুদের যাতে সকলে মিলে উৎখাত করতে পারি সেই কাজ করব । বিগত দিনে যেভাবে স্বচ্ছ থেকে রাজনীতি করেছি, বিজেপি আমাকে জেলা, প্রদেশ বা যে দায়িত্বই দিক, সবটা অটুট রেখে দায়িত্ব পালন করব। 100 শতাংশ লয়াল থাকব বিজেপির প্রতি ।"

আর তাপস রায়ের তৃণমূল ছাড়া বা বিজেপিতে যোগদান প্রসঙ্গে 'দুর্ভাগ্যজনক' বললেন কুণাল ঘোষ ৷ আর কুণাল ঘোষের মন্তব্য থেকেই স্পষ্ট, কোনওবাবেই তাপস রায়ের বিজেপিতে যাওয়াকে হালকা চালে নিতে নারাজ ঘাসফুল শিবির ৷ এক্স হ্য়ান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, "তাপস রায়ের দলত্যাগ দুর্ভাগ্যজনক। তাঁর বিজেপিতে যোগদান আরও দুর্ভাগ্যজনক। তবু আশা করব, তিনি শুভেন্দু-ভাইরাসে আক্রান্ত হবেন না। তৃণমূল কর্মীরা তাঁকে ভালোবাসতেন। তাঁদের আবেগে আঘাত করে তিনি যেন বিজেপির ভাষায় পুরনো দলের বিরুদ্ধে কুৎসিত আক্রমণ না করেন।"

সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাপস রায় ৷ এদিন সকালে ফের বিধানসভায় যান তাপস ৷ এরপর অবশ্য অধ্যক্ষ জানান, বিধায়ক পদে তাপস রায়ের ইস্তফা এখনও গ্রহণ করা হয়নি ৷ এরপরও অবশ্য বিজেপিতে যোগ দিলেন তাপস রায় ৷ 10 তারিখ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা ৷ তার আগেই দক্ষ সংগঠককে হারাল দল ৷

এদিন তিনি বলেন, "আমি আজ বিজেপি ও মোদিজির পরিবারের সদস্য হলাম। আমি যতদিন পর্যন্ত বাঁচব, ততদিন বিজেপিতে থাকব ৷ যে দায়িত্ব দল দেবে, সেই দায়িত্ব পালন করব ।" একদিকে এদিন যেমন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় ৷ তেমনই বিজেপি সূত্রে খবর আগামিকাল বৃহস্পতিবার বেলা সাড়ে 12টায় বিজেপিতে যোগদান করতে চলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

এদিন তাপস রায়কে দলে যোগদান করার পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমরা যারা রাজনীতিতে আছি তাদের কাছে তাপস রায় এমন একটি চরিত্র যার কাছে আমরা রাজনৈতিক অভিজ্ঞতায় শিশু। আজ উনি বিধায়কের পদ থেকে ইস্তফা দিয়ে আমাদের দলে যোগ দিলেন।" তিনি আরও বলেন, "বিজেপি কখনই তৃণমূলের সমস্ত নেতাদের নেবে না ৷ তবে তাপস রায় ভদ্রলোক। উনি স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেছেন সবসময় । তাপস রায় মানুষের পাশে থেকে বহুদিন ধরে রাজনীতি করছেন। তবে নিচুতলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিতে বিজেপি অনেক বেশি ইচ্ছুক ।"

অন্যদিকে, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাপস রায় প্রসঙ্গে বলেন, "আমি ছাত্র রাজনীতির সময় থেকে তাপসদা'র সভাপতিত্বে কাজ করেছি। তাঁকে মোদিজির পরিবারে স্বাগত জানাই। জেলা স্তর থেকে সর্বভারতীয় স্তর পর্যন্ত আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। বরানগর থেকে মধ্যে কলকাতার সকল স্তরের কর্মী ও নেতৃত্ব তাপস রায়কে নেওয়া হোক বলে প্রস্তাব দিয়েছে।"

আরও পড়ুন

ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, ঠাসা 3 দিনের কর্মসূচি মোদির

'একমাস আগেও বাড়িতে মার্কসের ছবি ছিল', বিজেপিমুখো অভিজিতকে বেনজির আক্রমণ কল্যাণের

Last Updated : Mar 6, 2024, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.