নয়াদিল্লি, 15 ফেব্রুয়ারি: তৃণমূল নেত্রী তথা লোকসভার প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে আগামী সপ্তাহে 'ফেমা' (বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন)-র অধীনে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ফেমা লঙ্ঘন করা সংক্রান্ত কয়েকটি অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে তলব করা হয়েছে বলে বৃহস্পতিবার ইডি সূত্রে জানা গিয়েছে।
একই সঙ্গে, ইডি সূত্রে আরও খবর, আগামী 19 ফেব্রুয়ারি দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার দফতরে মহুয়াকে জবানবন্দি দিতে বলা হয়েছে। তাঁর সেই জবানবন্দি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট (ফেমা) আইনের অধীনেই রেকর্ড করা হবে বলেও জানিয়েছেন ইডির শীর্ষ আধিকারিকরা। অন্যদিকে, মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইও পৃথক তদন্ত করছে ৷ লোকপালের রেফারেন্সে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত করছে সিবিআই। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকার বিনিময়ে লোকসভায় প্রশ্ন জিজ্ঞাসা করার অভিযোগ এনেছিলেন ৷ যদিও মহুয়ার দাবি, কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে তিনি কোনও সমন পাননি ৷
অভিযোগ, উপহার এবং ঘুষের বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশে আদানি গ্রুপ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে লোকসভায় একাধিক প্রশ্ন তুলেছিলেন মহুয়া। এমনকী তিনি আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করেছিলেন বলেও অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত। এরপর এথিক্স কমিটির সুপারিশ অনুযায়ী ডিসেম্বরে এই ইস্যুতে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করেন অধ্যক্ষ ওম বিড়লা। মহুয়া মৈত্র অবশ্য বারবার দাবি করেছেন, তিনি কোনও অন্যায় করেননি ৷
তাঁর পালটা দাবি , তিনি আদানি গ্রুপের চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন বলেই বারবার আক্রমণের শিকার হয়েছেন। মহুয়া নভেম্বর মাসে একটি টুইটে লিখেছিলেন, "লোকপাল আইন অনুসারে ওয়েবসাইটে কোনও রেফারেল অর্ডার আপলোড করেনি এবং সিবিআই কোনও অফিসিয়ালও প্রকাশ করেনি ৷ 'সূত্র'কে ঢাল করে নিয়মিত মিডিয়া সার্কাস করছে। আশা করি 13 হাজার কোটি টাকার আদানি কয়লা কেলেঙ্কারি ইস্যুতে সিবিআই তদন্ত করবে।" উল্লেখ্য, বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে তলব করেছে ইডি। আগামী বুধবার দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। ঘনিষ্ঠমহলে দেব জানিয়েছেন, তিনি হাজিরা দেবেন। তবে মহুয়া যাবেন কি না, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন
সুকান্তর ওপর হামলা, মুখ্যসচিব-ডিজিকে তলব লোকসভার এথিক্স কমিটির
লোকসভা ভোটের আগে বড় ধাক্কা, নির্বাচনী বন্ড অসাংবিধানিক; রায় সুপ্রিম কোর্টের
রায়বরেলির ভোটারদের আবেগঘন চিঠি সোনিয়ার, প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা