ETV Bharat / politics

ফের মহুয়াকে তলব, 11 মার্চ দিল্লির ইডি অফিসে হাজিরার নির্দেশ

ED summons Mahua Moitra: ফেমা আইনে ফের মহুয়া মৈত্রকে তলব করল ইডি ৷ আগামী 11 মার্চ দিল্লির ইডি অফিসে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By PTI

Published : Mar 4, 2024, 8:09 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: ফের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 11 মার্চ ফেমা লঙ্ঘন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারির কথা সোমবার জানিয়েছে একটি সূত্র ৷

সূত্রের তরফে জানা গিয়েছে, 49 বছর বয়সি এই রাজনীতিবিদ তদন্তে যোগদানের জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন ইডির কাছে ৷ গত মাসে এ কথা এজেন্সিকে জানিয়ে তিনি সেই সময় ইডির সামনে হাজির হতে অপারগ বলে জানিয়েছিলেন ৷ এরপর এই মাস পড়তেই মহুয়া মৈত্রকে তলব করল ইডি ৷ 11 মার্চ অর্থাৎ আগামী সোমবার দিল্লির ইডি অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছে সূত্র ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করতে চায় ৷ সূত্র জানিয়েছে, একটি অনাবাসী বহিরাগত (এনআরই) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত লেনদেনগুলি এই ক্ষেত্রে এজেন্সির নজরদারিতে রয়েছে ৷ এ ছাড়াও অন্যান্য বিদেশি রেমিট্যান্স এবং তহবিল স্থানান্তরের তথ্যও রয়েছে ইডির হাতে ৷

মহুয়া মৈত্রের বিষয়ে সিবিআইও তদন্ত করছে ৷ লোকপালের রেফারেন্সে কয়েক মাস আগে বহিষ্কৃত এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত চালাচ্ছে সিবিআই । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশেই আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র ৷ আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে তিনি আপস করেছিলেন বলেও অভিযোগ ওঠে । যদিও এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন মহুয়া ৷ তিনি দাবি করেন যে, তিনি আদানি গোষ্ঠীর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে তাঁকে টার্গেট করা হচ্ছে ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়াকে তলব ইডির, কোনও সমন পাননি দাবি প্রাক্তন সাংসদের
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. 'বাংলো ছেড়ে দেওয়া হয়েছে', কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই জানালেন মহুয়ার আইনজীবী

নয়াদিল্লি, 4 মার্চ: ফের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 11 মার্চ ফেমা লঙ্ঘন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডেকে পাঠানো হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে নতুন করে সমন জারির কথা সোমবার জানিয়েছে একটি সূত্র ৷

সূত্রের তরফে জানা গিয়েছে, 49 বছর বয়সি এই রাজনীতিবিদ তদন্তে যোগদানের জন্য কয়েক সপ্তাহ সময় চেয়েছিলেন ইডির কাছে ৷ গত মাসে এ কথা এজেন্সিকে জানিয়ে তিনি সেই সময় ইডির সামনে হাজির হতে অপারগ বলে জানিয়েছিলেন ৷ এরপর এই মাস পড়তেই মহুয়া মৈত্রকে তলব করল ইডি ৷ 11 মার্চ অর্থাৎ আগামী সোমবার দিল্লির ইডি অফিসে তাঁকে হাজির হতে বলা হয়েছে বলে জানিয়েছে সূত্র ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মহুয়া মৈত্রকে জিজ্ঞাসাবাদ করতে চায় এবং ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (ফেমা) বিধানের অধীনে তাঁর বক্তব্য রেকর্ড করতে চায় ৷ সূত্র জানিয়েছে, একটি অনাবাসী বহিরাগত (এনআরই) অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত লেনদেনগুলি এই ক্ষেত্রে এজেন্সির নজরদারিতে রয়েছে ৷ এ ছাড়াও অন্যান্য বিদেশি রেমিট্যান্স এবং তহবিল স্থানান্তরের তথ্যও রয়েছে ইডির হাতে ৷

মহুয়া মৈত্রের বিষয়ে সিবিআইও তদন্ত করছে ৷ লোকপালের রেফারেন্সে কয়েক মাস আগে বহিষ্কৃত এই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক তদন্ত চালাচ্ছে সিবিআই । বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে অভিযোগ করেছিলেন যে, ব্যবসায়ী দর্শন হিরানন্দানির নির্দেশেই আদানি গোষ্ঠী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া মৈত্র ৷ আর্থিক লাভের জন্য জাতীয় নিরাপত্তার সঙ্গে তিনি আপস করেছিলেন বলেও অভিযোগ ওঠে । যদিও এই অভিযোগ মিথ্যে বলে উড়িয়ে দেন মহুয়া ৷ তিনি দাবি করেন যে, তিনি আদানি গোষ্ঠীর চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে তাঁকে টার্গেট করা হচ্ছে ৷ (পিটিআই)

আরও পড়ুন:

  1. বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মহুয়াকে তলব ইডির, কোনও সমন পাননি দাবি প্রাক্তন সাংসদের
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. 'বাংলো ছেড়ে দেওয়া হয়েছে', কেন্দ্রীয় দল পৌঁছানোর আগেই জানালেন মহুয়ার আইনজীবী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.