নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি:"আজ আমার শেষদিন পার্লামেন্টে..." বৃহস্পতিবার সংসদে দাঁড়িয়ে রাজনীতি থেকে অবসরের জল্পনা ফের উসকে দিলেন ঘাটালের সাংসদ দেব ৷ এদিন সংসদে দাঁড়িয়ে তিনি বাংলায় বলেন ৷ ঘাটালের মানুষের অধিকার এবং চাহিদার কথা আরও একবার সংসদে তুলে ধরলেন অভিনেতা-সাংসদ ৷
এদিন তিনি বলেন, "ধন্যবাদ আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য ৷ আমি বাংলায় বলতে চাইছি ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রথমবার পার্লামেন্টে বলেছিলাম ৷ আজ আমার শেষদিন পার্লামেন্টে ৷ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে শেষ দিনেও বলতে চাইছি ৷ আমি আপনার মাধ্যমে প্রধানমনন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই, এটা কোনও তৃণমূল দলের সমস্যা নয়, এটা কোনও বিজেপি দলের সমস্যা নয় ৷ এটা বাংলার মানুষের সমস্যা বলে আমার মনে হয় ৷"
দেব আরও বলেন, "দলকে সরিয়ে রেখে মানুষের কথা ভেবে আগামীতে যেন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করতে পারি ৷ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ হয়ে থাকে, তার যেন সুরাহা হয় ৷ মানুষ ঘাটাল মাস্টার প্ল্যানের যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন যেন এবারে সত্যি হয় ৷"
এরপর সাংসদ দেব বলেন, "আমি থাকি বা না-থাকি এমপি হিসাবে কিন্তু ঘাটালের মানুষের দুঃখটা কোথাও যেন মিটে যায় ৷ ঘাটালের মানুষ যেন ভালো থাকে ৷"এরপর তিনি নিজের বক্তৃতা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে ৷ এই দশবছর ঘাটালের মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি ধন্য বলে জানান ৷ তিনি জানান, যাঁরা আমাকে ভোট দিয়েছেন এবং যাঁরা আমাকে ভোট দেননি, সকলকে অসংখ্য ধন্যবাদ ৷ আমি থাকি বা না-থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারাজীবন থাকবে ৷"
উল্লেখ্য, বুধবারই অভিনেতা দেবের ইন্সটাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা ৷ লোকসভা নির্বাচনের আগে চলছে শেষ অধিবেশন ৷ বুধবার সেই বাজেট অধিবেশনে সংসদে হাজির ছিলেন ঘাটালের সাংসদ ৷ আর সংসদ কক্ষে বসে একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দেব লেখেন, "আর মাত্র কয়েকঘণ্টা " ৷ তারপর সংসদে দাঁড়িয়ে দেবের বক্তব্য ভাবাচ্ছে সকলকেই ৷ অন্যদিকে, বসিরহাটের সাংসদ নুসরত জাহানও এক্সবার্তায় লেখেন, "সংসদে আজ আমার শেষদিন ৷ বাংলার মানুষের হয়ে কথা বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ৷" তবে সত্যিই রাজনীতি থেকে টলিউড তারকারা সরে দাঁড়াচ্ছেন নাকি অন্য কিছু তা সময় বলবে ৷
আরও পড়ুন:
1. 'আর মাত্র কয়েকঘণ্টা', সংসদে বসে ইনস্টা স্টোরিতে কী বোঝাতে চাইলেন দেব!
2. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
3. 'ও আমাদের সঙ্গেই আছে', দেবের ইস্তফা দেওয়ার কারণ দর্শিয়ে বললেন ফিরহাদ