ETV Bharat / bharat

দেশের সমস্ত গবেষকদের জন্য সমান সুযোগ, 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্প কেন্দ্রের

দেশের বিশ্ববিদ্যালয়ের গবেষকদের জন্য নয়া প্রকল্প কেন্দ্রের ৷ রাজ্য ও কেন্দ্রের গবেষকদের সমান সুযোগ দেওয়ার জন্য 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্পে সহমত কেন্দ্রীয় মন্ত্রিসভার ৷

ONE NATION ONE SUBSCRICPTION
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By PTI

Published : Nov 26, 2024, 12:11 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর: দেশের গবেষকদের জন্য সুখবর ! কেন্দ্র ও রাজ্যের সকল গবেষকদের সমান ও উন্নতামানের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্প চালু করার কথা ভাবছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সোমবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সেই ভাবনায় সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ আগামী 3 বছর এই প্রকল্পের জন্য প্রায় 6 হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সোমবার কেন্দ্রের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেই বিবৃতি অনুযায়ী, "দেশের যুব সমাজ ও উচ্চশিক্ষায় তাদের উন্নতির কথা মাথা রেখে কেন্দ্রের তরফে এর আগেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প সরকারের সেই উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ৷ সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানে আরও উন্নতমানে গবেষণায় এই প্রকল্প সাহায্য় করবে ৷"

আগামী 2025 সাল থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে । এই প্রকল্পের আওতায়, রাজ্য ও কেন্দ্রের প্রায় 6 হাজার 300টি শিক্ষা প্রতিষ্ঠানকে নথিভুক্ত করা হয়েছে । এর ফলে প্রায় 1.8 কোটি গবেষক সুবিধা পাবেন । তাঁদের জন্য বিশেষ গ্রন্থাগারেরও ব্যবস্থা থাকবে ।

ইউজিসির অন্তর্ভুক্ত একটি সংস্থা ইনফর্মেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক (আইএনএফএলআইবিএনইটি)-এর আওতায় 30টি প্রধান আন্তর্জাতিক জার্নাল প্রকাশককে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই প্রকাশকদের প্রায় 13 হাজার ই-জার্নালের সমস্ত সংস্করণ পড়ুয়ারা ব্যবহার করতে পারবেন । এই গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে হবে । এছাড়াও গবেষকদের জন্য একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এই প্রকল্পের আওয়াত ।

উল্লেখ্য, প্রায় দু'বছর ধরে এই প্রকল্পটি বাস্তবায়নের কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে তাঁর ভাষণে এই নিয়ে বক্তব্য রাখতেও শোনা গিয়েছে তাঁকে ৷ এবার তাঁর সেই উদ্যোগেই সহমত জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

পড়ুন: PAN কার্ডে জুড়ছে QR Code; কবে থেকে, কী কী পরিবর্তন জরুরি এই নথিতে?

নয়াদিল্লি, 26 নভেম্বর: দেশের গবেষকদের জন্য সুখবর ! কেন্দ্র ও রাজ্যের সকল গবেষকদের সমান ও উন্নতামানের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য 'ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন' প্রকল্প চালু করার কথা ভাবছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ সোমবার ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সেই ভাবনায় সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ আগামী 3 বছর এই প্রকল্পের জন্য প্রায় 6 হাজার কোটি টাকা বরাদ্দও করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

সোমবার কেন্দ্রের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ সেই বিবৃতি অনুযায়ী, "দেশের যুব সমাজ ও উচ্চশিক্ষায় তাদের উন্নতির কথা মাথা রেখে কেন্দ্রের তরফে এর আগেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ৷ ওয়ান নেশন, ওয়ান সাবস্ক্রিপশন প্রকল্প সরকারের সেই উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ৷ সরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা কেন্দ্র ও প্রতিষ্ঠানে আরও উন্নতমানে গবেষণায় এই প্রকল্প সাহায্য় করবে ৷"

আগামী 2025 সাল থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে । এই প্রকল্পের আওতায়, রাজ্য ও কেন্দ্রের প্রায় 6 হাজার 300টি শিক্ষা প্রতিষ্ঠানকে নথিভুক্ত করা হয়েছে । এর ফলে প্রায় 1.8 কোটি গবেষক সুবিধা পাবেন । তাঁদের জন্য বিশেষ গ্রন্থাগারেরও ব্যবস্থা থাকবে ।

ইউজিসির অন্তর্ভুক্ত একটি সংস্থা ইনফর্মেশন অ্যান্ড লাইব্রেরি নেটওয়ার্ক (আইএনএফএলআইবিএনইটি)-এর আওতায় 30টি প্রধান আন্তর্জাতিক জার্নাল প্রকাশককে অন্তর্ভুক্ত করা হয়েছে । এই প্রকাশকদের প্রায় 13 হাজার ই-জার্নালের সমস্ত সংস্করণ পড়ুয়ারা ব্যবহার করতে পারবেন । এই গোটা প্রক্রিয়াটি ডিজিটাল মাধ্যমে হবে । এছাড়াও গবেষকদের জন্য একাধিক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে কেন্দ্রীয় এই প্রকল্পের আওয়াত ।

উল্লেখ্য, প্রায় দু'বছর ধরে এই প্রকল্পটি বাস্তবায়নের কথা ভাবছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এর আগে তাঁর ভাষণে এই নিয়ে বক্তব্য রাখতেও শোনা গিয়েছে তাঁকে ৷ এবার তাঁর সেই উদ্যোগেই সহমত জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷

পড়ুন: PAN কার্ডে জুড়ছে QR Code; কবে থেকে, কী কী পরিবর্তন জরুরি এই নথিতে?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.