ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে বিস্ফোরণে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 3 বাড়ি, মৃত 2 মহিলা; আশঙ্কাজনক 5 - BLAST IN MORENA

মধ্যপ্রদেশে মোরেনায় ফের এক বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটছে । বিস্ফোরণের পিছনে কারণ খতিয়ে দেখছে পুলিশ ।

Blast in Morena
মধ্যপ্রদেশের মোরেনায় বাড়িতে বিস্ফোরণ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 12:18 PM IST

মোরেনা (মধ্যপ্রদেশ), 26 নভেম্বর: ফের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে ৷ সোমাবার রাতে মোরেনার রাঠোর কলোনিতে বিস্ফোরণ হয় । তাতে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে আশেপাশের তিনটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে । সেসময় বাড়িগুলির ভেতরে সকলে ঘুমোচ্ছিলেন ৷ সেই অবস্থায় 6 জনেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৷ তাঁদের পুলিশ ও পুরনিগমের দল এসে উদ্ধার করে । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে গোয়ালিয়রে রেফার করা হয়েছে । কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি ।

Blast in Morena
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার রাঠোর কলোনি প্রচণ্ড জোরে বিস্ফোরণে কেঁপে ওঠে । বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, শুধু কলোনির লোকজনই নন, আশপাশের এলাকার মানুষেরও ঘুম ভেঙে যায় ৷ এরপর যখন মানুষ ঘর থেকে বেরিয়ে আসে তখন চারিদিকে দেখা যায় ধোঁয়া । কলোনিতে বসবাসরত মুন্সি রাঠোর, বাসুদেব রাঠোর ও রাকেশ রাঠোরের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় । পাশাপাশি তাঁদের পেছনের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

এই ঘটনায় স্থানীয় লোকজন কোতয়ালি থানায় খবর দেয় । কোতোয়ালি থানার পুলিশ ও পুর কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে । প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, এই ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত 6 জনকে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা গিয়েছে । যেখানে মৃত্যু হয়েছে দুই মহিলা পূজা কুশওয়াহা ও বিদ্যা দেবীর । পাশাপাশি কৃষ্ণ, সোমবতী, সত্যবীর, শিব ও রাজু গুরুতর আহত হয়েছেন । জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের গোয়ালিয়রে রেফার করা হয়েছে ।

Blast in Morena
ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে (ইটিভি ভারত)

মোরেনার এসপি সমীর সৌরভ বলেন, রাত 12টার দিকে রাঠোর কলোনিতে ঘটনাটি ঘটে । ঘটনার খবর পেয়ে তিনি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । এখানে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ যাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাতপাতালে পাঠানো হয়েছে । কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে । উল্লেখ্য, এর আগেও কিছুদিন আগে মোরেনার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷

মোরেনা (মধ্যপ্রদেশ), 26 নভেম্বর: ফের বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে ৷ সোমাবার রাতে মোরেনার রাঠোর কলোনিতে বিস্ফোরণ হয় । তাতে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ অন্তত পাঁচজন গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণ এতটাই ভয়ানক ছিল যে আশেপাশের তিনটি বাড়ি সম্পূর্ণ ধসে পড়ে । সেসময় বাড়িগুলির ভেতরে সকলে ঘুমোচ্ছিলেন ৷ সেই অবস্থায় 6 জনেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান ৷ তাঁদের পুলিশ ও পুরনিগমের দল এসে উদ্ধার করে । আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসার জন্য জেলা হাসপাতাল থেকে গোয়ালিয়রে রেফার করা হয়েছে । কীভাবে বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি ।

Blast in Morena
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে (ইটিভি ভারত)

পুলিশ জানিয়েছে, গভীর রাতে কোতোয়ালি থানা এলাকার রাঠোর কলোনি প্রচণ্ড জোরে বিস্ফোরণে কেঁপে ওঠে । বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে, শুধু কলোনির লোকজনই নন, আশপাশের এলাকার মানুষেরও ঘুম ভেঙে যায় ৷ এরপর যখন মানুষ ঘর থেকে বেরিয়ে আসে তখন চারিদিকে দেখা যায় ধোঁয়া । কলোনিতে বসবাসরত মুন্সি রাঠোর, বাসুদেব রাঠোর ও রাকেশ রাঠোরের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় । পাশাপাশি তাঁদের পেছনের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ৷

এই ঘটনায় স্থানীয় লোকজন কোতয়ালি থানায় খবর দেয় । কোতোয়ালি থানার পুলিশ ও পুর কর্তৃপক্ষের দল ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করে । প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, এই ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে । পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত 6 জনকে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা গিয়েছে । যেখানে মৃত্যু হয়েছে দুই মহিলা পূজা কুশওয়াহা ও বিদ্যা দেবীর । পাশাপাশি কৃষ্ণ, সোমবতী, সত্যবীর, শিব ও রাজু গুরুতর আহত হয়েছেন । জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের গোয়ালিয়রে রেফার করা হয়েছে ।

Blast in Morena
ধ্বংসাবশেষ সরানোর কাজ চলছে (ইটিভি ভারত)

মোরেনার এসপি সমীর সৌরভ বলেন, রাত 12টার দিকে রাঠোর কলোনিতে ঘটনাটি ঘটে । ঘটনার খবর পেয়ে তিনি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন । এখানে দুই মহিলার মৃত্যু হয়েছে ৷ যাঁদের দেহ ময়নাতদন্তের জন্য হাতপাতালে পাঠানো হয়েছে । কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে । উল্লেখ্য, এর আগেও কিছুদিন আগে মোরেনার একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.