ETV Bharat / politics

বঙ্গে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের, সোমে বৈঠক বিধানভবনে - Congress candidate list

Congress Candidate List: রাজ্যে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস ৷ অন্যদিকে, বামেদের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সোমবার বিধানভবনে বৈঠকে বসছেন এআইসিসি নেতৃত্ব ৷

Congress candidate list
প্রার্থী ঘোষণা করল কংগ্রেস
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 7:34 PM IST

কলকাতা, 7 এপ্রিল: আগামিকাল সোমবার কলকাতার বিধানভবনে আসছে এআইসিসি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বর সঙ্গে তারা বৈঠকেও বসবেন বলে খবর। তার আগে পশ্চিমবঙ্গে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রবিবার প্রার্থী ঘোষণার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কংগ্রেস ৷ যেখানে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে প্রদীপ বিশ্বাসকে। হাওড়ার উলুবেরিয়া আসনে প্রার্থী আজহার মল্লিক। আর মেদিনীপুরের ঘাটাল লোকসভা থেকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে।

একইভাবে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী করা হয়েছে অঞ্জু বেগমকে। সূত্রের দাবি, এই চার প্রার্থী-সহ বাংলার কংগ্রেস প্রার্থী, জেলা সভাপতি-সহ উচ্চ নেতৃত্বের সঙ্গে আগামিকাল দিনভর বৈঠকে থাকবেন দিল্লির কংগ্রেস নেতারা। কারণ, বহু জায়গায় বামেদের প্রার্থী নিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

একইভাবে কোচবিহার, পুরুলিয়া জেলার আসনগুলিতে বামেদের সঙ্গে কংগ্রেসের যে জটিলতা তৈরি হয়েছে সেই জট কাটাতেও আলোচনা হতে পারে বলে খবর ৷ শুধু তাই নয় ৷ দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার ও মথুরাপুরে বামফ্রন্ট প্রার্থী দেওয়ায় কংগ্রেসের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জয়নগরের বাম শরিক দল আরএসপি প্রাথী দিয়েছে। অন্যদিকে, উত্তর 24 পরগনার ব্যারাকপুর আসনে সিপিএম একতরফা প্রার্থী ঘোষণা করেছে বলেও একাংশের কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। ফলে, এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ কালকের মিটিংয়ে নিরসণ হবে বলেই মনে করা হচ্ছে।

তবে রাজ্যের 42টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বামেরা 29টি আসনে প্রার্থী দিয়েছে। এদিনের তিন লোকসভা আসন মিলিয়ে কংগ্রেস বঙ্গে 12টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি থাকল দক্ষিণ 24 পরগনার জয়নগর আসন। সেখানে কাকে প্রার্থী করা হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে ফের দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
  2. সংরক্ষণের সীমা বৃদ্ধি, 30 লক্ষ চাকরি ! ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি কংগ্রেসের

কলকাতা, 7 এপ্রিল: আগামিকাল সোমবার কলকাতার বিধানভবনে আসছে এআইসিসি নেতৃত্ব। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস নেতৃত্বর সঙ্গে তারা বৈঠকেও বসবেন বলে খবর। তার আগে পশ্চিমবঙ্গে আরও তিন আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। রবিবার প্রার্থী ঘোষণার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কংগ্রেস ৷ যেখানে উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা আসনে প্রার্থী করা হয়েছে প্রদীপ বিশ্বাসকে। হাওড়ার উলুবেরিয়া আসনে প্রার্থী আজহার মল্লিক। আর মেদিনীপুরের ঘাটাল লোকসভা থেকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে পাপিয়া চক্রবর্তীকে।

একইভাবে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী করা হয়েছে অঞ্জু বেগমকে। সূত্রের দাবি, এই চার প্রার্থী-সহ বাংলার কংগ্রেস প্রার্থী, জেলা সভাপতি-সহ উচ্চ নেতৃত্বের সঙ্গে আগামিকাল দিনভর বৈঠকে থাকবেন দিল্লির কংগ্রেস নেতারা। কারণ, বহু জায়গায় বামেদের প্রার্থী নিয়ে কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে।

একইভাবে কোচবিহার, পুরুলিয়া জেলার আসনগুলিতে বামেদের সঙ্গে কংগ্রেসের যে জটিলতা তৈরি হয়েছে সেই জট কাটাতেও আলোচনা হতে পারে বলে খবর ৷ শুধু তাই নয় ৷ দক্ষিণ 24 পরগনার যাদবপুর, ডায়মন্ড হারবার ও মথুরাপুরে বামফ্রন্ট প্রার্থী দেওয়ায় কংগ্রেসের একাংশের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। জয়নগরের বাম শরিক দল আরএসপি প্রাথী দিয়েছে। অন্যদিকে, উত্তর 24 পরগনার ব্যারাকপুর আসনে সিপিএম একতরফা প্রার্থী ঘোষণা করেছে বলেও একাংশের কংগ্রেস নেতৃত্বের অভিযোগ। ফলে, এই সমস্ত ক্ষোভ বিক্ষোভ কালকের মিটিংয়ে নিরসণ হবে বলেই মনে করা হচ্ছে।

তবে রাজ্যের 42টি আসনের মধ্যে এখনও পর্যন্ত বামেরা 29টি আসনে প্রার্থী দিয়েছে। এদিনের তিন লোকসভা আসন মিলিয়ে কংগ্রেস বঙ্গে 12টি আসনে প্রার্থী দিয়েছে। বাকি থাকল দক্ষিণ 24 পরগনার জয়নগর আসন। সেখানে কাকে প্রার্থী করা হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে ফের দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ
  2. সংরক্ষণের সীমা বৃদ্ধি, 30 লক্ষ চাকরি ! ইস্তাহারে আর কী প্রতিশ্রুতি কংগ্রেসের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.