ETV Bharat / politics

লালুর কথা গুরুত্বহীন, মহাজোটে ফেরা নিয়ে আরজেডি সুপ্রিমোর প্রস্তাবের পালটা জবাব নীতীশের - লালু প্রসাদ যাদব

Nitish Kumar: লালু প্রসাদ যাদব শুক্রবার জানিয়েছিলেন যে নীতীশ কুমার মহাজোটে ফিরতে চাইলে, তাঁর জন্য দরজা খোলা রয়েছে । এই নিয়ে শনিবার নীতীশ কুমার জানান যে এই ধরনের কোনও মন্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই ।

Nitish Kumar-Lalu Prasad Yadav
Nitish Kumar-Lalu Prasad Yadav
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 5:42 PM IST

পটনা, 17 ফেব্রুয়ারি: বিহার তথা জাতীয় রাজনীতিতে 'পাল্টি' খাওয়ার জন্য ক্রমশ পরিচিত হতে শুরু করেছেন নীতীশ কুমার । সেই বিষয়টিকে সামনে রেখে নীতীশের এনডিএ থেকে আবার মহাজোটে ফেরার জল্পনা শুক্রবার ভাসিয়ে দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব । জানিয়েছিলেন যে নীতীশের জন্য মহাজোটের দরজা খোলা আছে । শনিবার সেই নিয়ে পালটা জবাব দিলেন বিহারের মুখ্যমন্ত্রী । লালুর এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে তিনি এ দিন জানিয়েছেন ।

এ দিন এই প্রসঙ্গে নীতীশ কুমার জানান, আরজেডি-র সঙ্গে তাঁর বোঝাপড়া ঠিক হচ্ছিল না । তাই তিনি আরজেডির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন । এই পরিস্থিতিতে কে কী বলল, সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি পরামর্শ দিয়েছেন । তবে মহাজোট সরকারে যে দফতরগুলি আরজেডির হাতে ছিল, সেই দফতরগুলিতে যা যা দুর্নীতি হয়েছে, সেসবের তদন্ত হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ।

একই সঙ্গে আরও একাধিক ইস্যুতে এ দিন তিনি মুখ খুলেছেন । আসন্ন লোকসভা ভোটে এনডিএ-র সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "এবার এনডিএ গতবারের চেয়ে বেশি আসন পাবে, আমরা আত্মবিশ্বাসী ।" পাশাপাশি তিনি বেরিয়ে আসার পরও বিরোধীদের জোট 'ইন্ডিয়া'য় ভাঙন নিয়ে নীতীশ কুমার জানান, তিনি এই জোটের অন্য নাম দেওয়ার পক্ষপাতী ছিলেন । এই জোট তৈরির অনেক চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত এই জোট ব্যর্থ হয়েছে । পাশাপাশি তিনি বিহারের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ।

অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এখন বিহারে রয়েছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে । সেই নিয়ে সমালোচনা শোনা গিয়েছে নীতীশ কুমারের গলায় । তাঁর দাবি, রাহুল শুধু প্রচারই করেন । নীতীশের আরও দাবি, তিনি কখনও নিজের কাজের প্রচার করেন না । রাজনীতিতে রাহুলের কোনও ভবিষ্যৎ নেই বলে তিনি দাবি করেছেন ।

আরও পড়ুন:

  1. নীতীশের জন্য আমাদের দরজা সবসময় খোলা, বিহারের রাজনীতিকে নয়া 'দুসরা' লালুর
  2. 'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর
  3. দু’দিন পর নীতীশের ‘ইন্ডিয়া’ ত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধি, কী বললেন কংগ্রেস সাংসদ ?

পটনা, 17 ফেব্রুয়ারি: বিহার তথা জাতীয় রাজনীতিতে 'পাল্টি' খাওয়ার জন্য ক্রমশ পরিচিত হতে শুরু করেছেন নীতীশ কুমার । সেই বিষয়টিকে সামনে রেখে নীতীশের এনডিএ থেকে আবার মহাজোটে ফেরার জল্পনা শুক্রবার ভাসিয়ে দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব । জানিয়েছিলেন যে নীতীশের জন্য মহাজোটের দরজা খোলা আছে । শনিবার সেই নিয়ে পালটা জবাব দিলেন বিহারের মুখ্যমন্ত্রী । লালুর এই ধরনের মন্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই বলে তিনি এ দিন জানিয়েছেন ।

এ দিন এই প্রসঙ্গে নীতীশ কুমার জানান, আরজেডি-র সঙ্গে তাঁর বোঝাপড়া ঠিক হচ্ছিল না । তাই তিনি আরজেডির সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন । এই পরিস্থিতিতে কে কী বলল, সেই দিকে নজর দেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি পরামর্শ দিয়েছেন । তবে মহাজোট সরকারে যে দফতরগুলি আরজেডির হাতে ছিল, সেই দফতরগুলিতে যা যা দুর্নীতি হয়েছে, সেসবের তদন্ত হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ।

একই সঙ্গে আরও একাধিক ইস্যুতে এ দিন তিনি মুখ খুলেছেন । আসন্ন লোকসভা ভোটে এনডিএ-র সম্ভাবনা নিয়ে তিনি বলেন, "এবার এনডিএ গতবারের চেয়ে বেশি আসন পাবে, আমরা আত্মবিশ্বাসী ।" পাশাপাশি তিনি বেরিয়ে আসার পরও বিরোধীদের জোট 'ইন্ডিয়া'য় ভাঙন নিয়ে নীতীশ কুমার জানান, তিনি এই জোটের অন্য নাম দেওয়ার পক্ষপাতী ছিলেন । এই জোট তৈরির অনেক চেষ্টা করেছিলেন । কিন্তু শেষ পর্যন্ত এই জোট ব্যর্থ হয়েছে । পাশাপাশি তিনি বিহারের স্বার্থে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ।

অন্যদিকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি এখন বিহারে রয়েছেন ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে । সেই নিয়ে সমালোচনা শোনা গিয়েছে নীতীশ কুমারের গলায় । তাঁর দাবি, রাহুল শুধু প্রচারই করেন । নীতীশের আরও দাবি, তিনি কখনও নিজের কাজের প্রচার করেন না । রাজনীতিতে রাহুলের কোনও ভবিষ্যৎ নেই বলে তিনি দাবি করেছেন ।

আরও পড়ুন:

  1. নীতীশের জন্য আমাদের দরজা সবসময় খোলা, বিহারের রাজনীতিকে নয়া 'দুসরা' লালুর
  2. 'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর
  3. দু’দিন পর নীতীশের ‘ইন্ডিয়া’ ত্যাগ নিয়ে মুখ খুললেন রাহুল গান্ধি, কী বললেন কংগ্রেস সাংসদ ?
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.