ETV Bharat / politics

'উনি ধ্যান করলেই ক্যামেরা ছোটে', প্রধানমন্ত্রীকে কটাক্ষ মমতার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

CM Mamata Banerjee: নির্বাচনী প্রচার সেরে কন্যাকুমারীতে দু'দিন ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী ৷ বারুইপুরের জনসভা থেকে সেই নিয়ে মোদিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বললেন, বিধি ভঙের অভিযোগ করে কমিশনের দ্বারস্থ হবেন। সেইসঙ্গে তাঁর সাফ বক্তব্য, "লোকসভা নির্বাচনে বাংলা বিজেপিকে গোল্লা দেবে ।"

CM Mamata Banerjee
বারুইপুরের সভা থেকে মমতা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 3:56 PM IST

Updated : May 29, 2024, 4:34 PM IST

বারুইপুর, 29 মে: "উনি ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতি বার নির্বাচনের শেষে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখান, ধ্যান করছেন। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যমকে সেটা দেখাতে পারে না। এভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে । আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।" বারুইপুরের জনসভা থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর দাবি, "লোকসভা নির্বাচনে বিজেপিকে গোল্লা দেবে বাংলা ।"

আগামী 1 জুন দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ লোকসভা ভোটের প্রচার শেষ করে কন্যাকুমারীতে দু'দিন ধ্যানমগ্ন হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সূত্রের খবর, বিবেকানন্দ শিলার উপর বসে ধ্যান করবেন তিনি ৷ এদিন এ নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা ৷ উল্লেখ্য, সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী জানান, এই লোকসভায় বাংলায় কার্যত একতরফাভাবে নির্বাচন হয়েছে ৷ আর সেকারণে হতাশ হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ বারুইপুরের সভা থেকে সেই বিষয়েও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো ৷

কাকদ্বীপের জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, নদীবাঁধ সংস্করণের জন্য কেন্দ্রের তরফে রাজ্যকে টাকা দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই টাকা প্রয়োজনীয় খাতে খরচ করা হয়নি ৷ প্রধানমন্ত্রীর সেই দাবিকে নস্যাৎ করে মমতা সাফ জানান, এই ধরণের কোনও সাহায্য কেন্দ্রীয় সরকারের তরফে আসেনি ৷ নাম না করে মোদিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, "কাকদ্বীপ থেকে মিটিং করে উনি বলেছেন বাঁধের জন্য টাকা দিয়েছেন, তৃণমূল নাকি খেয়ে নিয়েছে ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি, নদীবাঁধের জন্য একটা টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷" এরপরই প্রধানমন্ত্রীকে 'চোর' বলে কটাক্ষ করেন তিনি ৷

সম্প্রতি প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ 2010 সালের পর থেকে দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন আইন (West Bengal Commission for Backward Classes Act, 1993) অনুযায়ী নতুন করে ওবিসি তালিকা বানাতে হবে এবং সেই নতুন তালিকা বিধানসভায় অনুমোদন করাতে হবে ৷ এদিনের সভা থেকে ফের একবার সেই প্রসঙ্গ তুলে আনেন মমতা ৷ তিনি স্পষ্ট জানান, বাংলায় আগের মতো ওবিসি সংরক্ষণের কাজ হবে ৷

এদিন গঙ্গাসাগরের মেলার প্রসঙ্গও তুলে ধরেন মমতা ৷ কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "প্রতি বছর আমরা গঙ্গাসাগরে মেলা করি। প্রতি বছর 500 কোটি টাকা আমাদের খরচ হয়। আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করল না । মুড়িগঙ্গা সেতুটা ঠিক করার কথা বলেছি। কিন্তু কিছু করেনি। আমি করে দেব।"

বারুইপুর, 29 মে: "উনি ধ্যান করলেই ক্যামেরা ছুটবে। প্রতি বার নির্বাচনের শেষে কোথাও না কোথাও ঢুকে বসে থাকেন। আর লোককে দেখান, ধ্যান করছেন। উনি ধ্যান করতেই পারেন, কিন্তু সংবাদমাধ্যমকে সেটা দেখাতে পারে না। এভাবে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে । আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।" বারুইপুরের জনসভা থেকে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁর দাবি, "লোকসভা নির্বাচনে বিজেপিকে গোল্লা দেবে বাংলা ।"

আগামী 1 জুন দেশজুড়ে সপ্তম তথা শেষ দফার নির্বাচন ৷ লোকসভা ভোটের প্রচার শেষ করে কন্যাকুমারীতে দু'দিন ধ্যানমগ্ন হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর ৷ সূত্রের খবর, বিবেকানন্দ শিলার উপর বসে ধ্যান করবেন তিনি ৷ এদিন এ নিয়েই প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা ৷ উল্লেখ্য, সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী জানান, এই লোকসভায় বাংলায় কার্যত একতরফাভাবে নির্বাচন হয়েছে ৷ আর সেকারণে হতাশ হয়ে পড়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ বারুইপুরের সভা থেকে সেই বিষয়েও প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল সুপ্রিমো ৷

কাকদ্বীপের জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, নদীবাঁধ সংস্করণের জন্য কেন্দ্রের তরফে রাজ্যকে টাকা দেওয়া হয়েছিল ৷ কিন্তু সেই টাকা প্রয়োজনীয় খাতে খরচ করা হয়নি ৷ প্রধানমন্ত্রীর সেই দাবিকে নস্যাৎ করে মমতা সাফ জানান, এই ধরণের কোনও সাহায্য কেন্দ্রীয় সরকারের তরফে আসেনি ৷ নাম না করে মোদিকে চ্যালেঞ্জ করে তিনি বলেন, "কাকদ্বীপ থেকে মিটিং করে উনি বলেছেন বাঁধের জন্য টাকা দিয়েছেন, তৃণমূল নাকি খেয়ে নিয়েছে ৷ আমি চ্যালেঞ্জ করে বলছি, নদীবাঁধের জন্য একটা টাকাও দেয়নি কেন্দ্রীয় সরকার ৷" এরপরই প্রধানমন্ত্রীকে 'চোর' বলে কটাক্ষ করেন তিনি ৷

সম্প্রতি প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ 2010 সালের পর থেকে দেওয়া সমস্ত শংসাপত্র বাতিল করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ, 1993 সালের পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশন আইন (West Bengal Commission for Backward Classes Act, 1993) অনুযায়ী নতুন করে ওবিসি তালিকা বানাতে হবে এবং সেই নতুন তালিকা বিধানসভায় অনুমোদন করাতে হবে ৷ এদিনের সভা থেকে ফের একবার সেই প্রসঙ্গ তুলে আনেন মমতা ৷ তিনি স্পষ্ট জানান, বাংলায় আগের মতো ওবিসি সংরক্ষণের কাজ হবে ৷

এদিন গঙ্গাসাগরের মেলার প্রসঙ্গও তুলে ধরেন মমতা ৷ কেন্দ্র সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "প্রতি বছর আমরা গঙ্গাসাগরে মেলা করি। প্রতি বছর 500 কোটি টাকা আমাদের খরচ হয়। আজ পর্যন্ত গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করল না । মুড়িগঙ্গা সেতুটা ঠিক করার কথা বলেছি। কিন্তু কিছু করেনি। আমি করে দেব।"

Last Updated : May 29, 2024, 4:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.