ETV Bharat / politics

আরামবাগে প্রধানমন্ত্রীর সভা, মোদির ভাষণ শুনতে সকাল থেকেই হাজির বিজেপি কর্মী-সমর্থকরা - প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

PM Narendra Modi: হুগলির আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ৷ শুক্রবার সকাল থেকে সভাস্থল কালীপুর স্পোটিং কমপ্লেক্স মাঠে ভিড় জমিয়েছে গেরুয়া শিবির ৷ বিজেপির দাবি, দু’লক্ষ লোকের জমায়েত হবে ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 2:10 PM IST

আরামবাগে প্রধানমন্ত্রীর সভা, মোদির ভাষণ শুনতে সকাল থেকেই হাজির বিজেপি কর্মী-সমর্থকরা

আরামবাগ, 1 মার্চ: লোকসভা নির্বাচনের আগে প্রথমবার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হুগলির আরামবাগের কালীপুর স্পোটিং কমপ্লেক্স মাঠে সভা করবেন তিনি ৷ সকাল থেকেই তাই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ ৷ দর্শনার্থীদের মধ্যে বিজেপির কর্মী-সমর্থকের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ কেউ এসেছেন প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুষ করতে ৷ আবার অনেকে এসেছেন এই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটা জানার জন্য ৷

2014 সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদের সংখ্যা দুইয়ের বেশি কখনও হয়নি ৷ 2019 সালে সেই সংখ্য়া একলাফে বেড়ে হয় 18 ৷ পাঁচ বছর পর আরও একটা লোকসভা নির্বাচন ৷ ফলে সেই সংখ্যা কি এবার আরও বাড়বে, নাকি ঊনিশের সাফল্য ধরে রাখতে পারবে না গেরুয়া শিবির ৷ সেই কাটাছেঁড়া রাজনৈতিক মহলে চলছে ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

যদিও বছর খানেক আগে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে বিজেপির জন্য 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তার পর তিনি একা এসেছেন বা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে বাংলায় এসেছেন ৷ সাংগঠনিক বৈঠক করেছেন ৷ জনসভা করেছেন ৷ কিন্তু এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসেননি একবারও ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

একেবারে ভোটের মুখে তিনি আসছেন ৷ যদিও সরকারি কর্মসূচি ৷ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতেই তাঁর আসা ৷ তবুও রাজনৈতিক মহল মনে করছে, আরামবাগ থেকে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, শাসক দলের নেতাদের ইডি-সিবিআইয়ের জালে ধরা পড়া থেকে সন্দেশখালি, সবই উঠে আসতে পারে মোদির ভাষণে ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

তিনি ঠিক কী কী বলেন, সেটাই জানতে উৎস্যুক বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তাই তাঁরা দলে দলে ভিড় জমিয়েছেন আরামবাগের কালীপুর স্পোটিং কমপ্লেক্স মাঠে ৷ বিজেপির দাবি, দু’লক্ষ লোকের সমাগম হবে মোদির সভায় ৷ সভাস্থলে দু’টি মঞ্চ করা হয়েছে ৷ একটিতে প্রশাসনিক কাজ হবে ৷ দ্বিতীয়টিতে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন ৷ প্রধানমন্ত্রীর সভা হওয়ায় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে ৷ বিভিন্ন মোড়ে মোড়ে যান-শাসন করতে অন্যদিনের বেশি পুলিশকর্মীই চোখে পড়েছে এ দিন ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে প্রধানমন্ত্রী, ধরনায় বাধা চাকরিপ্রার্থীদের
  2. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা
  3. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা

আরামবাগে প্রধানমন্ত্রীর সভা, মোদির ভাষণ শুনতে সকাল থেকেই হাজির বিজেপি কর্মী-সমর্থকরা

আরামবাগ, 1 মার্চ: লোকসভা নির্বাচনের আগে প্রথমবার পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ হুগলির আরামবাগের কালীপুর স্পোটিং কমপ্লেক্স মাঠে সভা করবেন তিনি ৷ সকাল থেকেই তাই সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন সাধারণ মানুষ ৷ দর্শনার্থীদের মধ্যে বিজেপির কর্মী-সমর্থকের সংখ্যাই সবচেয়ে বেশি ৷ কেউ এসেছেন প্রধানমন্ত্রীকে একবার চাক্ষুষ করতে ৷ আবার অনেকে এসেছেন এই সভা থেকে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটা জানার জন্য ৷

2014 সাল পর্যন্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির সাংসদের সংখ্যা দুইয়ের বেশি কখনও হয়নি ৷ 2019 সালে সেই সংখ্য়া একলাফে বেড়ে হয় 18 ৷ পাঁচ বছর পর আরও একটা লোকসভা নির্বাচন ৷ ফলে সেই সংখ্যা কি এবার আরও বাড়বে, নাকি ঊনিশের সাফল্য ধরে রাখতে পারবে না গেরুয়া শিবির ৷ সেই কাটাছেঁড়া রাজনৈতিক মহলে চলছে ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

যদিও বছর খানেক আগে বীরভূমের সিউড়িতে সভা করতে এসে বিজেপির জন্য 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম হেভিওয়েট নেতা অমিত শাহ ৷ তার পর তিনি একা এসেছেন বা বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডাকে নিয়ে বাংলায় এসেছেন ৷ সাংগঠনিক বৈঠক করেছেন ৷ জনসভা করেছেন ৷ কিন্তু এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসেননি একবারও ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

একেবারে ভোটের মুখে তিনি আসছেন ৷ যদিও সরকারি কর্মসূচি ৷ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতেই তাঁর আসা ৷ তবুও রাজনৈতিক মহল মনে করছে, আরামবাগ থেকে রাজনৈতিক বার্তা দেবেন প্রধানমন্ত্রী ৷ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, শাসক দলের নেতাদের ইডি-সিবিআইয়ের জালে ধরা পড়া থেকে সন্দেশখালি, সবই উঠে আসতে পারে মোদির ভাষণে ৷

PM Narendra Modi rally in Arambagh
আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাচ্ছেন বিজেপি কর্মী-সমর্থকরা৷

তিনি ঠিক কী কী বলেন, সেটাই জানতে উৎস্যুক বিজেপি কর্মী-সমর্থকরা ৷ তাই তাঁরা দলে দলে ভিড় জমিয়েছেন আরামবাগের কালীপুর স্পোটিং কমপ্লেক্স মাঠে ৷ বিজেপির দাবি, দু’লক্ষ লোকের সমাগম হবে মোদির সভায় ৷ সভাস্থলে দু’টি মঞ্চ করা হয়েছে ৷ একটিতে প্রশাসনিক কাজ হবে ৷ দ্বিতীয়টিতে রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন ৷ প্রধানমন্ত্রীর সভা হওয়ায় নিরাপত্তার কড়াকড়ি রয়েছে ৷ বিভিন্ন মোড়ে মোড়ে যান-শাসন করতে অন্যদিনের বেশি পুলিশকর্মীই চোখে পড়েছে এ দিন ৷

আরও পড়ুন:

  1. রাজ্যে প্রধানমন্ত্রী, ধরনায় বাধা চাকরিপ্রার্থীদের
  2. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা
  3. বিজেপিতে কৌস্তভ, কংগ্রেস ছাড়ার একদিনের মধ্যেই গেরুয়া শিবিরে আইনজীবী-নেতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.