ETV Bharat / politics

তাপসের ছেড়ে যাওয়া বরানগরে সজলকে প্রার্থী করল বিজেপি - Bye Elections

Bye Elections 2024: বরানগর ও ভগবানগোলার উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি ৷ বরানগরে প্রার্থী সজল ঘোষ ৷ ভগবানগোলায় বিজেপির প্রার্থী হচ্ছেন ভাস্কর সরকার ৷

Bye Elections 2024
Bye Elections 2024
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 1:13 PM IST

Updated : Mar 26, 2024, 3:07 PM IST

কলকাতা, 26 মার্চ: একটি আসনে বিধায়ক প্রয়াত হয়েছেন ৷ অন্য একটি আসনে পদত্যাগ করেছেন বিধায়ক ৷ লোকসভা নির্বাচনের সঙ্গেই ওই দু’টি আসন বরানগর ও ভগবানগোলায় উপ-নির্বাচন হবে ৷ সেই উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি ৷ উত্তর 24 পরগনার বরানগরে বিজেপি প্রার্থী করল কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষকে ৷ আর মুর্শিদাবাদের ভগবানগোলায় বিজেপির হয়ে লড়াই করবেন ভাস্কর সরকার ৷

এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে দেশজুড়ে ৷ পশ্চিমবঙ্গের 42টি আসনও সাতটি দফায় ভাগ করা হয়েছে ৷ শেষ দফার ভোট আগামী 1 জুন ৷ সেদিনই অন্য কয়েকটি আসনের সঙ্গে উত্তর 24 পরগনার দমদম আসনেও ভোট হবে ৷ ওই কেন্দ্রের মধ্যেই পড়ছে বরানগর বিধানসভা আসনটি ৷ সেখানে 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস রায় ৷

কিন্তু চলতি মাসের গোড়ায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর যোগদান করেন বিজেপিতে ৷ তাঁর পদত্যাগে বিধাননগর আসনটি শূন্য হয়ে পড়ে ৷ তাই সেখানে উপ-নির্বাচন হবে ৷ সেখানে সজল ঘোষকে প্রার্থী করা হল বিজেপির তরফে ৷ রাজনৈতিক মহল বিজেপির এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ৷

তাদের ব্যাখ্যা, সজলও একসময় তৃণমূলে ছিল ৷ পরে বিজেপিতে আসেন ৷ কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপি তিনটি ওয়ার্ডে জয়ী হয় ৷ তার মধ্যে একটিতে জয়ী হন সজল ঘোষ ৷ রাজ্য রাজনীতি তাঁকে লড়াকু নেতা হিসেবেই চেনে ৷ তাছাড়া তাপস রায়ের সঙ্গেও তাঁর বরাবর সুসম্পর্ক ছিল ৷ এখনও রয়েছে ৷ তৃণমূল ছাড়ার সময় সজলের নাম শোনা গিয়েছিল তাপসের মুখে ৷ সজল কেন তৃণমূল ছেড়েছিলেন, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি ৷

রাজনৈতিক মহলের আরও বক্তব্য, তাপস রায় 2011 সাল থেকে বরানগরের বিধায়ক ৷ তাছাড়া উত্তর 24 পরগনাতেও তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে, তাই বরানগরের ভোটে তাপস রায় প্রভাব অব্যাহত থাকবে ৷ তাছাড়া 2016 সালের তুলনায় 2021 সালে বিজেপি বরানগরে প্রায় 22 শতাংশ ভোট বৃদ্ধি করে তৃতীয়স্থান থেকে দ্বিতীয়স্থানে উঠে আসে ৷ ফলে সেই ভোট ও তাপস-ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বরানগরে এবার পদ্ম-ফোটাতে বদ্ধপরিকর বিজেপি ৷

অন্যদিকে আগামী 7 মে তৃতীয় দফায় ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদ লোকসভা আসনে ৷ মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ছে ভগবানগোলা বিধানসভা ৷ 2021 সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি ৷ সম্প্রতি তিনি প্রয়াত হন ৷ তাঁর প্রয়াণের জেরেই ওই আসনটি শূন্য হয় ৷ তাই সেখানে এবার উপ-নির্বাচন হচ্ছে ৷ যে ভোটে বিজেপি প্রার্থী করল ভাস্কর সরকারকে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
  2. 'রং খেলুন, রংবাজি করবেন না', দোলের প্রচারে তৃণমূলকে বার্তা প্রাক্তনী তাপসের
  3. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের

কলকাতা, 26 মার্চ: একটি আসনে বিধায়ক প্রয়াত হয়েছেন ৷ অন্য একটি আসনে পদত্যাগ করেছেন বিধায়ক ৷ লোকসভা নির্বাচনের সঙ্গেই ওই দু’টি আসন বরানগর ও ভগবানগোলায় উপ-নির্বাচন হবে ৷ সেই উপ-নির্বাচনের জন্য মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি ৷ উত্তর 24 পরগনার বরানগরে বিজেপি প্রার্থী করল কলকাতা পৌরনিগমের কাউন্সিলর সজল ঘোষকে ৷ আর মুর্শিদাবাদের ভগবানগোলায় বিজেপির হয়ে লড়াই করবেন ভাস্কর সরকার ৷

এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে দেশজুড়ে ৷ পশ্চিমবঙ্গের 42টি আসনও সাতটি দফায় ভাগ করা হয়েছে ৷ শেষ দফার ভোট আগামী 1 জুন ৷ সেদিনই অন্য কয়েকটি আসনের সঙ্গে উত্তর 24 পরগনার দমদম আসনেও ভোট হবে ৷ ওই কেন্দ্রের মধ্যেই পড়ছে বরানগর বিধানসভা আসনটি ৷ সেখানে 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাপস রায় ৷

কিন্তু চলতি মাসের গোড়ায় তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ৷ তার পর যোগদান করেন বিজেপিতে ৷ তাঁর পদত্যাগে বিধাননগর আসনটি শূন্য হয়ে পড়ে ৷ তাই সেখানে উপ-নির্বাচন হবে ৷ সেখানে সজল ঘোষকে প্রার্থী করা হল বিজেপির তরফে ৷ রাজনৈতিক মহল বিজেপির এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ৷

তাদের ব্যাখ্যা, সজলও একসময় তৃণমূলে ছিল ৷ পরে বিজেপিতে আসেন ৷ কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপি তিনটি ওয়ার্ডে জয়ী হয় ৷ তার মধ্যে একটিতে জয়ী হন সজল ঘোষ ৷ রাজ্য রাজনীতি তাঁকে লড়াকু নেতা হিসেবেই চেনে ৷ তাছাড়া তাপস রায়ের সঙ্গেও তাঁর বরাবর সুসম্পর্ক ছিল ৷ এখনও রয়েছে ৷ তৃণমূল ছাড়ার সময় সজলের নাম শোনা গিয়েছিল তাপসের মুখে ৷ সজল কেন তৃণমূল ছেড়েছিলেন, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি ৷

রাজনৈতিক মহলের আরও বক্তব্য, তাপস রায় 2011 সাল থেকে বরানগরের বিধায়ক ৷ তাছাড়া উত্তর 24 পরগনাতেও তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব রয়েছে, তাই বরানগরের ভোটে তাপস রায় প্রভাব অব্যাহত থাকবে ৷ তাছাড়া 2016 সালের তুলনায় 2021 সালে বিজেপি বরানগরে প্রায় 22 শতাংশ ভোট বৃদ্ধি করে তৃতীয়স্থান থেকে দ্বিতীয়স্থানে উঠে আসে ৷ ফলে সেই ভোট ও তাপস-ফ্যাক্টরকে কাজে লাগিয়ে বরানগরে এবার পদ্ম-ফোটাতে বদ্ধপরিকর বিজেপি ৷

অন্যদিকে আগামী 7 মে তৃতীয় দফায় ভোটগ্রহণ করা হবে মুর্শিদাবাদ লোকসভা আসনে ৷ মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ছে ভগবানগোলা বিধানসভা ৷ 2021 সালের বিধানসভা ভোটে ওই কেন্দ্র থেকে জিতেছিলেন তৃণমূলের ইদ্রিশ আলি ৷ সম্প্রতি তিনি প্রয়াত হন ৷ তাঁর প্রয়াণের জেরেই ওই আসনটি শূন্য হয় ৷ তাই সেখানে এবার উপ-নির্বাচন হচ্ছে ৷ যে ভোটে বিজেপি প্রার্থী করল ভাস্কর সরকারকে ৷

আরও পড়ুন:

  1. কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী হয়েই সুদীপের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়
  2. 'রং খেলুন, রংবাজি করবেন না', দোলের প্রচারে তৃণমূলকে বার্তা প্রাক্তনী তাপসের
  3. 'অভিনয় করলে দাদা সাহেব ফালকে পেতেন সুদীপ', লোকসভার দলনেতাকে কটাক্ষ তাপসের
Last Updated : Mar 26, 2024, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.