ETV Bharat / politics

'জিতব আমরা', নিজের লেখা-গাওয়া থিম সং প্রকাশ শতাব্দীর - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: লোকসভা নির্রবাচনের মুখে তৃণমূলের তরফে নতুন থিম সং প্রকাশ করা হয়েছে ৷ এবার বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় ভোটকে কেন্দ্র করে গান লিখলেন ও গাইলেন ৷ রবিবার সামনে এল 'জিতব আমরা' গানটি ৷

satabdi roy
satabdi roy
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 8:17 PM IST

শতাব্দীর থিম সং

সিউড়ি, 7 এপ্রিল: 'জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল' ৷ নিজের গাওয়া ও অভিনয় করা ভোটের থিম সং প্রকাশ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । সিউড়ি দলীয় কার্যালয়ে রবিবার থিম সংটি জনসমক্ষে নিয়ে আসেন ৷ সেখানে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী বলেন, "একটু অন্য রকম ভাবনা থেকে গানটি করা ৷ প্রতি বারই একই প্রচার করি তাই ভাবলাম এবার একটা গান বানাই ৷ জেলা শাসকের অনুমতি নিয়েই এই গান বানিয়েছি । গানটি দু'দিন ধরে শুট করা হয়েছে ।"

বিজেপিকে বিঁধে তিনি বলেন, "ওরা সোশাল মিডিয়ায় অনেক এগিয়ে ৷ কারণ ওদের মাঠে কাজ করার লোক নেই। পতাকা লাগানোর লোক নেই ৷ তাই সোশাল মিডিয়ায় প্রচার করে ওরা ৷ বিজেপিকে নিয়ে আমার কোনও মাথা ব্যাথা নেই ।" বীরভূম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় । চতুর্থবার তৃণমূল-কংগ্রেসের টিকিটে এই লোকসভা থেকে লড়ছেন তিনি । তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর ও হাসন বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিলটন রসিদ। তাই প্রচারে অভিনবত্ব আনতে এবার থিম সং প্রকাশ করলেন অভিনেত্রী শতাব্দী রায় ।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজের লেখা স্ক্রিপ্টে নিজেই অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি । 2 মিনিট 35 সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় শতাব্দী রায়ের নাম ঘোষণা করছেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি ৷ 'জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল' থিম সং ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে দলের বিভিন্ন ওয়াটস এপ গ্রুপ-সহ বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে ৷ এর আগে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে নতুন থিম সং প্রকাশ করে তৃণমূল ৷ গানটির নাম- 'জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন' ।

আরও পড়ুন:

  1. 'জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলের নতুন থিম সং
  2. অনুব্রতহীন বীরভূমে ভোটে জিততে রিপোর্ট কার্ডই ভরসা শতাব্দীর
  3. খেলা হবেই, মানুষ ভোট বাক্সে এজেন্সির জবাব দেবে; ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে শতাব্দী

শতাব্দীর থিম সং

সিউড়ি, 7 এপ্রিল: 'জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল' ৷ নিজের গাওয়া ও অভিনয় করা ভোটের থিম সং প্রকাশ করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায় । সিউড়ি দলীয় কার্যালয়ে রবিবার থিম সংটি জনসমক্ষে নিয়ে আসেন ৷ সেখানে তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী বলেন, "একটু অন্য রকম ভাবনা থেকে গানটি করা ৷ প্রতি বারই একই প্রচার করি তাই ভাবলাম এবার একটা গান বানাই ৷ জেলা শাসকের অনুমতি নিয়েই এই গান বানিয়েছি । গানটি দু'দিন ধরে শুট করা হয়েছে ।"

বিজেপিকে বিঁধে তিনি বলেন, "ওরা সোশাল মিডিয়ায় অনেক এগিয়ে ৷ কারণ ওদের মাঠে কাজ করার লোক নেই। পতাকা লাগানোর লোক নেই ৷ তাই সোশাল মিডিয়ায় প্রচার করে ওরা ৷ বিজেপিকে নিয়ে আমার কোনও মাথা ব্যাথা নেই ।" বীরভূম লোকসভা কেন্দ্রের তিনবারের সাংসদ শতাব্দী রায় । চতুর্থবার তৃণমূল-কংগ্রেসের টিকিটে এই লোকসভা থেকে লড়ছেন তিনি । তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর ও হাসন বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক মিলটন রসিদ। তাই প্রচারে অভিনবত্ব আনতে এবার থিম সং প্রকাশ করলেন অভিনেত্রী শতাব্দী রায় ।

দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিজের লেখা স্ক্রিপ্টে নিজেই অভিনয়ের পাশাপাশি গানও গেয়েছেন তিনি । 2 মিনিট 35 সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে, দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকায় শতাব্দী রায়ের নাম ঘোষণা করছেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ছবি ৷ 'জিতব আমি, জিতব আমরা, জিতবে তৃণমূল' থিম সং ইতিমধ্যেই ছড়িয়ে দেওয়া হয়েছে দলের বিভিন্ন ওয়াটস এপ গ্রুপ-সহ বিভিন্ন সোশাল নেটওয়ার্কিং সাইটে ৷ এর আগে কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে নতুন থিম সং প্রকাশ করে তৃণমূল ৷ গানটির নাম- 'জনগণের গর্জন, বাংলা-বিরোধীদের বিসর্জন' ।

আরও পড়ুন:

  1. 'জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন, তৃণমূলের নতুন থিম সং
  2. অনুব্রতহীন বীরভূমে ভোটে জিততে রিপোর্ট কার্ডই ভরসা শতাব্দীর
  3. খেলা হবেই, মানুষ ভোট বাক্সে এজেন্সির জবাব দেবে; ইটিভি ভারতের একান্ত সাক্ষাৎকারে শতাব্দী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.