বরানগর, 1 জুন: উপনির্বাচন ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি বরানগরে ৷ বিজেপি পার্টি অফিসে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে ৷ আবার আলম বাজারে বিজেপি প্রার্থী সজল ঘোষের উপরও হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ সব ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠেছে শাসকদলের দিকে ৷
শনিবার শেষ দফার ভোট চলাকালীন বরানগরে বিজেপির পার্টি অফিসে ভয়ংকর হামলা চালানো হল ৷ অভিযোগের তির তৃণমূলের দিকে । প্রায় 50 থেকে 60 জন লাঠি-সোঁটা নিয়ে অতর্কিতে বিজেপি পার্টি অফিসে হামলা চালায় ৷ সেই সময় পার্টি অফিসে উপস্থিত বিজেপি কর্মীদের মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের এক কর্মীর মাথা ফাটিয়ে দিয়ে তাঁকে তালা বন্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা ।
দুষ্কৃতীরা চলে গেলে বিজেপির অন্যান্য কর্মী-সমর্থকরা এসে দলের আহত কর্মীদের তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন । শুধু মারধরই নয়, কম্পিউটার-সহ পার্টি অফিসের একাধিক জিনিসপত্র ভাঙচুরও করে গিয়েছে দুষ্কৃতীরা ৷
এছাড়াও আলম বাজারে বিজেপি প্রার্থী সজল ঘোষের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এ দিনের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীকে অপদার্থ বলে তোপ দেগেছেন সজল ঘোষ ৷ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । বিজেপির অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের নামে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল । এ দিকে, বরানগরের 30 নম্বর ওয়ার্ডের তীব্র বিক্ষোভের মুখে পড়েন কৌস্তভ বাগচী ৷