রায়গঞ্জ, 14 এপ্রিল: রায়গঞ্জে নির্বাচনী প্রচারে এসে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন বাবুল সুপ্রিয় । রবিবার নববর্ষের প্রথম দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে প্রচারে আসেন রাজ্যের এই মন্ত্রী ৷ সেখান থেকে বাবুল সুপ্রিয় বলেন,"দিলীপ ঘোষকে খড়গপুর থেকে দুর্গাপুরে সরিয়ে দেওয়া হয়েছে। তার একটা কারণ থাকতে পারে, খড়গপুরে উনি গরুর দুধ থেকে সোনা বার করছিলেন, সেটা শেষ হয়ে গিয়েছে হয়ত ৷ আর ওখান থেকে সোনা বের হবে না ৷ সে জন্য দুর্গাপুরের গরুর কাছে ওঁকে পাঠিয়ে দিয়েছেন । ওঁর সঙ্গে আমার চিরকালই অম্লমধুর সম্পর্ক ।"
এদিন রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে ৷ মিছিলটি শহরের বকুলতলা এলাকায় এসে শেষ হয় । এই মিছিলে বাবুল সুপ্রিয় ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী-সহ অন্য তৃণমূল নেতারা ৷ মিছিল শেষে রায়গঞ্জ পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মন্দিরে পুজো দেন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রার্থী কৃষ্ণ কল্যাণী । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরীকে আক্রমণ শানেন । তিনি বলেন, "বিজেপির সাংসদ এখান থেকে পালিয়ে গিয়েছেন। পাঁচ বছরে কী কাজ করেছেন, তার রিপোর্ট কার্ডও প্রকাশ করতে পারেননি ।"
অন্যদিকে, বেঙ্গালুরুর বিস্ফোরণকাণ্ড প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের অপরাধী বেঙ্গালুরু থেকে পালিয়ে এতগুলো রাজ্য পেরিয়ে বাংলা পর্যন্ত এল কী করে? ব্যর্থতাটা কার? যখন বিস্ফোরণের ঘটনা ঘটল তখন পুলিশ কী করছিল? এনআইএ কী করছিল? এনআইএ'র দায় কার! ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ পুলিশকে ৷ যে অপরাধীরা অন্য রাজ্য থেকে পালাতে পেরেছে, তারা এখানে এসে ধরা পড়েছে ।"
আরও পড়ুন: